আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
যে বনে রাজা নেই, সেই বনের প্রজাও রাজা। |
---|
বন্ধুরা টাইটেল দেখেই বুঝে গিয়েছেন আজকে কি বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।যে বনে রাজা নেই, সেই বনের প্রজাও রাজা।এ বিষয়ে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আমরা সব সময় নিজেদের ভালো লাগা, মন্দলাগা, নিজেদের চিন্তা,চেতনা, আমার বাংলা ব্লগে সবার সাথে শেয়ার করি, তাইতো আপনাদের মাঝে চলে এলাম। যাই হোক চলুন কথা না বাড়িয়ে শুরু করি।
সমাজে যখন কোনো নেতা বা রাজা থাকে, তখন একটি শৃঙ্খলা বজায় থাকে। কিন্তু যখন সেই নেতৃত্ব অনুপস্থিত থাকে, তখন সাধারণ মানুষরাও স্বাধীন হয়ে ওঠে।আর এজন্যই হয়তো বলা হয়, যে বনে রাজা নেই, সেই বনের প্রজাও রাজা।আসলে যেখানে কোনো শাসক নেই, সেখানে ছোট বড় সবাই নিজেদের মতো করে চলার সুযোগ পায়।
আর আমি মনে করি এটা স্বাভাবিক একটি বিষয়, কারণ কোথাও বাধা প্রাপ্ত না হলে সেখানে সবাই হামাগুড়ি দিয়ে পড়ে।আবার তখন কারো উপরে কারো ভয়ও থাকে না। সবাই মনে করে,আমি-ই এখানে সেরা। আমি-ই সিদ্ধান্ত নেব।আর এ ধরনের মনোভাব নিয়ে চলতে গিয়ে দেখা যায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
আর এভাবেই সে বনটি হয়তো আর আগের মতো নিয়ম মেনে চলে না, যার কারনে প্রতিটি প্রাণী নিজেকে স্বাধীন ভাবে।আসলে এটি শুধু বনের প্রাণীদের বিষয় নয়। আমাদের সমাজেও আমরা এর উপস্থিতি অনেক দেখি। যদি কোথাও নেতৃত্ব দুর্বল হয় বা শাসক অনুপস্থিত থাকে, তাহলে সাধারণ মানুষও নিজের ইচ্ছামতো কাজ করে। কেউ যদি নিয়ম মানতে না চায় , তাহলে তার বাধা দেওয়ার কেউ থাকে না।
তখন সবার মাঝে এক ধরনের স্বাধীনতা আসে, কিন্তু সেই স্বাধীনতার মধ্যে আবার বিশৃঙ্খলার ঝুঁকিও তৈরি হয়।কারণ শাসনতন্ত্র বা কোন গঠনতন্ত্রের মাধ্যমে যদি কেউ বসবাস করে, তখন শৃঙ্খলা বজায় থাকে। আর সেটার বাইরে গেলে শৃঙ্খলা নষ্ট হয় এটা আপনারাও ভালো করে জানেন।আসলে গুণীজনদের এই প্রবাদ আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা।এটার বাস্তব রূপ এখন আমরা দেখতে পাচ্ছি।হোক সেটা সমাজে,হোক সেটা বিশ্বাস রাষ্ট্র ব্যবস্থায়।
আমি মনে করি প্রথমত নেতৃত্ব থাকা খুব জরুরি। একজন দায়িত্বশীল নেতা সমাজ, দেশ বা কোনো প্রতিষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করতে পারে। আর যখন নেতৃত্বের অভাব হয়, তখন সবাই আলাদা আলাদা সিদ্ধান্ত নেয়, যার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।আবার এই প্রবাদের অপর পিঠ চিন্তা করলে ভিন্ন একটি সংজ্ঞা আমাদের শিখায়।আর তা হলো যখন সুযোগ আসে, তখন নিজের দায়িত্বও নিজেকেই নিতে হয়।
তবে রাজার অনুপস্থিতিতে যদি প্রজারা রাজা হয়ে যায়, তাহলে তাদের উচিত সেই দায়িত্ব সততার সাথে পালন করা, নাহলে পুরো বন বা সমাজ ক্ষতির মুখে পড়তে পারে।যে বনে রাজা নেই, সেই বনের প্রজাও রাজা, এটি শুধু স্বাধীনতার কথা বলে না, বরং দায়িত্ব নেওয়ার কথাও বলে। স্বাধীনতার সাথে সাথে যদি দায়িত্ববোধ না থাকে, তবে সেই স্বাধীনতা অগোছালো হয়ে যায়। তাই যেখানে নেতৃত্বের অভাব আছে, সেখানে নিজেদের দায়িত্বশীল আচরণ করা সবচেয়ে বড় প্রয়োজন বলে আমি মনে করি।
তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়বস্তু, হঠাৎ করে এই বিষয়টি মাথায় আসলো তাই ভাবলাম আপনাদের মাঝে নিজের মনের কিছু কথা তুলে ধরি। যাই হোক আশা করছি বিষয়টি আপনাদের ভালো লেগেছে। আজকে আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মত এখানে বিদায় নিলাম।সবাই ভালো ও সুস্থ থাকবেন। আগামীতে আবারো হাজির হবো অন্য কোন না কোন বিষয় নিয়ে। আজকে এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ যেটি আমার মত করে আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই মন্তব্য করে জানাবেন।আর কষ্ট করে ব্লগটা যারা পড়েছেন তাদেরকে মনের অন্তস্থল থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR

ফোনের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | জেনারেল রাইটিং । |
ক্যামেরা.মডেল | এম ৩২ |
ক্যাপচার | @nevlu123 |
সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
লোকেশন | - বাংলাদেশ। |
আমার নাম নিভলু। আমি বাংলাদেশে থাকি এবং এই প্ল্যাটফর্মে শখের বশেই কাজ করছি। এখানে কাজ করতে আমার ভালো লাগে কারণ আমি আমার পছন্দের বিষয়গুলো সহজে সবার সাথে ভাগ করে নিতে পারি। নিজের ভালো লাগার বিষয়গুলো অন্যদের দেখাতে পারাটা আমার জন্য আনন্দের।আমি ঘুরতে ভালোবাসি, নতুন জায়গা দেখতে আর নতুন অভিজ্ঞতা নিতে খুব ভালো লাগে। ভ্রমণের পাশাপাশি আমি গান শুনতে এবং মাঝে মাঝে গাইতেও ভালোবাসি। এছাড়াও আমি ভিডিও এডিটিং, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে পছন্দ করি। সময় পেলেই ক্যামেরা হাতে বেরিয়ে যাই কিছু ভালো মুহূর্ত ধরে রাখতে।আর্ট এবং ডিজাইনের দিকেও আমার আগ্রহ রয়েছে। তবে অনেক আগে টুডি ও থ্রিডি ডিজাইন শিখছি এবং নিজের মতো করে কিছু কাজ করতাম। তবে এখন তেমন একটা করা হয়না।যাইহোক আশা করি সবাই আমার কাজ পছন্দ করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://x.com/Nevlu123/status/1916549584899240422
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
1 | https://x.com/Nevlu123/status/1916550252489822620
2 | https://x.com/Nevlu123/status/1916550578106229035
3 | https://x.com/Nevlu123/status/1916551381047021956
4 | https://x.com/Nevlu123/status/1916551612308279375
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit