কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
ছোটবেলায় বাল্য বয়সে এবং শৈশবে আমরা সবসময় ভাবতাম যে আমরা ছোট বলে বড়রা আমাদের এত বকাবকি করে এবং এত শাসন করে। কিন্তু তখন আমাদের বোঝার বয়স হয়নি যে আমরা ভুল করি তাই বড়রা আমাদের শাসন করে। শৈশবে সেই দিনগুলোতে মনে হতো একবার বড় হয়ে যাই তাহলে আর বাবা-মা বা বড়রা কেউ আমাদের বকবে না। আমরা অনেক স্বাধীনতা পাবো এবং সবকিছু সঠিকভাবে করতে পারব, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারব। আস্তে আস্তে যত বড় হতে শুরু করি দেখা যায় জীবনটা কোন না কোন ভুলের মধ্য দিয়ে চলছে। জীবনে প্রত্যেকটি সিদ্ধান্ত আমরা কখনোই সঠিক নিতে পারি না। কিছু কিছু মানুষের জীবন একটু বেশি ভুলে ভরা থাকে। আবার কিছু কিছু মানুষের জীবন একটু কম ভুলে ভরা থাকে। তাই বলে সারা জীবন সেই ভুল বয়ে নিয়ে বেড়ানোর কোন মানে হয় না, আমাদের প্রতিনিয়ত চেষ্টা করতে হবে সে ভুলগুলো শুধরে ঠিক করে জীবনটাকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে চলা। জীবনে বাঁচতে গেলে প্রতি পদক্ষেপে ভুল হবেই। কারন আমরা মায়ের পেটের মধ্য থেকেই সর্বগুণ সম্পন্ন বা সবদিকের জ্ঞান নিয়ে জন্মগ্রহণ করতে পারবো না।
বাস্তব জীবনে এই পৃথিবীর বুকে আমাদের সবকিছু শিখতে হবে বুঝতে হবে এবং সেই ভাবেই চলতে হবে। আমরা প্রতিনিয়ত জীবনে যেসব ভুল করে চলেছি সেই সব ভুল থেকেই আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। পরবর্তী জীবনে যেন একই ভুল না হয় অথবা কোন অনেক বড় সাংঘাতিক ভুল যেন আমাদের জীবনে না করে বসি সেদিকেও খেয়াল রাখতে হবে। জীবনের ভুল করা পূর্বের অভিজ্ঞতা এবং শিক্ষা দিয়েই আমাদের ভবিষ্যতের জীবনটা পরিকল্পনা করতে হবে। তাহলে আমাদের জীবনের ভুলের সংখ্যা কমে আসতে পারে। কিন্তু আমরা মানুষ বড্ড আবেগী, আবেগে আমরা প্রতিনিয়ত অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলি। যার ফলে আমাদের জীবনটা ধ্বংসের মুখে পড়ে যায় অনেক সময়। আমাদের জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। কারণ জীবনের প্রত্যেকটি মোড়ে আমাদের জীবন পরিবর্তনের আশঙ্কা রয়েছে। সেটা হতে পারে ভালো আবার হতে পারে খারাপ। আমাদের জীবনে নেওয়া সিদ্ধান্ত যদি সঠিক হয় তাহলে আমাদের ভবিষ্যৎ জীবন অবশ্যই ভালো হবে আবার যদি সিদ্ধান্ত ভুল হয় তাহলে জীবনটা নরকের থেকেও খারাপ হয়ে যাবে।
ছোটবেলা থেকে শুনেছি জন্ম আমাদের হাতে নেই যে আমরা কোথায় জন্মগ্রহণ করব এবং কোন পরিবারে জন্মগ্রহণ করব কিন্তু কর্ম অবশ্যই আমাদের হাতে। আমরা যেমন কর্ম করবো যেমন জীবন পরিকল্পনা করবো যেমন ভাবে জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত নেব তেমনি আমাদের জীবনটা তৈরি হবে। আমরা আমাদের জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তে সঠিকভাবে নিলেও কোন একটা সময়ে এসে মনে হয় সিদ্ধান্তটা এইটা না নিয়ে বিকল্প সিদ্ধান্ত নিলে ভালো হতো। আমরা যতই সঠিক সিদ্ধান্ত নিতে যাই না কেন দেখা যায় প্রত্যেকের জীবনেই কিছু না কিছু ভুল সিদ্ধান্ত থাকে। একটা সামান্য কাজ করার পরে অনেক সময় মনে হয় যে এই কাজটা না করলেই হয়তো ভালো হতো। অনেক সময় আমরা আবেগে অথবা প্রয়োজন না পড়লেও এমন অনেক সিদ্ধান্ত জীবনে নিয়ে ফেলি যার ফল আমাদের জীবনের জন্য অনেক বেশি ক্ষতিকর হয়ে থাকে। অনেক সময় দেখা যায় আমরা আমাদের জীবনে অনেক বেশি ভালো আছি এবং দিব্যি আমাদের সুন্দর দিন চলছে।
কিন্তু এমন একটা সময় আসলো আমরা ঝোঁকে পড়ে এমন একটি কাজ করে বসলাম বা এমন কিছু করার সিদ্ধান্ত নিয়ে নিলাম যাতে আমাদের সেই সুখের দিনগুলো আর সুখের থাকলো না। বলা যায় আমরা নিজের হাতেই আমাদের সুখটা নষ্ট করে দিলাম। তাই আমাদের আবেগের বশে কখনো কোন সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এবং খুব কষ্টের সময় ও কোন সিদ্ধান্ত বা কোন কাজ করা উচিত নয়। কারণ এই দুই সময়ে নেওয়া আমাদের সিদ্ধান্ত ভুল হয়ে থাকে। সর্বদা ভেবেচিন্তে জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমাদের জীবন যদি এভাবেই ভুলের সাগরে ডুবতে থাকে তাহলে জীবনে আর সুখের দিন অবশিষ্ট থাকবে না এবং আমাদের জীবন ভুলের সাগরে ডুবে তিলে তিলে নষ্ট হয়ে যাবে। আমরা জীবনে কি চাই এবং কি চাই না সেটা অবশ্যই আমাদেরই বুঝতে হবে এবং সেই ভাবেই আমাদের জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত নিতে হবে। আমাদের জীবনের বড় বড় সিদ্ধান্তগুলো অবশ্যই আমাদের বুদ্ধিমত্তার সঙ্গে নিতে হবে। যেন আমাদের জীবন খুব বেশি একটা ক্ষতিগ্রস্ত না হতে পারে এবং জীবনটা ভুলের সাগরে ডুবে না যেতে পারে।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
জীবনে ভুল হওয়া স্বাভাবিক, এগুলোই আমাদের বড় শিক্ষা দেয়। আপনি একা নন—আমরাও প্রতিদিন নতুন কিছু শিখছি।ভুলগুলোই তো আমাদের পরিপূর্ণ করে। আজ যা ভুল মনে হচ্ছে, কাল তা হয়তো সাফল্যের সিঁড়ি হয়ে দাঁড়াবে।ভুল থেকে শেখার জন্য একটি ডায়েরি রাখতে পারেন—কোনো ভুল হলে সেটি থেকে কী শিখলেন, লিখে রাখুন। এটা ভবিষ্যতে সাহায্য করবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit