বড়দের সকলকে প্রণাম জানাই। আজ আমি প্রায় অনেকদিন পর এখানে পোস্ট করছি। আসলে প্রত্যেকদিন খুব চাপ থাকছে তাই আমি পোস্ট লিখতে পারছি না। আমার সপ্তাহে কোনদিনই ছুটি থাকে না। প্রত্যেকদিন সকালবেলায় দিদি মনি পড়াতে আসে। তারপর আবার স্কুল থাকে। স্কুল থেকে আবার এসে পড়াশোনা থাকে। যারা পড়াতে আসে তাদের আবার হোম ওয়ার্ক থাকে। আমি ঠিকভাবে খেলারো টাইম পাচ্ছি না। এ কারণে আমার এরকম হচ্ছে।
তো আজকে আমার স্কুল ছুটি ছিল।আপনারা তো জানেনই। যে আজকে নেতাজির জন্মদিন। তাই এর উপলক্ষে আমি একটি নেতাজির ছবি এঁকেছি । নেতাজি বলতে সুভাষচন্দ্র বসু। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তার বিখ্যাত বাণী আছে - " তোমরা আমাকে রক্ত দাও ,আমি তোমাদের স্বাধীনতা দেব। "। তিনি আমাদের ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন । আমি ছোটবেলা থেকে আমার পাঠ্য বইয়ে অনেকবার ওনার সম্পর্কে অনেক লেখা পড়েছি। বাবা বলে ইতিহাস বই য়ে ওনাকে নিয়ে আরো বড় বড় গল্প রয়েছে। যখন আমি বড়দের ইতিহাস বই পড়বো তখন সেগুলো পাব।
ভিডিও লিংক
আজকে সকাল বেলা উঠেই বাবা আমাকে বলেছিল যে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি আঁকতে। তাই আমি সকালবেলায় আঁকতে বসে ছিলাম।মায়ের তো খুবই ভালো লেগেছে। তাই আমার মা আমাকে অনেক প্রশংসা করছে। আমি যতটা পেরেছি ততটা এর পেছনে খেটেছি ।যেহেতু এটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি ।তাই বেশি কষ্ট করতে হয়নি ।যদি কালারিং ছবি হত তাহলে অনেক ডিটেলিং দিতে হতো। তাই জন্য আমার বাবা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি দিয়েছে ।হ্যাঁ এটা আমার বাবাই চয়েজ করে দিয়েছে।
আমি বাবাকে এই কাজটি দিয়েছি ,কারণ বাবা বুঝবে যে কোনটা আমি ভালো আঁকতে পারবো ।আর কোনটা না পারব তাই। আমি যদি নিজে চয়েস করতাম তাহলে আমি বুঝতে পারতাম না যে কোনটা আঁকবো ,কারণ আমার চয়েস করতে গিয়েই অর্ধেক ঘন্টা চলে যায় ।
তাই আমি এই কাজটি বাবাকে দিয়েছি। যাইহোক আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন যে, এত ডিপ সেড দিয়েছি ।কারণ আমি তো 10b পেন্সিল ইউজ করেছি। আমার বাবা বলে এই পেন্সিল টা খুব ভালো। তাই জন্য আমি এই পেন্সিলটাকে ইউজ করেছি ।কারন আমি জানি যেটা বাবা বলবে সেটা নিশ্চয়ই ভালো হবে।
তাই জন্য আমি সেটা মান্য করে এটি ব্যবহার করেছি। আমি জানি এর অনেক সমস্যা আছে। কারণ এই পেন্সিল যদি একবার খাতায় ঘষা হয় ,তাহলে সে মুছতে আর চায়না ।সেই দাগ থেকেই থাকে। তাই জন্য আমি বেশি ব্যবহার করি না। কিন্তু আজকে ব্যবহার করেছি। আর আপনারা তো জানেনই যে আমি অনেকদিন ধরে পোস্ট ছাড়ছি না তাই আমার দিদি ও আমাকে বকছিল । অবশেষে আমি সারা সকাল জুড়ে ছবি আঁকার পরে। স্নান করতে যাওয়ার আগে ভিডিও টা এডিট করলাম।। তারপর একা একাই আমার ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করলাম। আমি আজকে ওনার জন্মদিন উপলক্ষে এই ছবি আঁকা পোস্ট করলাম।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এত বড় মহান ব্যক্তিত্বের ড্রয়িং আমাদের মাঝে শেয়ার করার জন্য। সত্যি বলতে তোমার ড্রইং এর হাত বেশ ভালো। তোমার ড্রইং গুলো আমার কাছে বেশ ভালো লাগে। আমি প্রতিদিন অপেক্ষায় থাকি যে তুমি কবে নতুন নতুন ড্রয়িং আমাদের মাঝে শেয়ার করবে।
ভালো থেকো ভাই। আশা করি ভবিষ্যতে তোমার কাছ থেকে আরো ভালো ভালো ড্রয়িং পাবো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেকদিন পর আবার তোমার ড্রইং দেখতে পেলাম। তোমার আঁকা ড্রয়িং দেখতে আমার খুবই ভালো লাগে। তবে আজ নেতাজি সুভাষচন্দ্র বসুকে এঁকেছো। এটা দেখে আরো ভালো লাগলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার পোস্টটি চমৎকার হয়েছে! নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আপনার শ্রদ্ধা ও ভালোবাসা ফুটে উঠেছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে 10B পেন্সিলের ব্যবহার এবং আপনার পরিশ্রম সত্যিই প্রশংসনীয়। বাবা-মায়ের গাইডেন্সে এমন সুন্দর কাজ করা অনুপ্রেরণাদায়ক। ভবিষ্যতে আরও দারুণ কাজের প্রত্যাশায় রইলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit