কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
প্রতিশ্রুতি মানুষের জীবনের সবচেয়ে ক্ষতিকর একটি জিনিস। যে মানুষটি প্রতিশ্রুতি দেয় সেই মানুষের জন্য যতটা ক্ষতিকর, তার থেকেও যে মানুষ অন্য ব্যক্তি থেকে প্রতিশ্রুতি পায় সেই মানুষের জন্য অনেক গুণ বেশি ক্ষতিকর। কারণ যে মানুষটি প্রতিশ্রুতি দিচ্ছে সে নিজেও জানে না যে সে তার দেওয়া প্রতিশ্রুতি ঠিকঠাক ভাবে রাখতে পারবে কিনা। যেসব ব্যক্তি এই প্রতিশ্রুতি দেয় তার মধ্যে বেশিরভাগ মানুষই কোন কিছু ভেবে চিন্তে বলে না শুধু মুখের কথা বলার দরকার বলে দেয়। কিন্তু এরা বোঝেনা যারা এই প্রতিশ্রুতি গুলি পায় তারা কিন্তু এই প্রতিশ্রুতি গুলো স্বাভাবিক ভাবে সাধারণ কথার মত নেয় না, অনেক মূল্যবান একটি আবেগ হয়ে থাকে এই প্রতিশ্রুতি যার জীবনের অনেক পরিবর্তন এর কারণ হয়ে দাঁড়ায়। প্রতিশ্রুতি কথাটি একটি ছোট শব্দ হলেও এর মানে অনেক বড়। কোন ব্যক্তি যদি তার প্রিয় মানুষের স্বপ্ন সত্যি করার প্রতিশ্রুতি দেয় তাহলে সেই ব্যক্তিটির কাছে সেই প্রতিশ্রুতি অনেক বেশি মূল্যবান হয়ে ওঠে। এবং পাশাপাশি সেই ব্যক্তি তার ভবিষ্যৎ নিয়ে অনেক স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু এমন অনেক ব্যক্তি আছে যারা শুধুমাত্র বলার দরকার তাই বলে আসলে কাজে তেমন কিছুই করেনা।
আর এজন্যই এইসব প্রতিশ্রুতি দিয়েও কাজ না করা খারাপ মানুষের জন্য তার কাছের মানুষের মন ভেঙ্গে যায় এবং ভালোভাবে বাঁচার আশাও নষ্ট হতে শুরু করে। আসলে আমাদের কখনোই উচিত নয় মানুষকে আশা দিয়ে সেই কাজ না করা বা কথা দিয়ে কথা না রাখা এবং প্রতিশ্রুতি দিয়ে মন ভেঙে দেওয়া। আমরা মানুষ গোষ্ঠীবদ্ধ জীব আমরা কখনো একা বাঁচতে পারি না আমাদের একে অপরের ওপর নির্ভর করতেই হয়। তাই আমাদের একে অপরের সাথে মিলেমিশেই বাঁচতে হয়। তবে যেসব মানুষ প্রতিনিয়ত বিশ্বাসঘাতকতা করে চলেছে তাদের সাথে কখনোই ভালো সম্পর্ক তো দূরের কথা কোনরকম সম্পর্কেই থাকা উচিত নয়। কারণ সাধারণভাবে আমাদের যদি কেউ প্রতিশ্রুতি দেয় যে, আমাদের ঘুরতে নিয়ে যাবে এবং ঘুরতে যাওয়ার দিন আসলে সে যদি অস্বীকার করে যে এমন কোন কথাই হয়নি বা সে তাকে নিয়ে যাবে না। তখনই আমাদের অনেক বেশি খারাপ লাগে, কারণ আমাদের মনে মনে একটি আশা জন্ম নেয় এবং ঘুরতে যাওয়ার বিভিন্ন পরিকল্পনা তৈরি হয় সেই উদ্দেশ্যে অনেক বেশি প্রস্তুতি আমাদের চলতে থাকে। আর এমন সময় প্রতিশ্রুতি ভেঙে দিলে অবশ্যই আমাদের মনটাও ভেঙে যায়।
তবে এটা খুবই তুলনামূলক সাধারণ একটি উদাহরণ এছাড়া অনেক বড় বড় প্রতিশ্রুতি মানুষ নিমেষেই প্রত্যাখ্যান করে যেমন কাউকে বিয়ে করার প্রতিশ্রুতি, কাউকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, বিদেশে থাকা সন্তানের বাবা মাকে নিজের কাছে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি, বাবা মার স্বপ্ন পূরণ করার প্রতিশ্রুতি, এছাড়াও আরো অনেক ধরনের প্রতিশ্রুতি আছে আমাদের জীবনে যা আমরা বিভিন্ন মানুষের দ্বারা পেয়ে থাকি এবং অনেক সময় এসব প্রতিশ্রুতি ভেঙেও যেতে দেখতে পাই। কিছু কিছু মানুষ বোঝেই না যে তাদের প্রতিশ্রুতির কারণে অপর মানুষের জীবনের গতিধারা পরিবর্তন হতে থাকে এবং তারা সেই প্রতিশ্রুতির দিকে এগোতে থাকে জীবনটাকে অন্যভাবে দেখতে থাকে। আসলে মানুষের মন অনেক বেশি সেনসিটিভ হয় তাই কখনো যদি কারোর কাছ থেকে তেমন কোন প্রতিশ্রুতি পায় তাহলে সেইসব মানুষ অনেক বেশি আশা করতে শুরু করে এবং ভবিষ্যতে সেই মানুষ প্রতিশ্রুতি রাখতে না পারলে অনেক বেশি কষ্ট পায় প্রতিশ্রুতি পাওয়া মানুষটি। এমনকি আমাদের সমাজে চারপাশে দেখলে বোঝা যায় এই প্রতিশ্রুতি না রেখে ধোকা দেওয়ার কারণে অনেক মানুষেরই জীবন শেষ হয়ে গেছে।
আমাদের সকলের উচিত কাউকে অকারনে অযথা প্রতিশ্রুতি না দেওয়া। আমরা যেটা করতে পারবো না সেটা অযথা করার প্রতিশ্রুতি দিয়ে কাউকে আশা দেখালে তাদের জীবনের যেমন ক্ষতি হয় আমাদের জীবনেও কিছু না কিছু ক্ষতি হতে দেখা যায়। আমরা যে কথা রাখতে পারব এবং যে কাজটি করতে পারব সব সময় এমন কথাই অপর ব্যক্তিকে বলার চেষ্টা করব। তাহলে আমাদের দেওয়া প্রতিশ্রুতির কারণে কারোর কোন ক্ষতি হবে না। এবং প্রতিশ্রুতি যথাযথ পালন করতে পারলে আমাদের এবং আমাদের প্রিয় মানুষটির জীবন সুন্দর হয়ে উঠবে। এছাড়াও আমাদের কখনোই উচিত হবে না কাউকে কোন খারাপ কাজ করার প্রতিশ্রুতি দেওয়া। খারাপ কাজ থেকে আমাদের নিজেদেরও বিরত থাকতে হবে এবং অপরকেও বিরত থাকতে সাহায্য করতে হবে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব আমাদের কাছের মানুষের ভালো ইচ্ছা, আশা-আকাঙ্ক্ষা পূরণ করার এবং নিজের দেওয়া প্রতিশ্রুতি সবসময় সঠিক ভাবে পালন করার। তবে আমরা আমাদের প্রিয় মানুষগুলোর সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে পারবো।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit