এবিবি ফান প্রশ্ন- ৫৪৬ || প্রেমে পড়লে মানুষ কেন ডুবে ডুবে জল খায় ?

in hive-129948 •  last month 

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYsQctmFPegwdwU4RpS5MXVRC7rbmuZW81z7ZmfD5CHoSsYmx2gLRqEFvDPCJBuHGSk4WMV4KswgZtV871HKyp.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।


এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

প্রেমে পড়লে মানুষ কেন ডুবে ডুবে জল খায় ?

প্রশ্নকারীঃ

@rayhan111

প্রশ্নকারীর অভিমতঃ

প্রেমে পড়লে সবাই নাকি ডুবে ডুবে জল খায়, সাঁতার কাটিয়ে পার হয় না কেন, তাই জানতে ইচ্ছা করে ডুবে না খেয়ে সাঁতার কেটে পার হতেও তো পারে। তাই আপনাদের মতামত কি জানতে ইচ্ছে করছে?

অংশগ্রহণের নিয়মাবলীঃ

উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
অন্যের উত্তর কপি করা যাবে না।
উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।


qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

কারণ প্রেমে পড়লে হৃদয় ভিজে যায়।আর ভেজা অবস্থায় বেশি পানি খেলে ঠান্ডা লাগতে পারে।তাই ডুবে ডুবে জল খায়, যেন কেউ বুঝতে না পারে।

প্রেমে পড়লে তো সবাই ডুবে ডুবেই জল খাবে। তা না হলে তো পিঠানী খেয়ে মরবে। যে হারে চারদিকে ডজনে ডজনে প্রেম শুরু হয়েছে তাতে তো দেখিয়ে দেখিয়ে জল খেলে মাথার চুল একটাও থাকবে না। হি হি হি।

সবাই তাহলে ভয়ে ডুবে ডুবে জল খায়। নাহলে শেষে দৌড়ানি খেতে হবে। অসাধারণ লিখেছেন আপু। উত্তরটি পড়ে অনেক ভালো লাগলো।

ভাই ডুবে ডুবে জল খাবে না তো কি করবে, সাঁতরে পারে উঠলেই হাতে হাতকড়া পড়িয়ে দিবেন। তখন ঘানি টানতে টানতে জীবন যায়,হা হা হা।😂

তাহলে তো সারা জীবন ডুবেই থাকতে হবে। পাড়ে উঠলেই তো আবার হাতকড়া পরতে হবে। দারুন লিখেছেন।

প্রেমে পড়লে মানুষ কেন ডুবে ডুবে জল খায় ?

অন্য কেউ যেন দেখে জল না খেতে পারে এই জন্য ডুবে ডুবে জল খায়। হা হা হা

এটা অবশ্য দারুন বলেছেন আপু যে ভুল একবার একজন করে ফেলেছে সেই ভুল যেন অন্য কেউ না করে। 😆

প্রেমে পড়লে মানুষ ডুবে ডুবে জল খায়
আবিধানিক অর্থ বহন করে অন্যকে না জানিয়ে বা অন্যের থেকে গোপন করে চলে।কিন্তু সে এটা বুঝতে পারে না যে যাদের থেকে লুকিয়ে রাখছে তারাই জেনে গেছে😵‍💫

কারণ প্রেমে পড়লেই হাঁসের মত অবস্থা হয়—ওপরটা শান্ত, ভেতরে পাগলামি! ডুবে ডুবে জল খায় যাতে কেউ বুঝতে না পারে আসলে কতটা গিলে ফেলেছে!

কারন ডুবে ডুবে ডুবুরির মতো প্রেম করতেই মজা বেশি কিন্তু সাঁতার কেটে পার হলে ওপারের মানুষের হাতে গণধোলাই খাওয়ার সম্ভাবনা থাকে।তাই মানুষ ডুবে ডুবে প্রেম করে।☺️☺️

কারণ প্রেমের আগুনে পুড়তে পুড়তে গলা শুকিয়ে যায় 🥵
তাই একটু ডুবে ডুবে জল খেয়ে ঠান্ডা হতে চায় হা হা হা।

প্রেমিক বা প্রেমিকার হাত থেকে কিছুটা সময় রক্ষা পাওয়ার নিনজা টেকনিক এটা। যতক্ষণ জলে ডুবে থাকবে ততক্ষণ নিজের মতো বাঁচতে পারবে। 😂

কারন ডুবে ডুবে জল খেলে কেউ দেখতে পারবে না তাই।

প্রেমে পড়লে মানুষ এর আবেগ বেড়ে যায়। এই কারণে মানুষ ডুবে ডুবে জল খায়। আর মুখে বলতে চাইলো ভয়ের কারণে না বলে চুপ থাকে। এবং মনের আবেগে সাঁতার কাটে।

প্রেমে পড়লে মানুষ কেন ডুবে ডুবে জল খায় ?

প্রেমে মানেই জল খাওয়ার পুকুর। এই পুকুরে যে একবার পড়েছে জল না খেয়ে উপায় নেই। অনেকেই প্রেমের ব্যাপারে দক্ষ, তাই সাঁতার কেটে কোনরকম বেঁচে যায়। কিন্তু বাকিরা জল খেয়ে ভেসে যায়। 😁😁

প্রেমে পড়লে মানুষ ডুবে ডুবে জল খায়, কারণ ওপরে উঠলে প্রেমিকার ভাই ধইরা ফেলে! তাই প্রেমেও সতর্কতা জরুরি। ডুবাও থাকো, জলও খাও, প্রেমও বাঁচাও! 😄

প্রেমিকার ভাইয়ের হাত থেকে রক্ষা পাওয়ার দারুন টেকনিক বানিয়ে ফেলছেন ভাইয়া। বুদ্ধিটা কিন্তু জটিল।

প্রেমে পড়লে মানুষ তো দুইটা হয়ে যায় একটা গার্লফ্রেন্ড আর একটা নিজে। এখন পানিতে পড়ে গার্লফ্রেন্ডকে তুলবে না নিজে উঠবে এটাই বুঝতে পারে না তাই ডুবে ডুবে জল খায়। তবে ভাইয়া একবার প্রেম পড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন প্রেমে পড়ে সবাই ডুবে ডুবে কেন জল খায়😄।