আমার বাংলা ব্লগে,সবাইকে স্বাগতম।
আমি @emon42.
বাংলাদেশ🇧🇩 থেকে
পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ কোন কোন নির্দিষ্ট জায়গাই অথবা ব্যক্তিতে আটকে না থাকা। কোন কিছু আঁকড়ে ধরে না রাখা। প্রকৃতির নিয়মে সবকিছু যেতে দেওয়া উচিত। উচিত সবকিছু তার গতিপথ অনূসরণ করে চলতে দেওয়া। আমরা অনেক সময় আমাদের পছন্দের জিনিস গুলো আঁকড়ে থাকি। এটা মানুষ হতে পারে অথবা অন্য কোন বস্তু। কিন্তু আমরা এটা কখনোই বুঝতে চেষ্টা করি না যে মানুষ টা চলে গিয়েছে তাকে শতচেষ্টা করেও ফেরানো সম্ভব না। মানুষ চলে যাওয়ার অনেক আগেই চলে যায়। বৈশাখের নাগরদোলা কবিতার শুরুটা হয়েছে এভাবেই । এখানে কবি নির্বিঘ্নে যেতে দিতে বলেছেন।
আজ আমি রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহ এর এই কবিতা টা আবৃত্তি করেছি। আশাকরি আপনাদের অনেক ভালো লাগবে।
- বৈশাখের নাগরদোলায়।
- রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহ।
আঁকড়ে থেকো না কিছু।
যে যাবার তাকে যেতে দাও
যে ফেরার সেতাে ফিরবেই —
কলমি লতার ফ্ল্যাটে ফিরে যাবে হলুদাভ হাঁস,
তুমি সভ্যতার নাগরদোলায়
দাঁড়িয়ে চিৎকার করাে :
বর্নময় ভালােবাসা তুমি খুলে যাও
নীল পিরামিড তুমি খুলে যাও তােমার দরােজা।
তুমি প'ড়ে থাকো
সময়ের বুটে পেষা বাম হাত তুমি
জীনে জীনে জীর্ন করাে জীবনের জটিল যকৃত।
তােমার পেয়ালা উপচে পড়ুক সমকাল
এক টুকরাে বরফ আর রাষ্ট্রনীতি
ঔপনিবেশিক ভিত —
তােমার পেয়ালা উপচে পড়ুক ভালােবাসা,
ইটের নিসর্গে শুধু ঘাম, শুধু মেদ, প্রেম নেই,
অথবা অন্য কোনাে নাম তার —
অন্য কোন নাম ?
কি নাম তােমার ভালােবাসা ??
কবিতা আবৃত্তি
সবাইকে ধন্যবাদ💖💖💖।
অনন্ত মহাকালে মোর যাএা অসীম মহাকাশের অন্তে। যারা আমাদের পাশে আছে তারা একটা সময় চলে যাবেই, এটা তাদের দোষ না। আমাদের জীবনে তাদের পার্ট ওইটুকুই। আমাদের প্রকৃত চিরশখা আমরা নিজেই, তাই নিজেই যদি নিজের বন্ধু হতে পারেন, তাহলে দেখবেন জীবন অনেক মধুর।তখন আর একা হয়ে যাওয়ার ভয় থাকবে না।
আমি ইমন হোসেন। আমি একজন বাংলাদেশী। আমি একজন ছাএ। তবে লেখাপড়া টা সিরিয়াসলি করি না হা হা। লেখালেখি টা বেশ পছন্দ করি। এবং আমি ফুটবল টা অনেক পছন্দ করি। আমার প্রিয় লেখক হলেন জীবনানন্দ দাস। আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি মানিয়ে নিতে এবং মেনে নিতে পারলেই জীবন সুন্দর।।
Daily task
https://x.com/Emon423/status/1916784737668239631?t=E3VqZ6LQWLo0hBRKqJL46g&s=19
https://x.com/Emon423/status/1916784940836176248?t=I5TEzZaWR305OWmOP623zA&s=19
https://x.com/Emon423/status/1916785199700197723?t=s_68ur2Ol9qcThztJOSDjQ&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার কবিতা আবৃত্তি মাঝেমধ্যেই শোনা হয়। খুব সুন্দর আবৃত্তি করেন আপনি। এই কবিতাটাও বেশ চমৎকার। আগে কখনো কবিতাটা পড়া হয়নি। বৈশাখের নাগর দোলায় কবিতার মূলভাবটা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কবিতা আবৃত্তি করে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit