![]()
|
---|
Hello,
Everyone,
আজ হঠাৎ করেই সন্ধ্যের পর থেকে বাবার জন্য মনটা খারাপ লাগছিলো। আগামীকাল সকাল বেলায় হসপিটালের উদ্দেশ্যে রওনা হতে হবে, কারণ পরশুদিন শ্বশুর মশাইয়ের কোলোনোস্কপি করার ডেট রয়েছে।
নিয়ম অনুসারে আগের দিন ওনাকে ভর্তি করতে হবে। এই কারণেই আগামীকাল আমরা হসপিটালে যাবো। আজ সাড়ে আটটার মধ্যে ওনার রাতের খাওয়া শেষ করতে হবে বলে, সন্ধ্যা দেওয়ার পর কমিউনিটির কিছুটা কাজ গুছিয়ে রুটি করতে গিয়েছিলাম। তখন কি মনে হল হঠাৎ করে ইউটিউবে গান চালালাম।
![]() |
---|
গান শোনার ক্ষেত্রে আমার আবার এক এক সময় এক এক ধরনের গান পছন্দ হয়। যাইহোক পছন্দের গান গুলোই হচ্ছিলো, হঠাৎ করে একটা গান শেষ হয়ে পরের গানটি বেজে ওঠার সাথে সাথেই বাবার মুখটা মনে পড়ল।
অনেকদিন হয়ে গেল দিদি বাড়িতে যাই না, বাবার সাথে দেখা হয় না, তবে এমন মন খারাপ এর আগে কখনো হয়নি। সত্যি কথা বলতে আমরা জীবনে ভালোবাসার কথা এমন মানুষকে বারংবার বলে থাকি যারা ভালোবাসার মূল্যায়ন করে না। অথচ যারা এই পৃথিবীতে আমাদের সবথেকে বেশি ভালোবাসে তাদেরকেই কখনো মুখ ফুটে বলা হয়ে ওঠে না ভালোবাসি।
এ জীবনে মাকে বা বাবাকে কখনো সামনে থেকে বলিনি আমি তোমাকে ভালোবাসি। তবে এই বলাটা সত্যিই আমাদের অভ্যাস করা উচিত। আজ এতগুলো বছর পেরিয়ে আসার পর, মনের ভিতরে হাজার বার চিৎকার করে বললেও, মুখ ফুটে কখনো বাবার সামনে একথা বলে উঠতে পারিনি, -বাবা আমি তোমাকে ভালোবাসি।
আমার ফোনে ব্যালেন্স ছিলো না, তাই বাবাকে ফোন করতে পারিনি। মানুষটা স্মার্টফোন ব্যবহার করলেও facebook, whatsapp, instagram এই ধরনের আধুনিক অ্যাপ গুলো ব্যবহারে একেবারেই সিদ্ধহস্ত নন। তাই আমি যদি হোয়াটসঅ্যাপে কল করি হয়তো বুঝতেই পারবে না কোথায় ফোন এসেছে।
তাই হাতের কাজগুলো সেরে নিয়ে দিদির ফোনে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করলাম। তবে কল করার পর একটা খারাপ সংবাদ পেলাম। আমার দিদির মেয়ের নাকে প্রচন্ড ব্যথা পেয়েছে, অনেকটা রক্তও বেরিয়েছে নাক দিয়ে।
দুই ভাই বোন খেলা করছিলো। তাতানের মাথার উপর দিয়ে তিতলি কিছু একটা দেখছিল, সেই মুহূর্তেই তাতান দাঁড়ানোর চেষ্টা করাতে ওর মাথাটা এসে তিতলির নাকে এতো জোরে লেগেছে যে, সাথে সাথেই নাক থেকে রক্ত পড়তে শুরু করেছে।
পরে বরফের দিয়ে, বরফের জল নাক দিয়ে টানিয়ে রক্ত বন্ধ করা হয়েছে। তবুও দিদি আগামীকাল একবার ওকে ডাক্তার দেখাবে। বাবার কথা জিজ্ঞেস করতে বলল বাবা নাকি ফ্ল্যাটের নিচে ওষুধের দোকানে গেছে।
তাতানের সাথে কথা বলতে বলতেই বাবা উপরে এলো, তারপর ভিডিও কলে বাবার সাথে কিছুক্ষণ কথা বললাম। খুব একটা শান্তি হলো না জানেন, কেমন জানি সামনে থেকে দেখতে ইচ্ছে করছিল বাবাকে।
হসপিটাল থেকে এসে একবার যাবো দিদির বাড়িতে। যাইহোক সেই তখন থেকেই মনটা ভারাক্রান্ত হয়ে আছে। একটা করে দিন পার হচ্ছে, আমার সাথে সাথে আমার বাবাও বৃদ্ধ হচ্ছে। সময়ের আগে মা আমাদের ছেড়ে চলে গেলেও, নির্ধারিত সময়ে বাবাও নিশ্চয়ই একসময় চলে যাবেন। এই যাওয়া গুলো আমরা প্রাণপণ চেষ্টা করেও কিছুতেই আটকে রাখতে পারবো না, এই বিষয়টা ভাবলেই ভেতর থেকে কেমন যেন অনাথ লাগে নিজেকে।
এই পৃথিবীতে বাবা মায়ের থেকে আপন কেউ হয় না। বাবা যদিও এখন দিদির সাথেই থাকেন, তবুও যেন মনে হয় এই পৃথিবীর বুকে আমার একটা নিরাপদ আশ্রয় এখনও রয়েছে। তবে বাবা যখন থাকবে না আমি নিশ্চিত আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগবো।
![]() |
---|
কি অদ্ভুত আমাদের অনুভূতিগুলো। বাবা হয়তো জানেই না তার উপস্থিতি আমার জন্য কতখানি ভরসার, কারণ কখনো বোঝাতেই পারেনি। আসলে এই মানুষগুলো নিশ্চিত হয় ভালো পরিবারে আমাদের বিয়ে দেওয়ার পর। তারা ভাবে মেয়েদের সংসার হয়েছে, তাই ওনরা পৃথিবী ছেড়ে চলে গেলেও তার সন্তানেরা ভালো থাকবে।
সন্তান হিসেবে বাবা-মায়ের প্রতি অনুভূতিগুলো অনুভব করি ঠিকই, কিন্তু বাবা-মা হিসেবে সন্তানের প্রতি কেমন অনুভূতি হয়, সেটা হয়তো আমি বাবার মতো করে বুঝতে পারবো না কখনোই। কারণ মায়ের ভালোবাসা নিয়ে সন্তানেরা অনেক কথা বলে। তবে বাবার ভালোবাসা সারাজীবনই অব্যক্ত ভালোবাসা হয়ে থাকে।
আমি জানি আমার বাবাও আমাকে খুব ভালোবাসেন, তবে এ জীবনে কখনো বলে উঠতে পারেনি। ঠিক যেভাবে আমিও বলতে পারিনি বাবাকে।
এমন একটা বয়সে পৌঁছে গেছি যেখানে মন খুলে ভালোবাসার কথা বলতেও লজ্জা বোধ হয়, কষ্টের কথা বলতে গেলে তাদের চিন্তার কথা মাথায় আসে, নিজের ভালো না থাকার কথাগুলো মন খুলে বলতে গেলে ভেতর থেকেই কিছু একটা বাধা অনুভব করি।
এই বয়সটাই আসলে খারাপ। যেখানে নিজের অনুভূতির সাথে নিজেকে প্রতিদিন লড়াই করতে হয়। অনিচ্ছা সত্ত্বেও করতে হয় এমন অনেক কাজ, যেগুলো নিজের ভেতরের লড়াইকে আরো বেশি তীব্র করে তোলে। এই অনুভূতিগুলো জানি না আমার মত করে আপনারা আর কেউ অনুভব করেন কিনা।
তবে অভ্যাস করা উচিত আমাদের সকলেরই ভালোবাসা ব্যক্ত করার, কষ্ট শেয়ার করার, মন খুলে কথা বলার, আপনজনকে কষ্ট দেওয়ার ভয়ে আমরা নিজেরা প্রতিনিয়ত কষ্ট পাই। তবে দিন ফুরিয়ে যাচ্ছে সকলের। একটা সময় আফসোস থাকলেও কথা বলার মানুষ থাকবে না।
![]() |
---|
আপনাদের সাথে যত কথা শেয়ার করছি, এই সমস্ত কিছু মুখে বলে হয়তো আমি অন্য কাউকে বোঝাতে পারতাম না। আর এই কারণেই এই প্লাটফর্ম আমার মনের এত কাছাকাছি।
বাবা হয়তো কখনো জানবেই না, বাবার জন্য মন খারাপের কোনো এক সন্ধ্যার কথা আমি এই প্লাটফর্মে শেয়ার করেছি, যেটা বাবা বাদে অনেকেই পড়বে। তুমি ভালো থাকো বাবা। তোমাকে হারানোর অনুভূতি জীবনে দ্বিতীয় বার সহ্য করার জন্য, নিজেকে তৈরি করার সময় দিও।
যে গানটির কথাগুলো আজ বাবাকে ভীষন বলতে ইচ্ছা করছিল, সেই গানটির লিঙ্ক আমি ইউটিউব থেকে নিয়ে শেয়ার করলাম। আপনারা কে কে গানটি আগে শুনেছেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। শুভ রাত্রি।
মেয়ে হোক কিংবা ছেলে তাদের জন্য তাদের বাবার ভালোবাসাটা হচ্ছে অন্যরকম। এই পৃথিবীতে সবচাইতে বড় বটগাছ হচ্ছে বাবা যার গাছের ছায়ার তলে নিজেদের জীবনটা অনেক বেশি সুরক্ষিত থাকে আসলে কিছু কিছু ক্ষেত্রে কোন কোন গানের সাথে নিজের জীবনের বাস্তবতা সামনে চলে আসে আপনার বাবার কথা আপনার মনে পড়ছে যার জন্য আপনি ভিডিও কল করে বাবার সাথে কথা বলে নিয়েছেন আসলে বাবাকে না বলা কিছু কথা আমরা শুধুমাত্র নিজেদের মনের মধ্যেই পুষে রাখি। আজ পর্যন্ত কখনো বাবাকে বলা হয়নি বাবা তোমাকে অনেক ভালোবাসি।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit