এবিবি ফান প্রশ্ন- ৫৪৪ || নিজ দেশের কোন ব্যাপারটি বদলালে...

in hive-129948 •  2 months ago 

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWYsQctmFPegwdwU4RpS5MXVRC7rbmuZW81z7ZmfD5CHoSsYmx2gLRqEFvDPCJBuHGSk4WMV4KswgZtV871HKyp.png

আমার বাংলা ব্লগের নতুন উদ্যোগ- এবিবি-ফান এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি উদ্যোগ, শুধুমাত্র ভিন্নভাবে কিছু বিষয় নিয়ে আনন্দ উপভোগ করার জন্যই করা হয়েছে। বিষয়টি যেন আরো বেশী আকর্ষণীয় হয়ে উঠে সেই জন্য প্রতিদিন পাঁচজনকে $২.০০ ডলার করে মোট $১০.০০ ডলার এর ভোট দেয়া হবে। তবে অবশ্যই যারা নিয়মগুলো মেনে এই উদ্যোগের সাথে সংযুক্ত হতে হবে।

এবিবি-ফান এর মাধ্যমে প্রতিদিন একটি প্রশ্ন শেয়ার করা হবে, বাস্তব বিষয় নিয়ে যা প্রতিনিয়ত আমরা আমাদের চারপাশে দেখে থাকি। তারপর সে প্রশ্নের উত্তরটি একটু ভিন্নভাবে দিতে হবে। আমরা প্রশ্নটির সঠিক উত্তর জানতে আগ্রহী নই কিংবা সঠিক উত্তরটি জানতে চাই না। বরং প্রশ্নটির ভিন্ন ধরনের এবং মজার কিছু উত্তর জানতে চাই। সুতরাং যে প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন সম্পর্কে আপনার নিজের ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং মজার চিন্তা ভাবনা জানাতে হবে, যার ক্রিয়েটিভিটি যত বেশী আকর্ষণীয় ও মজার হবে, সে বিজয়ী হওয়ার ততো বেশী সম্ভাবনা তৈরী করতে পারবে। যেমন, প্রশ্ন করা হলো আকাশের রং কেন নীল? উত্তরগুলো এই রকম হতে পারে, আকাশের বউয়ের মন খারাপ, আকাশের বান্ধবীর পছন্দের রং নীল, এই রকম মজার মজার নানা ধরনের উত্তর দিতে পারবেন আপনারা। আশা করছি সকলের অংশগ্রহণে উদ্যোগটি সফলতা পাবে।

আজকের প্রশ্নঃ

নিজ দেশের কোন ব্যাপারটি বদলালে সবচেয়ে বেশি খুশি হবেন?

প্রশ্নকারীঃ

@nusuranur

প্রশ্নকারীর অভিমতঃ

আমার মতে ধর্ষণকারীর অপরাধের সত্যতা প্রমাণিত হলে ,তাকে জনসম্মুখে ফাঁসি দেওয়া/পাথর নিক্ষেপ করে মেরে ফেলার মতোন একটা বদল আসলে সবচেয়ে বেশি ভালো হবে।

অংশগ্রহণের নিয়মাবলীঃ

উত্তরটি সর্বোচ্চ ৫০ শব্দের মাধ্যমে দিতে হবে।
একজন ইউজার শুধুমাত্র একবারই উত্তর দিতে পারবে।
অন্যের উত্তর কপি করা যাবে না।
উত্তর/কমেন্টটি অবশ্যই উপরের কবিতার সাথে সামঞ্জস্য রেখে করতে হবে।
এডাল্ট উত্তর/কমেন্ট দেয়া যাবে না।
পোষ্টটি অবশ্যই রিস্টিম করতে হবে।

ধন্যবাদ সবাইকে।


qjrE4yyfw5pEPvDbJDzhdNXM7mjt1tbr2kM3X28F6SraZjhKfwarvyppgw9vqb9HZvwjHzdVYbXjNSwmxX8BvQtkJibkzjkMfqSg4GHwc6sRTpcDcvAvyxra.png

আমার বাংলা ব্লগের ডিসকর্ডে জয়েন করুনঃডিসকর্ড লিংক
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার সঙ্গে সহমত পোষণ করছি আপু,নারীদের সঙ্গে ঘটে যাওয়া সমস্ত ঘটনার যথাযথ বিচার পাওয়া গেলে এবং অপরাধীদের ক্রুশে দেওয়ার শাস্তি হলে মন্দ হয় না।।

জি দিদি আমিও এটাই মনে করি।

হুম, এটা হওয়া জরুরি কিন্তু হয় তো না আপু।

দেশের সকল মানুষ যদি বৈষ্যমমুক্ত হতো তবে ভালো হতো।

সত্যি আপু সবাই যদি বৈষম্যমুক্ত হতো তাহলে অনেক ভালো হতো। আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি। কিন্তু স্বপ্ন পূরণ হবে কিনা সেটা জানিনা।

কোনো ভাবে সকল মানুষের মন-মানসিকতার বদল আনতে পারলে আর কিছুই বদলানোর প্রয়োজন হতো না! সকলেই যদি সেচ্ছায় দেশের আইন মানতো, নিজের কাজটা নিজে সৎ ভাবে করতো, তবেই দেশটা সত্যি সত্যি বোধহয় স্বর্গের মতোই সুন্দর হতো!

বর্তমান পরিস্থিতিতে রোড এক্সিডেন্টের পরিমাণে যে পরিসরে বৃদ্ধি পেয়েছে তাতে যদি সম্ভব হতো বাংলাদেশের ট্রাফিক আইনে একটু বেশি কড়াকড়ি করতাম। কেননা রোড এক্সিডেন্টের কারণে একটি পুরো পরিবারকে নিঃস্ব হতে দেখেছি। তাই এই বিষয়টায় পরিবর্তন নিয়ে আসা অতি জরুরী। কেননা একমাত্র ট্রাফিক আইন পরিবর্তন করেই রোড এক্সিডেন্ট কমানো সম্ভব।

আপনি একদম ঠিক বলেছেন ভাই।

একদম ঠিক বলেছেন বর্তমানে এক্সিডেন্ট অনেক বেড়ে গেছে। আসলে কত মানুষ যে প্রিয়জন হারাচ্ছে তার কোন শেষ নেই।

বর্তমানে ধর্ষণ ও রোড এক্সিডেন্ট অনেক বেশি হচ্ছে। আমি প্রথমে ধর্ষণকারীকে জনসম্মুখে ফাসিঁর আওতায় নিয়ে আসতাম এবং রোডে ট্রাফিকের রোলস অনেক কঠিন করতাম। না মানলেই জরিমানা করা হবে।

এটা একদম ঠিক বলেছেন ধর্ষণ যেমন বেড়ে গেছে তেমনি এক্সিডেন্ট অনেক বেড়ে গেছে। আসলে দুটোই সমাজের জন্য অনেক ক্ষতিকর।

হিংসা ভেদাভেদ ভুলে গিয়ে, কাঁধে কাঁধ রেখে সকল মানুষ দেশের জন্য কাজ করে দেশের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করা। এতে দেশের ভিতরে খুন,গুন ধর্ষণ সকল কিছুই কমে যাবে এটাই বদলাতে খুশি হব।

নিজ দেশের কোন ব্যাপারটি বদলালে সবচেয়ে বেশি খুশি হবেন?

আমিও আপনার সাথে একমত আপু। নারীদেরকে অসম্মান করার এবং নির্যাতনের ব্যাপারটা সবার আগে বদলাতে হবে। যেটা দিন দিন বেড়েই চলেছে। এটা বদলাতে পারলে শুধু আমি না সবাই অনেক খুশি হবে।

নারীদের যারা অসম্মান করে তাদের মত নির্লজ্জ কেউ নেই। আসলে এই মানুষগুলো কখনো নিজেকে বদলাতে চায় না।

যদি এমন একটি অভিযোগ বক্স থাকত যেখানে সবাই আড়াল থেকে অভিযোগ পত্র জমা দিত আর কেউ একজন সঠিক বিচার করতো তাহলে বড্ড ভালো হতো। কারণ অনেক সময় সামনে এসে নিজের সাথে হওয়া অন্যায় প্রকাশ করতেও অনেকে ভয় পায়।

যাদের কাছে বেশি বেশি টাকা আছে, তাদের থেকে টাকা নিয়ে যাদের কাছে টাকা নাই তাদেরকে দেওয়া হোক। আমরা বৈষম্য মানি না...।🥴😄

অমানবিক কর্মকান্ড বদলিয়ে, মানবতায় ফিরে আসলেই ভালো লাগবে।

  ·  2 months ago (edited)

নিজ দেশের কোন ব্যাপারটি বদলালে সবচেয়ে বেশি খুশি হবেন?

মানুষের নিম্ন মন মানসিকতাকে বদলালেই বেশি ভালো হবে।

নিম্ন মানসিকতার মানুষগুলো হয়তো আমাদের চারপাশেই ঘুরে বেড়ায়। আসলে তাদেরকে বদলানো সত্যিই অনেক কঠিন।

আমার মতে,ছোট-বড় প্রতিটি অপরাধের যথাযথ ব্যবস্থা দ্রুত সম্পন্ন করলে দেশের মানুষ অপরাধ করার আর সাহস পাবে না।তাই এটা ই জরুরী।