আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মাঝেমধ্যে অতীত স্মৃতি নিয়ে কথা বলতে কিংবা অতি স্মৃতির দিকে ফিরে তাকাতে আমার বরাবর খুব ভালো লাগে। কারণ যে মানুষ অতীত ভুলে যায়। সেই মানুষ কখনোই তার জীবনে সুখী হতে পারে না। এই ব্যাপারটি অন্তত আমি বিশেষভাবে লক্ষ্য করেছি অর্থাৎ আসলে আমি যেটা লক্ষ্য করেছি। সেটা হলো, কিছু কিছু মানুষ রয়েছে যারা তাদের নিজের জীবন এর মধ্যে অর্থাৎ নিজের ভবিষ্যৎ জীবনের মধ্যে এতোটাই মগ্ন থাকে যে, তারা তাদের নিজেদের অতীত ভুলে যায়।
কিন্তু যারা নিজেদের অতীত ভুলে যায়। তারা তাদের শিকড় ভুলে যায় একটা ব্যাপার সব সময় খেয়াল করবেন, যে মানুষ নিজের শিকড় ভুলে যায়। সে কিন্তু কখনোই ভালো মানুষ হতে পারে না অর্থাৎ যে মানুষ নিজের শিকড় ভুলে সবসময় সামনের দিকে আগাতে থাকে এবং নিজের সবকিছুই ছুড়ে ফেলে দেয়। তারা একটা সময় একেবারে পুরোপুরি ভাবে স্বার্থপর মানুষে রূপ নেয়।সে কারণেই আসলে মাঝেমধ্যে নিজের জীবনের অতীত এর দিকে ফিরে দেখা উচিত।
কারণ নাড়ীর টান বলে একটি কথা রয়েছে। যেটা আসলে আমাদের মধ্যে মোটেও নেই।কারণ আমরা যে কোনো কিছু থেকেই আসলে নিজেদেরকে খুব সহজেই উঠিয়ে নিতে পারি। অর্থাৎ নিজেদেরকে খুব সহজে আলাদা করে নিতে পারি।কিন্তু তা হলে চলবে না। অর্থাৎ আমাদের সব সময় এটা মনে রাখা উচিত যে, আমরা আসলে অতীতের দিকে ফিরে যেতে চাই অর্থাৎ অতীত আমাদেরকে অবশ্যই এমন কিছু ব্যাপার মনে করায়, যে ব্যাপারগুলো আমাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয়। কারণ একটা ব্যাপার আমি আগেও বলেছি এখন ও বলছি অতীত নিয়ে ভাবা এবং অতীতের দিকে ফিরে দেখা খুব জরুরী।