সময়ের মূল্য

in hive-120823 •  3 days ago 

নমস্কার বন্ধুরা। আপনারা সকলে কেমন আছেন? আজকে আবারো চলে এসেছি আপনাদের সাথে নতুন একটি টপিক আলোচনা করার জন্য। আশা করছি আপনাদের ভালো লাগবে।

আমরা একটি কথার সাথে খুবই পরিচিত, সেটি হল-----

"সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়।" /
"Time and tide wait for none "

সময় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস, যা একবার চলে গেলে তা আর পুনরায় ফিরে আসে না। জীবন থেকে অনেক কিছু (যশ, সম্পদ ইত্যাদি) হারিয়ে গেলেও আমরা সেগুলো পুনরাই ফিরে পেতে পারি। তবে একবার সময় চলে গেলে সেই সময় আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই আমাদের প্রত্যেকের উচিত সময়ের গুরুত্ব অনুধাবন করা।

1000251984.jpg

Link

সময়ের সঠিক ব্যবহার মানুষের জীবনে সফলতা নিয়ে আসে। তাই বলা যাই সময়ই হল মানুষের সাফল্যের অন্যতম চাবিকাঠি। প্রত্যেকটি মানুষের উচিত সময়ের যথাযথ ব্যবহার করা। একজন ছাত্রের মুখ্য কাজ হল পড়াশোনা করা। তাই সে যদি সঠিক সময় মেনে পড়াশোনা করে তাহলে তার ফলাফল ভালো হবে। একজন বেকার যুবক যে চাকরির জন্য পড়াশোনা করছে, সে যদি তার সারাদিনের সময়কে সঠিকভাবে ব্যবহার করে নিজেকে চাকরির জন্য প্রস্তুত করে তুলতে পারে তাহলে সে খুব সহজেই সফলতা পাবে।

আমরা কেউই আমাদের অতীতকে ফিরিয়ে আনতে পারব না। তাই সময় আমাদের কাছে এক অমূল্য সম্পদ। আমাদের সকলের হাতেই একটি দিনে ২৪ ঘন্টা সময় থাকে। তবে আমরা সকলেই কিন্তু এই ২৪ ঘন্টা একই রকম ভাবে কাটাই না। একজন মানুষ তার জীবনে কতখানি সফল হবে বা কতখানি ব্যর্থ হবে তার সম্পূর্ণটাই নির্ভর করে সে কিভাবে তার সময়টাকে কাজে লাগাচ্ছে তার ওপর। যদি সে এই ২৪ ঘণ্টা সময়টাকে সঠিকভাবে তার জীবনে ব্যবহার করতে পারে তাহলে সে অবশ্যই খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করবে। আবার কেউ যদি দিনের বেশিরভাগ সময়টাই ঘুমিয়ে, খেয়ে, ঘোরাঘুরি করে যাপন করে তাহলে তার জীবনে খুব তাড়াতাড়ি সফলতা আসা সম্ভব নয়। তাই জীবনে সফলতা অর্জন করতে গেলে সর্বাগ্রে প্রয়োজন সময়ের সঠিক ব্যবস্থাপনা।

1000251991.jpg
Link

ছাত্র জীবন হল আমাদের নিজেদের ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ। এই ধাপ থেকেই আমাদের প্রত্যেককে সময় ব্যবস্থাপনা শিখতে হবে। এই ছাত্র জীবনেই জীবনে বহু কিছু হাতছানি দেবে। তবে আপনাকেই বেছে নিতে হবে কোনটি আপনার ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে তুলবে। এই প্রসঙ্গে আমাদের একটি স্যার যে কথাটি বলতেন সেটি মনে পড়ছে----"ছাত্রজীবনই নানারকম ভুল করার সময়..... তবে একই সাথে সমস্ত সঠিক সিদ্ধান্তও তোমাকে এই ছাত্র জীবনেই নিতে হবে।" কথাটার গভীরতা তখন না বুঝলেও এখন খুব ভালোভাবে বুঝতে পারি। তাই ছাত্র জীবন থেকেই আমাদের সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের ভবিষ্যতকে আলোকিত করার পথে এগিয়ে দিতে হবে।

শুধুমাত্র ছাত্র জীবন নয় কর্মজীবনেও আমাদের এই সময়ের মূল্য জানতে হবে। আমাদের সময়ানুবর্তিতা শিখতে হবে। সঠিক সময়ে কর্মস্থানে পৌঁছে যাওয়া এবং সুষ্ঠুভাবে সময়কে ব্যবহার করাও আমাদের কর্ম জীবনে সফলতা এনে দেবে। যে ব্যক্তি প্রতিদিন তার কর্মস্থলে সঠিক সময়ে পৌঁছে, সঠিক সময়ে তার কার্যাবলী সম্পন্ন করে তাকে তার সহকর্মীরা অনেক বেশি মর্যাদা দেয় এবং সম্মান করে। অপরদিকে যে ব্যক্তি প্রত্যহ দেরি করে এবং সঠিকভাবে সময়কে কাজে লাগাতে পারেনা তাকে কেউই মন থেকে মর্যাদা দেয় না। তাই নিজেকে কর্মস্থলে সফল করে তোলার জন্য আমাদের অবশ্যই সময়ের গুরুত্ব বুঝতে হবে।

1000251990.jpg

Link

উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি আমাদের সকলেরই সময়ের সদ্ব্যবহার করা উচিত। কোন কাজ কখন করতে হবে সেটা নিজেকেই বুঝতে হবে। আর তার জন্য প্রয়োজন একটা সঠিক রুটিন। যে রুটিন প্রত্যেককে সঠিকভাবে মেনে চলতে হবে।

যে ব্যক্তি সময়ের গুরুত্ব বোঝেনা সে নিজেকেই ঠকায়। সময়কে গুরুত্ব না দেওয়ার অর্থ হল নিজেকে পিছিয়ে রাখা। যে ব্যক্তি বোঝে কোন সময় তাকে কোন কাজ করতে হবে সেই জীবন যুদ্ধে অনেক বেশি এগিয়ে থাকে। আমরা আমাদের চারপাশে যত মানুষজন দেখি তাদের প্রত্যেকেরই কিন্তু সময় কে গুরুত্ব দেওয়া উচিত। একজন শিক্ষক মহাশয় যদি সঠিক সময়ে ক্লাসে প্রবেশ না করেন সেক্ষেত্রে ছাত্ররা তাকে মন থেকে সম্মান করবে না, একজন সবজিবিক্রেতা যদি সঠিক সময়ে বাজারে পৌঁছাতে না পারেন তাহলে তার ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে, একজন চিকিৎসক যদি সঠিক সময়ে হাসপাতালে পৌঁছাতে না পারেন তাহলে রোগী আরও বেশি অসুস্থ হয়ে পড়তে পারে--- এইভাবে দেখতে গেলে প্রত্যেকটি পেশার সাথে যুক্ত মানুষকে কিন্তু এই সময় এর ব্যবহার শিখতে হয়। নইলে তার জীবন কখনই সফল হতে পারে না।

তাই সবশেষে আমরা বলতেই পারি সময় হলেও আমাদের কাছে এক অমূল্য রত্ন, যার যত্ন আমাদেরকেই নিতে হবে। সময় চলে যাওয়ার আগেই আমাদেরকে তার গুরুত্ব অনুধাবন করে সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে। তাহলেই আমরা আমাদের জীবনে এগিয়ে যেতে পারবো।

আজ তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল আবার অন্য কোনো লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...