♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
ঈদ শপিং এর পর্বগুলো আপনাদের মাঝে শেয়ার করা হয়েছে। তবে আজকে শেয়ার করব আমার আম্মু সহ শপিং করার মুহূর্ত। আসলে সেদিন নিভৃত এবং আমার মামাতো ভাইয়ের জন্য শপিং করা হয়েছিল। আর সেই মুহূর্তগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আমাদের কেনাকাটা শেষ হওয়ার পরে আম্মুরাও নিভৃতকে জামা কাপড় কিনে দিয়েছিল। এজন্য মূলত সেদিন আম্মুও মার্কেটে এসেছিল।
যাইহোক এদিকে আবার আম্মু ডিসিশন নিয়েছে এবার আমার মামাতো ভাইকেও ঈদের শপিং করিয়ে দেবে। এজন্যই আমরা প্রথমে উপরে চলে গেলাম। তিনতলায় গিয় প্রথমেই একটা দোকানে গেলাম। সেখানে দেখলাম খুব সুন্দর কিছু জামা কাপড় আছে। তবে সেগুলো সবগুলোই মেয়েদের ছিল। ছেলেদের জন্যও আলাদা সেকশন ছিল। তাই ছেলেদের জামা কাপড় দেখতে লাগলাম। কয়েকটা জামা দেখার পরে এই জামাটাই পছন্দ হয়েছিল।
এরপর একটা প্যান্ট দেখলাম এবং এগুলো কিনে নিলাম। নিভৃতের জন্য সেখানে দেখেছিলাম কিন্তু গরমে সফট কাপড় পড়ার জন্য তেমন কোন জামা সেখানে ছিল না। তাই অন্য দোকানেই গেলাম। আসলে প্রথম দিন আমরা অনেক দোকান ঘুরেছি কিন্তু পছন্দ মত তেমন কোনো জামা নিভৃতের জন্য পাইনি। যাই হোক যে দোকানগুলোতে প্রথম দিন ঘোরাফেরা করা হয়নি সেই দোকানগুলোতে গেলাম। সেখানে গিয়ে বেশ অনেকগুলো জামা কাপড় দেখলাম।
তারপর একটা দোকান থেকে দুটো জামা নিলাম নিভৃতের জন্য। তার পাশাপাশি আমার মামাতো ভাইয়ের জন্য আরো একটা জামা কিনে নেয়া হয়েছিল। সেখানে কেনাকাটা করার পর অন্য দোকানে গেলাম। সেখানে খুব সুন্দর একটা শার্ট পছন্দ হয়েছিল। যদিও হাফ হাতার শার্টগুলো নিভৃত তেমন একটা পরেনা। তবুও দেখে খুব ভালো লেগেছিল। তাই ভাবলাম এবার এটা ওর জন্য কিনে দেখি কেমন লাগে।
পরবর্তীতে সব কেনাকাটা করার পর আমরা চলে গেলাম অফিসে।কিন্তু এখানে একটা মজার ঘটনা ঘটে। শপিং করে আসার পর আমরা যখন অফিসে বসলাম তখন নিভৃত কান্নাকাটি করছিল। যেহেতু ওকে তার মামার কাছে রেখে গিয়েই আমরা শপিং করেছিলাম তাই সে অনেক বেশি বিরক্ত হচ্ছিল। যাই হোক শপিং করে নিয়ে যখন ব্যাগগুলো টেবিলের উপরে রাখলাম তখন কোন ফাঁকে সে যেন শার্টের ব্যাগটা ফেলে দিয়েছিল পিছনের দিকে। এদিকে আমরা যখন চেক করছিলাম তখন শার্টের ব্যাগটা পাইনি। প্রায় ২-৩ বার দোকানে গিয়ে চেক করা হয়েছিল সেখানে রয়ে গিয়েছিল কিনা। পরবর্তীতে আফসোস করছিলাম এত সুন্দর শার্ট টা হারিয়ে গেল।
কিছুক্ষণ পর হঠাৎ করেই আমার হাজবেন্ডের চোখে পড়লো একটা ছোট ব্যাগ এক কোনায় পড়ে রয়েছে। যদিও আমরা আগেই দেখেছিলাম কিন্তু তখন চোখে পড়েনি। পরবর্তীতে শার্টটা আবার পেয়েছিলাম। যাইহোক এই মুহূর্তটা আসলেই অনেক বেশি হাস্যকর ছিল।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit