কেমন আছেন "আমার বাংলা ব্লগ"এর সকল সদস্যরা? আশা করি সৃষ্টিকর্তার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ আমি একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশাকরি আমার পোস্টটি পড়ে আপনাদের খুব ভালো লাগবে।
সোর্স
আমাদের এই পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের মানুষের সাথে বসবাস করি। অর্থাৎ আমরা চারপাশে বিভিন্ন ধরনের মানুষকে দেখতে পাই যাদের বিভিন্ন ধরনের চিন্তাভাবনা, একে অপরের থেকে একদমই আলাদা। এসব মানুষদের মধ্যে এক ধরনের মানুষ আছে যারা প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছে সাফল্য পাওয়ার উদ্দেশ্যে। আবার কিছু মানুষ অলসতায় নিজেকে ঘিরে রেখেছে। যারা সাফল্যের জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে তাদের অন্যরা কে কি করল সেসব দেখার কোন বাজে সময় থাকে না। বা বলা যায় কে কি করছে কার জীবনে সফলতা আছে বা কার জীবনে সফলতা নেই এসব দেখার বা ভাবার মত সময় অপচয় করার সময় তাদের নেই। কিন্তু কিছু কিছু মানুষ এমন আছে যারা কে কি করছে? কার জীবন কেমন চলছে? কে কতটা উন্নতি করলো? এইসব দেখে বেড়ানোর ভাবনা চিন্তা করার অফুরন্ত সময় রয়েছে। আর এইসব মানুষ অনেক বেশি খারাপ মানসিকতার মানুষ হয়ে থাকে। কারণ এরা নিজে কিছু করার চিন্তা করে না বা নিজের জীবনে সাফল্য অর্জন করার জন্য কোন পরিশ্রম করে না কিন্তু অন্যের সফলতা দেখলে এদের যেন হিংসায় শরীর জ্বলে যায়।
এইসব মানুষ কখনো নিজে পরিশ্রম করে একজন সফল ব্যক্তি হওয়ার চেষ্টা করবে না বরং অন্যের সফলতায় হিংসা করতেই বেশি ভালোবাসে। আর এইসব আর্থিক দিক থেকে বা সাংসারিক পরিচালনার ক্ষেত্রে যে শুধু ছেলেরাই হিংসা করে এমনটা নয়। অনেক বিবাহিত মহিলারা এমন আছে যারা প্রতিনিয়ত অন্যকে বা অন্যের সংসার দেখে হিংসা করতে থাকে এবং সে হিংসাটা যেন কেউ বুঝতে না পারে তাই নিজের ক্ষমতা এবং অর্থ থাকার বড়াই করতে থাকে। যেমন আমাদের বাড়ির পাশেই একটি বাড়ি আছে সেখানে একজন স্বামী এবং স্ত্রী বসবাস করে। তাদের এখনো পর্যন্ত কোন সন্তান হয়নি। সেই মহিলার সাথে আমার পরিচয় হয় এবং তারপর ধীরে ধীরে মেলামেশা শুরু হয়ে পরবর্তীতে বন্ধুত্বমূলক সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু একসময় সে আমার সঙ্গে কেমন জানি অদ্ভুত আচরণ করতে থাকে। আমার বাবা সারা জীবনের পরিশ্রমের ফলস্বরূপ একটি ভালো এলাকায় বেশি পরিমাণ জমি কিনে চার তালা বড় বাড়ি বানিয়েছে। আর আমি যে মহিলাটার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম তার একতলা বাড়ি তাও আবার টিনের। তবে মহিলাটার বাবা এবং স্বামী ভালো পরিমাণ অর্থ উপার্জন করে বলেই আমি জানি।
কিন্তু মহিলাটির আচরণ সর্বদাই আমার প্রতি হিংসামূলক মনে হতে থাকে। কারণ সে প্রতিনিয়ত আমাকে বলতে থাকে যে সে চাইলেই একটা বড় দালান বাড়ি তৈরি করতে পারে কিন্তু তারা নাকি ইচ্ছা করেই দালান বাড়ি করছে না। আবার এদিকে যেহেতু আমার হাজব্যান্ড প্রতিনিয়ত আমার প্রয়োজনীয় জিনিস যেমন ইনভার্টার, গরমে কষ্ট হওয়ার কারণে এসি, এবং শীতকালে ঠান্ডা জলে স্নান করার কষ্ট দূর করার জন্য গিজার, এমন ধরনের বিভিন্ন জিনিস কিনে দেয়। সেগুলো দেখেও সে আমাকে বলতে থাকে যে তারা চাইলেই এসি, গিজার, এবং ফ্রিজ কিনতে পারে কিন্তু তারা ইচ্ছা করেই কিনছে না কারণ এইসব জিনিস নাকি ব্যবহার করা শরীরের জন্য ক্ষতিকর। এছাড়াও প্রতিনিয়ত কথায় কথায় সে তার বাপের বাড়ির এবং শশুর বাড়ি অনেক টাকা আছে এবং অনেক শিক্ষিত পরিবার এমন গল্প শোনাতেই থাকে। আসলে কোন পরিবার যদি সত্যিকারের শিক্ষিত হয় এবং সত্যি কারের অর্থ সম্পদের মালিক হয়ে থাকে তাহলে কখনোই একটি শিক্ষিত ব্যক্তি এইভাবে মূর্খের মতো অর্থ সম্পদের বড়াই বা গল্প করতে মোটেও পছন্দ করেনা।
আর সব থেকে বড় যে কথা সেটি হল একটি শিক্ষিত মানুষের আচরণ এবং ব্যবহার সম্পূর্ণ আলাদা ধরনের হয়। শিক্ষিত মানুষের কথাবার্তা আলাপ আলোচনা শুনলেই বোঝা যায় যে ব্যক্তিটি অনেক বেশি শিক্ষিত কিন্তু তাদের মোটেও শিক্ষিত বলে ধরা যায় না। তার মনে যে হিংসার আগুন জ্বলছে সেটা পূর্ণরূপে প্রকাশ পায় তার কথাবার্তায়। এইসব মানুষ প্রতিনিয়ত অন্যদের সাফল্যে কষ্ট পেতে থাকে কিন্তু নিজে সাফল্যের চেষ্টা কখনোই করেনা। প্রতিনিয়ত যতটুকু অর্থ উপার্জন করে সবটাই বাজে কাজে নষ্ট করে ফেলে। এইসব অপচয়ের ফলে এরা কখনোই উন্নতি করতে পারে না। তাই আমার মনে হয় এইসব ব্যক্তি থেকে সর্বদাই দূরে থাকা উচিত। কারণ এইসব ব্যক্তি থেকে আমাদের জীবনে সর্বদাই নেগেটিভ এবং খারাপ প্রভাব পড়তে থাকে। কারণ এই সব মানুষ নিজেরা উন্নতি করার চেষ্টা করে না অথচ অন্যের উন্নতি দেখলে অনেক কষ্ট পায় এবং হিংসাও করে থাকে। তাই এদের এই খারাপ নজর আমাদের জীবনে অবনতির কারণ হতে পারে। সেই জন্য আমাদের চারপাশের এইসব হিংসা করা মানুষদের থেকে দূরে থাকার চেষ্টা করব এবং যারা আমাদের উন্নতি পথে বাধা হয়ে দাঁড়ায় তাদের সাথে কখনোই মেলামেশা করবো না।
আশা করি আজকের পোস্টটি আপনার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit