এবিবি ফান প্রশ্ন- ৫৬৬ || আবেগ আর বিবেকের মধ্যে পার্থক্য কোথায়?

in hive-129948 •  4 days ago 

Fun Cover-2.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

আবেগ আর বিবেকের মধ্যে পার্থক্য কোথায়?

প্রশ্নকারীঃ

@shuvo35

প্রশ্নকারীর অভিমতঃ

দয়াকরে সহজ করে উত্তর দিয়েন, যেন সহজে বুঝতে পারি।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

  • উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
  • একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
  • অন্যের উত্তর কপি করা যাবে না।
  • উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
  • এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
  • পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।

break .png
Banner_3_years.png
break .png
Banner.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক

break .png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আবেগ মানুষকে কাঁদায় এবং আবেগ মানুষকে ঠকায়। আর বিবেক মানুষকে ভালো পথ দেখায়। আর বিবেক দিয়ে কাজ করলে মানুষ উন্নতি করতে পারে।

এটা একদম সত্যি কথা।

বাহ দারুন বলেছেন ভাই।

Hay frases breves que contienen pensamientos profundos. Esta es una de esas. Te felicito por haber organizado estas ideas de manera tan acertada.

Texto.jpg

আবেগ: পুরনো প্রেমিকার ছবি এখনো ফোনে রাখি , স্মৃতি তো।
বিবেক: ফোনে মেমরি নাই, ডিলিট কর এই আবর্জনা🤣

আবেগ কফি শপে নিয়ে যায় প্রেমিকাকে।
বিবেক বলে: বাসায় চা বানালে দশটাকা খরচ হতো।🤣

আপনি তো দেখছি দারুন উদাহরণ দিয়েছেন। পুরনো স্মৃতি আঁকড়ে ধরে থাকতে চান ঠিকই কিন্তু মেমোরি কার্ড যে একেবারে লোড। 😆

একদম বাস্তব ছবি। যা ছেলেদের চরিত্র প্রকাশ করে।

উদাহরণ সমূহ দারুণ ভাই।

আবেগ বলে রাতে এক প্লেট বিরিয়ানি খাবো, আর বিবেক বলে বাজেট দেখে ডাল-ভাতেই সন্তুষ্ট থাক।
এইতো আবেক আর বিবেকের মধ্যে পার্থক্য 😂

আবেগ হলো বাচ্চার মতো যা দেখে, তাই চায়।
বিবেক হলো বাপের মতো সব চিন্তা করে তারপর হাঁটে।

এটা দারুণ কথা বললেন।

দারুন বলেছেন

কেউ আপনাকে অপমান করলে আপনি রেগে যেতে পারেন — এটা আবেগ।
কিন্তু আপনি ভাবলেন, "আমি এখন চুপ থাকি, পরে শান্তভাবে কথা বলব" — এটা বিবেক।

আপনার কথা শতভাগ বাস্তব ভাই।

আবেগ প্রেমে পড়লে বলে: "এই মানুষটার জন্য আমি সব করতে পারি!"
বিবেক হিসাব করে বলে: "তাহলে কেন তার টেক্সটের রিপ্লাই দিতে ৩ দিন লাগে?"

মানুষ তো মুখে অনেক কিছুই বলে কিন্তু করতে গেলে আসলে বাস্তবতা কিংবা বিবেক জাগ্রত হয় আর কি। 😆

হা হা হা 🤣🤣। বেশ ভালোই বলেছেন আপনি।

বিবেক সবসময় হিসাব করে বলে ভাই ।

আবেগ যতদিন থাকে ততদিন প্রেম থাকে। আর আবেগ নষ্ট হয়ে গেলে শুধু স্মৃতি থাকে।

আপু বাস্তব কথা বলেছেন 😄😁😁।

আবেগ হচ্ছে বিভিন্ন অনুভূতি দ্বারা সৃষ্ট।যা ছন্নছাড়া, নিজস্ব কোনো নিয়মে বাঁধা নেই।যেমন--ভবঘুরে লোক।
বিবেক হচ্ছে মনের অনুভূতি দ্বারা সৃষ্ট।যেটি ভালো ও খারাপের পার্থক্য করে।যেমন--চাকরিজীবী মানুষ।☺️☺️

আবেগ মানে হলো প্রেম করা,
আর বিবেক মানে হলো প্রেমিক/প্রেমিকাকে বিয়ে না করা,হাহাহা

ঠিক বলেছেন আপু😁😁।

যখন ছোট ভাই বোনের সাথে ঝগড়া হয় তখন আবেগের বসে তার গালে একটা চড় বসিয়ে দেই। আর যখন সেই চড় গালে স্পষ্ট ফুটে উঠে তখন বিবেক আমাকে পালানোর জন্য তাড়া করে🤣🤣🤣।

হুট করে সিদ্ধান্ত =আবেগ
চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত = বিবেক

আবেগ হলো মানুষের অনুভূতির স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। যেমন: রাগ, আনন্দ, দুঃখ, ভয়। বিবেক হলো নৈতিক বোধ সঠিক-ভুলের জ্ঞান। এটা যুক্তি, শিক্ষা ও অভিজ্ঞতা থেকে গঠিত হয়।
😁😆😆বাস্তবতায় আবেগ- লাইভে গিয়ে কথা বলি।
বিবেক-,তোর কথায় কেউ শুনবেও না।😚😃😅😅

একদম ঠিক বলেছেন ভাইয়া রাগ, আনন্দ, দুঃখ সব কিছু মিলিয়ে আমাদের আবেগ। বিবেকের কথা কেউ শুনেনা।

দারুন লিখেছেন। মুগ্ধ হয়ে গেলাম।

ধন্যবাদ আপু

আবেগ আর বিবেকের মধ্যে পার্থক্য কোথায়?
আবেগ দিয়ে মানুষ রাজাও হতে পারে ফকিরও হতে পারে কিন্তু বিবেক দিয়ে তা চলে না।

এটা অবশ্য ঠিক বলেছেন আপু আবেগ দিয়ে মানুষ রাজা হতে পারে কিন্তু বিবেক দিয়ে আসলে তা চলে না।

আবেগ : চারটে বউ থাকলে দারুন মজা হতো।
বিবেক: একটার যন্ত্রণাই সহ্য করতে পারি না। চারটে বিয়ে করলে আমার হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না,হা হা হা।😆😂

অসাধারণ উদাহরণ দিয়েছেন ভাই তবে ভাবী দেখলে খবর আছে আপনার।

আমরা যখন আবেগ দিয়ে কোন কাজ করি সেটাই হলো আবেগ।আবেগ দিয়ে কাজ করলে ভালো কিংবা খারাপ দুটোই হতে পারে। কিন্তু বিবেক দিয়ে কাজ করলে ভালো ই হয় বেশী। খারাপ হওয়ার চান্স কম থাকে।

আবেগ বলে টাকা খরব খরচ করো আর বিবেক বলে টাকা সেভ করো।

আপনার সাথে একমত আপু।

কোনো বিষয়ের উপরিভাগ বিবেচনা করে সেই বিষয়ের সিদ্ধান্তে উপনীত হওয়াটা আবেগ সেই সাথে, ঐ একই বিষয়ে সঠিক ধারণা নিয়ে,গভীর তথ্য অনুসন্ধান করে, লাভ-ক্ষতি,ভেবে-চিন্তে,ধীরস্থির ভাবে সিদ্ধান্তে উপনীত হওয়াটাই বিবেক।

যখন আবেগে কাজ করে তখন বিবেক কাজ করে না, আর যখন বিবেক কাজ করে তখন আবেগ কাজ করে না এদের মধ্যে শত্রুতা রয়েছে। আর এই জন্যই এদের মধ্যে পার্থক্য হা হা।

আবেগ আর বিবেকের মধ্যে পার্থক্য কোথায়?

এখানে তেমন কোনো পার্থক্য নেই, প্রেমে পড়লে আবেগ কাজ করে, আর প্রেমে ছেঁকা খেলে বিবেক কাজ করে 😂😁।

কথাগুলো একদম সঠিক বলেছেন।

আবেগ আর বিবেকের মধ্যে পার্থক্য কোথায়?

প্রেম করার সময় আবেগ কাজ করলেও বিয়ে করার সময় ঠিকই বিবেক কাজ করে।

বি: দ্র:- তখন তাদের আবেগ কাজ করে বিবেক কাজ করে না।

বাস্তব কথা বলেছেন ভাই।

আবেগের কারণে মানুষ প্রেম করে ধোকা খায়। আর বিয়ের পরে বিবেক দিয়ে সংসার করে। তাই আবেগ এবং বিবেক দুই দিকের রাস্তা থাকে।

বিবেক সাড়া দেয়। কিন্তু আবেগ সাড়া নেয়৷

বিবেক পথ দেখায়৷ আর আবেগ পথ অবরুদ্ধ করে।

বিবেক হল মস্তিষ্ক। আর আবেগ হল হৃদয়৷

প্রেম হলো আবেগ আর বিয়ের পর পায়ে পাড়া দিয়ে ঝগড়া করা হলো বিবেক। 😆

হি হি হি

তাই নাকি আপু?

আবেগ হলো যেটা ইমোশনালি করতে মন চায়! রোমান্টিকতার একটা বিষয় থাকে। আবেগের একটা বয়স থাকে। আবেগের বশে জীবনের অনেক ভুল সিদ্ধান্তও নেয়া হয়ে যায়। আর বিবেক হলো আপনার কাছে ইমোশনের কোনো ভেল্যু নাই। রিয়েলিটি নিয়ে ভাবতে শিখে যাবেন। সবকিছু বাস্তবতা দিয়ে বিচার করবেন।