আসসালামু আলাইকুম
আমি একজন বাংলাদেশী। আমার স্টিমিট আইডির নাম @maria47। আপনারা সবাই কেমন আছেন।আশা করি সকলে ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালো আছি।আজকে আমি "আমার বাংলা ব্লগ" সম্প্রদায়ে মজাদার লোভনীয় কয়েকটি খাবারের ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।
লোভনীয় কয়েকটি খাবারের ফটোগ্রাফি

Device-XANON-X20
Location
ছবি তুলতে কেনা পছন্দ করে। ছবি তুলতে আমার খুবই ভালো লাগে। আমার মত কম বেশি সকলেই সুন্দর কিছু দেখলেই সেটির ছবি তুলে রাখে।কোন কিছু স্মরণীয় করে রাখতে আমরা ছবি তুলে রাখি। আবার কখনো কখনো কোনো মজাদার কোন খাবার দেখলে সেটি খাওয়ার আগে সেটির ফটোগ্রাফি করি। তেমনি ভাবে আজ আমি লোভনীয় কয়েকটি খাবারের ফটোগ্রাফি করতে যাচ্ছি।আশা করি সকলের কাছে ভালো লাগবে।
.png)
Location
প্রথম ফটোগ্রাফি টি আমি রসুনের ভর্তার করেছি। রসুনের ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে। গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যেকোনো ধরনের ভর্তা খেতে সবাই পছন্দ করে। ভর্তা হলে তৃপ্তি করে পেট ভরে ভাত খাওয়া যায়। আমি মনে করি আমার মত সকলেই ভর্তা প্রেমিক। ভর্তা দেখলে নিজের লোভ সামলাতে আমি একেবারে পারিনা।মাছ মাংস ছেড়ে ভর্তা নিয়ে বসে যাই।

Location
দ্বিতীয় ফটোগ্রাফি টি আমি পোলাও, মুরগির মাংস ও মাছ ভাজার করেছিলাম। এই রেসিপিটি খুবই মজাদার ছিল। এটি বাসার তৈরি একটি খাবার ছিল। পোলাওয়ের সাথে মাছ ভাজা হলে কিন্তু বেশ ভালই লাগে। আর ঝাল ঝাল করে মুরগি রান্না করলে তো খেতে আরো বেশি দুর্দান্ত লাগে। এই রেসিপিটি খুবই মজা করে খেয়েছিলাম।

Location
তৃতীয় ফটোগ্রাফি টি আমি টিকা পরোটার করেছিলাম। টিকা পরোটা খেতে কিন্তু খুবই ভালো লাগে।খুবই মজা করে টিকা পরোটা খাওয়া যায়।সাথে যদি এইরকম মজাদার রায়তা সালাত হয় তাহলে কিন্তু খাবারটা আরো বেশি ভালো লাগে। আমি প্রায় সময় এই খাবারটি খেয়ে থাকি। মুরগির মাংসের তৈরি এই টিকা গুলো গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে খেতেও ভালো লাগে। তবে পরোটা দিয়ে খেতে মন্দ লাগে না।

Location
চতুর্থ ফটোগ্রাফি টি আমি বিভিন্ন ধরনের ভর্তার করেছিলাম।এই ভর্তা গুলো আমি পহেলা বৈশাখে তৈরি করেছিলাম। আর যেকোনো ভর্তার স্বাদের জবাব নেই।এত টা মজা হয় ভর্তা খেতে যা বলে বুঝাইতে পারবো না। ভর্তার সাথে পান্তা ভাত খাবার টা জমে উঠেছিল।এমন মজার মজার ভর্তা গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। খাবারের প্রতি আমার অন্য রকম একটা ভালো লাগা রয়েছে।আর সেই ভালো লাগা থেকেই আজকে আমি লোভনীয় কয়েকটি খাবারের ফটোগ্রাফি শেয়ার করেছি। আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে।এই ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে ভাগাভাগি করতে পেরে আমার খুবই ভালো লাগছে।ধন্যবাদ সবাইকে।
আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।
🌟 আপনার খাবারের ফটোগ্রাফি দেখে মন ভরে গেল! 🌟
🍽️ রসুনের ভর্তা থেকে শুরু করে টিকা পরোটা — প্রতিটি ছবি যেন একেকটি শিল্পকর্ম!
📸 আপনার প্রতিটি ফটোগ্রাফিতে রয়েছে
স্বাদের আহ্বান, ঘ্রাণের কল্পনা আর হৃদয়ের স্পর্শ।
❤️ খাবারের প্রতি আপনার ভালোবাসা সত্যিই অনুপ্রেরণাদায়ক!
🙌 শুভকামনা রইল আপনার প্রতিটি পোস্টের জন্য!
📷 ভবিষ্যতেও এমন সুন্দর মুহূর্তগুলো আমাদের সঙ্গে ভাগাভাগি করে নেবেন আশা করি।
ধন্যবাদ আপনাকে, @maria47! 🌼
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/Maria182143171/status/1919406256017514819?t=CEOT5KDzjGkHe42IokxH3g&s=19
https://x.com/Maria182143171/status/1919406684100776074?t=2oUsf30PiZVEViruU257gA&s=19
https://x.com/Maria182143171/status/1919407077258059785?t=qpJ6XrPzkO-dT7YXPoU3sg&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
খাবার দেখলে লোভ চলে আসে। এখন অনেকটা রাত হয়েছে এমনিতেই ক্ষুধা লেগে গিয়েছে আর এত ভালো ভালো খাবারের ফটোগ্রাফিতে লোভ সামলাতে পারছি না। সবগুলো খাবার লোভনীয় তবে আমার কাছে বিশেষ করে সর্বশেষ ফটোগ্রাফিতে থাকা ভর্তাগুলো বেশি ভালো লেগেছে। ভর্তা দিয়ে ভাত খেতে আমি অনেক পছন্দ করি। চমৎকার লোভনীয় খাবারের ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit