আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
সময় গুলো কেমন জানি অদ্ভুতভাবে অতিবাহিত হয়ে যাচ্ছে। দিন কাটে বেশ ব্যস্তভাবে। তবে রাতে যখন একা একা থাকি তখন অনেক চিন্তা মাথায় আসে। চিন্তা গুলো মোটেই স্বাভাবিক বলা চলে না। একেবারে অদ্ভুত সব চিন্তা ভাবনা। যদিও আমার বয়সটাই এখন এইরকম। নানান সব অদ্ভুত চিন্তা ভাবনা মাথায় আসবে এটাই একেবারে স্বাভাবিক। তবে ঈদের মধ্যে বাড়িতে গিয়ে এসব একেবারে মুক্ত ছিলাম। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরতাম রাত করে। কেমন জানি ঘুম চলে আসতো চোখে। চাইলেও রাত জাগতে আমি একেবারেই পারতাম না। যাইহোক সেসব কথা বাদ দেয়। আজ আরও কিছু ফটোগ্রাফি আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। আশাকরি আপনাদের ভালো লাগবে।
- এই ফটোগ্রাফি টা ধারণ করা আমার এলাকা থেকে। কী সুন্দর বিস্তৃত ধানক্ষেত। দেখেই বেশ অসাধারণ লাগছিল। এবং ধানক্ষেতের ঐপাশে গাছপালা ঘেরা যে গ্রামটা দেখা যাচ্ছে ঐটা আমার এলাকা। এই জায়গাটাই আসলেই আমি প্রায়ই ফটোগ্রাফি করি। বেশ চমৎকার একটা পরিবেশ।
- এটা হলো আমাদের কুমারখালীর মধ্যে অবস্থিত একটা ব্রীজ। এবার বাড়ি গিয়ে বেশ অনেক টা সময় কেটেছে এই ব্রীজের উপরে। বিশেষ করে সন্ধ্যার পরে বন্ধুরা সবাই মিলে এখানে আড্ডা দিতাম। অসাধারণ একটা পরিবেশ এর সৃষ্টি হতো। আগে ব্রীজে স্ট্রেট ল্যাম্প ছিল কিন্তু এখন নেই। এখন এইরকম অন্ধকার থাকে সন্ধ্যার পরে।
- আমার বাড়ির কিছুটা দূর দিয়ে এই রেললাইন টা গিয়েছে। বলে রাখা ভালো এই রেললাইন স্থাপিত হয়েছিল সেই ব্রিটিশ আমলে। এখনও এটা বেশ ভালো রয়েছে। আগে প্রতিদিন বিকেলে এই রেললাইন দিয়ে হাঁটাহাঁটি করতাম। এখন সেটা করা একেবারেই হয় না।
- এবারেও আমাদের ঈদগাহ ময়দান টা দারুণ ভাবে সাজানো হয়েছিল। বেলুন ফুলিয়ে তৈরি করা হয়েছিল গেট। তবে ঐ বাচ্চাদের একটা আকর্ষণ ছিল বেলুনের দিকে। ওদের অত্যাচারে আর বেশিক্ষণ টিকে ছিল না বেলুনগুলো হা হা। আমি এই বেলুনগুলো ফোকাস করেই ফটোগ্রাফি টা ধারণ করার চেষ্টা করি।
- ঈদের দিন কিছুসময়ের জন্য বাইক নিয়ে আমার চাচাতো ভাইয়ের সাথে ঘুরতে বের হয়েছিলাম। এই ফটোগ্রাফি টা আমি তখনই করেছিলাম। এটা আমার পাশের গ্রাম। একটা সময় এই রাস্তা দিয়ে আমি আমার প্রাইমারি স্কুলে যেতাম। এদিকে গিয়েছিলাম প্রায় তিন বছর পরে। এইজন্যই অন্যরকম একটা অনূভুতি তৈরি হচ্ছিল।
- এটা আমার বাড়ির পাশের হাইওয়ে। হাইওয়ে টা আগে মোটেই এইরকম ছিল না। একসময় অনেক গাছ ছিল দুই পাশে। গাছের ছায়া পড়তো রাস্তায়। কিন্তু সেই গাছ কেটে ফেলা হয়েছে। অথচ তার পরিবর্তে এখন পযর্ন্ত বিকল্প কোন গাছ লাগানো হয়নি বলা যায়।
- ঈদের দিন ঈদগাহ ময়দানে নামাজের সময় আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম। এখানে আমার গ্রামের ছোট বড় সবাই সমাবেত হয়েছিল। এমন অসংখ্য মানুষ ছিল যাদের সাথে শুধু এই নামাজের সময়েই দেখা হয়। ঐ সময় আমি এই ফটোগ্রাফি টা ধারণ করেছিলাম।
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Daily task
https://x.com/Emon423/status/1914238230373011763?t=vvL9ABWg8u8BvxS2Bnl8Og&s=19
https://x.com/Emon423/status/1914238611698151481?t=cMBWx9U_HZlnVLyeJXqw6w&s=19
https://x.com/Emon423/status/1914238908080247055?t=A50ZSwDTtagt766SyKbRJg&s=19
https://x.com/Emon423/status/1914239095972524127?t=etxKwKaOmqPw8w7woccRDw&s=19
https://x.com/Emon423/status/1914239322405904656?t=CxUBAJUhFIKh_ST6OWDc0g&s=19
https://x.com/Emon423/status/1914239518796030198?t=I5UmNaRSD8lU5Nr8qp8_aw&s=19
https://x.com/Emon423/status/1914239747096187060?t=xfPJ2nYzRsBpLvkQhrsG6A&s=19
https://x.com/Emon423/status/1914240083466879161?t=NcT1EFx7sbzIKWcLXKOqHg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি করেছেন। আসলে ফটোগ্রাফি দেখলে কিন্তু এমনিতে ভালো লাগে। আর এলাকার ফটোগ্রাফি গুলো এমনিতে চমৎকার হয়। আপনি দেখছি ব্রিজের ফটোগ্রাফি ও রেললাইনের ফটোগ্রাফি করেছেন। ধন্যবাদ চমৎকার কিছু ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
চমৎকার কিছু ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো।সত্যি ই এই বয়সে নানা উদ্ভট চিন্তা মাথায় ঘুরপাক খায়।আর একা থাকলে একটু বেশীই খায়।আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি ই ভালো লেগেছে আমার।তবে বেশী ভালো লেগেছে ধান ক্ষেতের ফটোগ্রাফি আর পাশের গ্রামের পথের ফটোগ্রাফিটি।ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
ঈদের আগে সবাই বাড়িতে এসে সুন্দর মুহূর্ত উপভোগ করে তারই একটি দৃষ্টান্ত উদাহরণ এই ফটোগ্রাফি গুলো। সত্যিই ঈদের সময় সবাই একত্রিত হয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করার বিষয়টি দারুন ছিল। সবুজ প্রকৃতি রাতের দৃশ্য সব মিলিয়ে ফটোগ্রাফি গুলো সুন্দর মুহূর্তই ফুটিয়ে তুলেছে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit