আমাদের সবার মধ্যে একটি বিষয় রয়েছে কি জানেন? আমরা নিজের উপর ভরসা কম করি অন্যদের উপর ভরসা অনেক বেশি করি। তাইতো প্রতিটা পদে পদেই আমাদেরকে ধোঁকা খেতে হয় বিভিন্ন ধরনের জালিয়াতির শিকার হতে হয় যাতে করে জীবনের মানও আমাদের কমে যায়। এছাড়াও আমরা জীবনে খুব কম উন্নতি করতে পারি। আমরা একজন মানুষ মানুষ হিসেবে আমাদের নিজের বুদ্ধিমত্তা রয়েছে। চারিপাশে জ্ঞান আহরণের করার প্রচুর সুযোগ-সুবিধা রয়েছে। তারপরও কেন যেন আমরা নিজের উপরই ভরসা পাই না। অন্য মানুষ যদি একটা কথা বলে বা উপদেশ দেয় সেটাকেই আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি।
একটা কথিত কথা রয়েছে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো। কথাটা কিন্তু খুব বেশি একটা খারাপ নয়। হ্যাঁ, আপনি সবার কাছে উপদেশ গ্রহণ করতে পারেন। সবার কাছেই পরামর্শ নিতে পারেন তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা যেন আপনার থাকে কিংবা সিদ্ধান্তটা যেন আপনারই হয়। সেই বিষয়টি সবসময় মাথায় রাখতে হবে অর্থাৎ সিদ্ধান্ত টা সবসময় নিজের প্রাধান্য নেওয়ার চেষ্টা করবেন। তাহলেই জীবনে হয়তো তাই কিছু করেন না, কেন লস হলেও সেটা অভিজ্ঞতা পাবেন সেখানে আপনি।
সিদ্ধান্ত নিতে পারাটা সবথেকে বড় বুদ্ধিমত্তার পরিচয় বলে আমি মনে করি এবং এটাও জীবনের সবথেকে বড় এচিভমেন্ট গুলোর মধ্যে একটি আপনি যাই কাজ করেন না কেন সেটা যদি আপনার একান্ত সিদ্ধান্ত হয়। তাহলে সে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে প্রচুর ঘাটাঘাটি করতে হবে, জ্ঞান আহরণ করতে হবে সমাজের পরিস্থিতি বুঝতে হবে। এই সবকিছু এনালাইসিস করার ক্ষমতা যদি আপনার কাছে থাকে তাহলে জীবনে পিছনে ফিরে তাকাতে হবে না। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানতে পারেন। আজকের মত এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
হ্যাঁ অনেক ক্ষেত্রেই আমরা নিজের উপর ভরসা রাখতে পারিনা জীবনের একটা বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভীতি প্রকাশ করি। তবে জীবনের যেকোনো সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ভেবেচিন্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সবচেয়ে বড় ব্যাপার।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Your post is manually
rewarded by the Steem-Bingo
STEEM-BINGO, a new game on Steem
Good luck and have fun playing Steem-Bingo!
How to join, read here
Prize pool: 112.5 Steem
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit