গত ০২ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ আজকের ফিচারড আর্টিকেল চালু করা হয়েছে। ৬৩৪ তম রাউন্ড শেষে আজ ২৬ এপ্রিল ২০২৫, ৬৩৫ তম রাউন্ড এর আর্টিকেল পাবলিশ করা হবে। এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "আজকের ফিচারড আর্টিকেল" ? আসুন জেনে নেওয়া যাক ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল : আমার বাংলা ব্লগে প্রতিদিন নতুন নতুন আর্টিকেল পাবলিশ করা হয়ে থাকে । অলটাইম এভারেজ ১৭০ জন রাইটার এক্টিভলি আর্টিকেল লিখে চলেছেন প্রতিদিন । এত এত আর্টিকেলের মধ্যে থেকে বেছে নিয়ে প্রত্যহ ফিচারড আর্টিকেল হিসেবে একটি আর্টিকেলকে আলাদা করে পাবলিশ করা হবে আমাদের কমিউনিটির নতুন একটি একাউন্টে । যেহেতু, হুবহু অন্যদের আর্টিকেল স্টিমিটে আলাদা অন্য আর একটি একাউন্টে পাবলিশ করার নিয়ম নেই তাই আমরা ফিচারড আর্টিকেলের কিছু অংশবিশেষ নিয়ে আলোচনামূলক পোস্ট করবো । সেই সাথে থাকবে সেই সকল ফিচারড আর্টিকেলের রাইটারদের নাম, আর্টিকেলের নাম ও আর্টিকেল পোস্টের লিংক । এডিশনালি আমরা ছোট্ট একটা পিডিএফ পাবলিশ করবো প্রত্যেক মাসের প্রথম রবিবারে । এই পিডিএফ -এ থাকবে বিগত এক মাসের সবগুলি ফিচারড আর্টিকেল ।
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@fatema001
"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল রাইটার-@fatema001
অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ
অথরের নামঃ মোছাঃ ফাতেমা খাতুন। জাতীয়তাঃ বাংলাদেশী।শখঃ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে তাঁহার কাছে ভীষণ ভালো লাগে। স্টিমিট ক্যারিয়ারঃ ২০২৩ এর জুন মাসে তিনি স্টিমিটে যুক্ত হন।
এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি:

"আমার বাংলা ব্লগ" আজকের ফিচারড আর্টিকেল:
আর্ট: প্রথমবার নিজের হাতে তৈরি পহেলা বৈশাখের পাঞ্জাবি। ( Publish: 25.04.2025 )
পোস্ট বাছাইয়ের সময়ে বেশ দারুন একটা সৃজনশীল কাজ চোখে পড়লো। আর পহেলা বৈশাখ উপলক্ষে তৈরি করা মানে আরো স্পেশাল কিছু। আমাদের বাঙালিদের পহেলা বৈশাখ অর্থাৎ বাংলা নবর্ষটা মানেই নিজেকে নতুন সাজে ভরে তোলা। আর নতুন বছর উপলক্ষে সেই আনন্দটা আরো দ্বিগুণ হয়, যখন সেটা নিজের হাতে স্পেশাল ভাবে কিছু তৈরি করা। সেটা যেকোনো কিছু হতে পারে নিজের তৈরির মাধ্যমে। এই কাজটার মাধ্যমে যেন নববর্ষে ভালোবাসা আর সৃষ্টিশীলতার এক অসাধারণ মিশেল ফুটে উঠেছে। আসলে যে কোনো কাজে মনের মাধুরী মিশিয়ে যদি করা হয়, তাহলে সেটা খুবই সুন্দর হয় দেখতে।
বিশেষ করে ডিজাইনগুলো, সে যে ডিজাইনই দেওয়া হোক না কেন। এখানে কত সুন্দর ভাবে একটি সাধারণ পাঞ্জাবিকে ডিজাইনের মাধ্যমে অসাধারণ শিল্পকর্মে পরিণত করেছেন, এটা দেখে মনে হবে যেন, বাজারের থেকে কেনা কোনো পাঞ্জাবি। দারুন হ্যান্ড ওয়ার্ক। ধাপে ধাপে সবকিছু যেন একদম নিখুঁতভাবে ফুটে উঠেছে। সবমিলিয়ে বেশ ভালো একটা আর্টওয়ার্ক ছিল। ধাপে ধাপেও নিখুঁতভাবে প্রতিটা বিষয় ভালো স্পষ্ট করে তুলে ধরেছেন আর এতেই নববর্ষের আদলে এই আর্টওয়ার্ক এর মাধ্যমে তাঁহার পোস্টটি যেন নতুন সাজে সেজে উঠেছে।
ধন্যবাদ সবাইকে।
পাঞ্জাবি ডিজাইনটা আসলে অনেক সুন্দর হয়েছে। নতুন বছরের প্রিয় মানুষের কাছ থেকে এমন উপহার পেলে আসলে অনেক ভালো লাগে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বেশ দারুন একটি পোস্ট ফিচার্ড আর্টিকেলে সিলেক্ট করা হয়েছে সত্যি পাঞ্জাবিটা দেখতে অসাধারণ ছিল। কালার কম্বিনেশনটা চোখে পড়ার মতো। অনেক ধন্যবাদ দারুন একটি পোস্ট ফিচারড আর্টিকেলে মনোনীত করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit