প্রায় ১২ থেকে ১৪ দিন পর ঈদের আনন্দ আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। ব্যস্ততা বা অলসতা যেটাই বলুন না কেন যার জন্য দীর্ঘ দিন পোস্ট করা থেকে বিরত ছিলাম।। কিন্তু হ্যাঁ এখন থেকে আবারো আগের মতো পোষ্ট করার চেষ্টা করব।।
যাই হোক দীর্ঘ একটি বছর পর আমাদের মাঝে রমজান মাস এসেছিল আর রমজান শেষে আমাদের পবিত্র ঈদুল ফিতর। আর ঈদুল ফিতরে বন্ধুদের সাথে আড্ডা হবে না তা তো হয় না ।। প্রতিবছরের মতোই এবছরও আমরা বন্ধুরা ঈদের দিন বিকালে একত্রিত হই ।। এবার একটু ভিন্নভাবেই সবাই একত্রিত হয়।। স্কুল জীবন অতিবাহিত করার পর একেকজন একেক প্রতিষ্ঠানে অধ্যায়ন হয়, যার জন্য চাইলেও সবাই একত্রিত হতে পারে না।। তাই আমরা কোন একটা বিশেষ দিনে একত্রিত হয়ে বেশ কিছুটা সময় অতিবাহিত করি।।
যদিও খুব বেশি দূরে আমরা ঘুরতে যাইনি বাসা থেকে কিছুটা দূরে ই একটি নদী রয়েছে যার নাম ধরলা আর সেখানে একটা বড় ব্রিজ হয়েছে আর অনেক মানুষ ঈদের আনন্দ উপভোগ করার জন্য সেই ব্রিজে যাই।। আর আমরা সেখানে যাই আর দেখতে পাই অসংখ্য মানুষ ।
আর সেখানে যেয়ে ঈদের আনন্দ আরও বেশি মনের মধ্যে বাসা বাদে। আমরা একটু হাঁটাহাঁটি করে নৌকা ভাড়া করি নৌকায় ঘোরাঘুরি করব।। আর আমাদের সাথে একটা বন্ধু ছিল তার স্ত্রী ও ঘুরতে এসেছে আর আমরা সবাই মিলে নৌকায় বসে একটি বালুর চরের মধ্যে যায়। আর সেখানে হাঁটাহাঁটি করতে থাকি অনেক ভালো লাগতেছিল কতদিন পর এরকম ভাবে বন্ধুরা মিলে বালার মধ্যে হাঁটাহাঁটি করছি।
বন্ধুর বউ সাথে তার দুইটা ছোট শালী ও এসেছে আর সবাই মিলে একত্র হয়ে অনেক বেশি আনন্দ করতেছিলাম।। আর সবাই এক জায়গায় হলে অনেক দুষ্টমি ফাজলামি হবে সেটাই স্বাভাবিক।। আর সবাই মিলে অনেক দুষ্টামি করতে ছিলাম।।
অনেক বেশি ভালো লাগা কাজ করতেছিল।। মনে হচ্ছিল জীবনে যেন এরকম সময় প্রতিনিয়ত আছে।। দীর্ঘ সময় সেখানে অতিবাহিত করার পর আমরা হাঁটতে হাঁটতে একটা তরমুজ খেতে যাই।। বালির মধ্যে মানুষ তরমুজ রোপন করেছে। তাই আমরা দেখার জন্য সেখানে যাই। বেশ ভালোভাবে তরমুজ ধরেছে কিন্তু এখনো খাওয়ার উপযুক্ত হয়নি আর কিছুদিন গেলে হয়তো খাওয়ার উপযোগী হবে।।
আরো কিছু সময় সেখানে ঘোরাঘুরি করার পরেই সন্ধ্যা হয়ে আসে যেহেতু নৌকা নিয়ে গিয়েছি তাই বেশি সময় থাকাও যায় না।। পরে আমরা সেখান থেকে নৌকা নিয়ে আবারো চলে আসি এপারে।। পরে সবাই মিলে আরো কিছু সময় ঘোরাঘুরি করি।।
তার কিছুটা পর আমরা সকলে মিলে নাস্তা করি যেহেতু আমাদের বন্ধুর দুইটা শালী এসেছে তারা নাকি ফুচকা খাবে, তাই আমরা ফুচকা নিয়ে সবাই আনন্দের সাথে খাই।। তার কিছুটা পরেই আমরা সেখান থেকে বাসায় আসার জন্য রওনা দেই।।
💦💥2️⃣0️⃣2️⃣5️⃣ This is a manual curation from the @tipu Curation Project
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 0/7) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit