HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ আজ একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো ৷ তাহলে চলো শুরু করা যাক ৷
শুরুতেই চলে আসলাম জেসমিন ফুলের ফটোগ্রাফি নিয়ে , সাধারনত জেসমিন ফুল অনেক জাতের হয়ে থাকে এবং প্রতিটা জাতের ফুল গুলো দেখতে অন্যান্য রকমের হয়ে থাকে ৷ তেমনি এটিও একটি জেসমিন জাতের ফুল আর এই ফুলটি দেখতে সাদা রঙের এবং পাঁচটি বিশিষ্ট পাঁপড়ি রয়েছে ৷
এই জেসমিন ফুল টি আমাদের বাড়ির পাশের বাড়ি থেকে ফটোগ্রাফি করেছি আজকে দুপুর বেলা ৷ তবে শীতকালীন সময়ে এই ফুল গুলো গাছে প্রচুর পরিমাণে ফুটতে দেখা যায় আর এখন গ্রীষ্মকাল পরেছে গাছ থেকে সব ফুল গুলো আস্তে আস্তে করে ঝরে পরে যাচ্ছে ৷
সাধারনত এই জেসমিন ফুল গুলো দিয়ে সনাতন ধর্মের মানুষেরা দেবদেবীর পুজা অর্চণা করে থাকে ৷ আমাদের এদিকে প্রতিটি মন্দিরে বা প্রতিটি বাড়িতে অন্যান্য ফুলের গাছ না থাকলেও এই জেসমিন ফুলের গাছ প্রতিটা বাড়িতেই থাকবে ৷
কারণ এই জেসমিন ফুলের গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে যা একটি ফুলের গাছ থাকলে সেরকম ১০ থেকে ১২ টা বাড়িতে দেবদেবী পূজা করার জন্য পর্যাপ্ত পরিমাণে ফুল পাওয়া যায় ৷
তাই গ্রামের সনাতন ধর্মের মানুষেরা এই জেসমিন ফুলের গাছ টি বাড়ির আঙিনায় বা বাড়ির পাশে রোপণ করে থাকে যেন পূজা করার সময় সবসময় কাছেই ফুল পাওয়া যায় ৷
সাধারনত এটি একটি মরিচ ফুল যা মরিচ গাছে হয়ে থাকে আর এই ফুল গুলোও দেখতে অনেক সুন্দর ৷ মরিচ গাছ গুলো যখন বড় অবস্থায় থাকে তখন মরিচ গাছের ফুল গুলোও দেখতে অসম্ভব সুন্দর লাগে ৷
বর্তমান সময়ে চারদিকে মরিচের চাষ আর বিশেষ করে আমাদের এলাকায় খুব পরিমাণে মরিচের চাষ করে থাকে সেজন্য মরিচের ফুল যখন মরিচ গাছে হয় তখন দেখতে আরো অনেক সুন্দর লাগে ৷
কিন্তু যখন গাছে মরিচ ধরে তখন মরিচ গাছে থাকা ফুল গুলো
গাছ থেকে ঝরে পরে যায় আর তারাতারি ফুল গুলো নষ্ট হয়ে যায় ৷
এটি হলো ধনিয়া ফুলের ফটোগ্রাফি এই ধনিয়া ফুলের গাছ গুলো বেশ মাঝাড়ি আকাড়ের হয়ে থাকে আর ফুল গুলোও দেখতে অনেক সুন্দর লাগে ৷ তবে মজার বিষয় হলো এই ধনিয়া গাছে ছোট অবস্থায় বা কচি অবস্থায় পাতা থাকে আর সেই পাতা গুলো নানা ধরনের সবজীতে বা ভর্তাতে দিয়ে খাওয়া হয় এতে করে শাকসবজীর স্বাদ আরো দ্বিগুন হয়ে যায় ৷
তারপর ধনিয়া গাছ গুলো যখন বড় হয় তখন ধনিয়া গাছে কোন ধরনের পাতা থাকে না তখন সবটা গাছ জুরেই ফুল দেখা যায় এই ধনিয়া গাছে ৷
এটি একটি জংলি কাটা যুক্ত ফল আর এটি জংলি গাছ হলেও এই গাছ থেকে বিভিন্ন ধরনের ঔষুধ তৈরি করা হয়ে থাকে যেটা আমাদের শরীরের জন্য অনেক উপকারে আসে ৷
তবে এই গাছ গুলো আমাদের এই দিকে বেশ একটা দেখা যায় না শুধু আমাদের এলাকায় বলতে ভূল হবে অন্যান্য জায়গা গুলোতেও তেমন একটা দেখা যায় না ৷
তো বন্ধুরা যাই হোক আমার রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থ ৷
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
এখন বসন্তের মৌসুমে চারিদিকে রংবেরঙের ফুল ফুটতে দেখা যাচ্ছে। আমার বাগানেও বিভিন্ন রকমের ফুল ফুটে আলোয় আলোকিত হয়ে থাকে। রংবেরঙের ফুল দেখে বোঝা যায় যেন বসন্তের ছোঁয়ায় চারিদিকে ভরে উঠেছে। আপনি সর্বদাই সুন্দর সুন্দর ফুলের ছবি শেয়ার করে থাকেন। আজকেও বেশ কয়েকটা ফুলে ছবি শেয়ার করেছেন। তবে আজকের ফুলগুলোর সাথে আমিও খুব পরিচিত।প্রথম ফুলটি আমাদের বাড়িতেই রয়েছে। এছাড়াও লঙ্কা গাছ তো রয়েছে সেই গাছেরও ফুল কয়েকদিন ধরে ফুটছে। ধনে গাছের ফুল ফুটে থাকতেও আমি দেখেছি সত্যি শীতকালে ধনেপাতা ছাড়া এক মুহূর্ত আমার চলে না। আমি ভীষণ পছন্দ করি ধনিয়া পাতা খেতে। তবে ধনে গাছের ফুল হলুদ রঙের হয় এটা জানা ছিল না আমি দেখেছিলাম সাদা রঙের ফুল ফুটতে। শেষের যে কাঁটা ফুলের ছবিটা শেয়ার করেছেন এই কাটা ফলগুলো দিয়ে আমরা ছোটবেলায় কত খেলা করেছি কাটা ফলগুলো মাঝে মাঝে অন্যের চুলে লাগিয়ে দিতাম তখন চুল থেকে ছাড়াতে ভীষণই কষ্ট হতো। ভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমার এবং আমার শাশুড়ি মায়ের দুজনেরই গার্ডেনিং এর খুব সখ। তাই বিভিন্ন মৌসুমে শাশুড়ি মা বাড়ির যেটুকু অল্প পরিমাণ খোলামেলা জায়গা রয়েছে সেখানেই বিভিন্ন ধরনের গাছ লাগান। আর তাছাড়া টবের মধ্যে রংবেরঙের নানা রকম ফুল গাছ তো রয়েছেই।
এই সবকিছুর মধ্যে একটি হল বাড়ির উঠোনে বেশ বড়সড়ো একটি সাদা ফুল গাছ বা টগর ফুল গাছ আছে ( আপনি যেটাকে জাসমিন ফুল বলে উল্লেখ করেছেন)। আর তাছাড়া জাসমিন ফুল বা জুঁই ফুলেরও বেশ কতগুলো ছোট বড় গাছ রয়েছে। এই জুঁই ফুল গুলো আমার বেশ পছন্দের। গাছের সামনে দিয়ে গেলেই এত সুন্দর গন্ধ পাওয়া যায় যে মনটা ভরে যায়। আপনার তোলা ছবিগুলো খুব সুন্দর হয়েছে। আসলে ফুল দেখলেই মনটা ভরে যায়। ভালো থাকবেন
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটি আপনার জন্য শুভ হোক ৷ 🖤🎉
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বসন্তের মৌসুমে চারপাশে অনেক ধরনের ফুল দেখা যায় এটা আমিও জানি তবে আপনার ফটোগ্রাফি দেখে সত্যি কথা বলতে চোখ আটকে যায় বেশ ভালো লাগে আপনার ফটোগ্রাফি গুলো আজকে আপনি আমাদের সাথে বেশ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন যেগুলো দেখে বেশ ভালই লাগছে অসংখ্য ধন্যবাদ চমৎকার ফটোগ্রাফি শেয়ার করার জন্য ভালো থাকবেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit