বিগত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার - @nipadas
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
লেখিকা: নিপা দাস। জাতীয়তা: ভারতীয়। বর্তমানে গৃহিণী। কলা বিভাগে স্নাতক পাস করেছেন। সেই সাথে করেছেন মেকআপের কোর্স। তাই তার দুটো পরিচয়, মেকআপ আর্টিস্ট এবং গৃহিণী। উনি একা থাকতে ভালোবাসেন আবার বন্ধু, বান্ধব আত্মীয়, স্বজনের সাথে গল্প করতেও খুব ভালোবাসেন। আবেগ প্রবন হওয়ার কারণে যেকোনো পরিবেশ উপভোগ করেন। অবসর সময়ে ইউটিউবে বিভিন্ন ধরনের রহস্যময় গল্প শুনতে পছন্দ করেন। তার জীবনের আরেকটা শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল :
সুখের খোঁজে সুখ নষ্ট by @nipadas (তারিখ: ০১/০৫/২০২৫)
সুখ মানুষের মনের একটি অবস্থা, যা বাইরের কোনো উপাদানের উপর নির্ভর করে না। আমরা প্রায়ই অন্যের কাছে বা ভবিষ্যতের কোনো কিছুর মধ্যে সুখ খুঁজতে থাকি, অথচ সত্যিকারের সুখ আমাদের নিজের ভেতরে লুকিয়ে আছে। অতিরিক্ত লোভ ও চাহিদা আমাদের জীবনের দুঃখের মূল কারণ। আমরা যদি সীমিত চাহিদায় সন্তুষ্ট থাকতে পারি এবং প্রতিটি মুহূর্তকে মূল্য দিই, তাহলে আমরা প্রকৃত সুখ লাভ করতে পারি। অতীত বা ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানকে উপভোগ করাই হলো জীবনের প্রকৃত সুখী থাকার পথ।
আজকের যখন আমার বাংলা ব্লগ স্কুল করছিলাম তখন এই পোস্টটা আমার নজরে আসে। আসলেই তো, সুখ বিষয়টাকে আমরা যদি জটিল করে দেখি তাহলে দুঃখ ছাড়া আর কিছুই আসবেনা। অবশ্যই ভবিষ্যৎ পরিকল্পনা করাটা অত্যন্ত জরুরী তবে সেই সাথে বর্তমান কেউ উপভোগ করাটা জরুরী।
ফিচারড আর্টিকেলে বেশ দারুন একটি পোস্ট সিলেক্ট করা হয়েছে।যদিও পোস্টটি পড়া হয়নি। পোস্টটি পড়ার আগ্রহ বেড়ে গেল চেষ্টা করব পোস্টি পড়ার জন্য।অনেক ধন্যবাদ দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit