জীবনের একটা পর্যায়ে মনে করতাম হয়তো টাকাই সব সুখের মূল। কিন্তু বর্তমান সময়ে এসে এটা বুঝতে পারছি টাকা দিয়ে মনের সুখ কেনা যায় না। হয়তো দুনিয়ার অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়, দুনিয়াতে অনেক ধরনের বিলাসবহুল জীবনযাপন করা যায় কিন্তু আমরা যে একটি মানুষ আমাদের মনের মধ্যে যে একটি প্রশান্তি কাজ করে। সেই শান্তিটা কোনদিনও অনুভব করা যায় না। সেই বিষয়টা যদি অনুভব করতে হয় তাহলে অবশ্যই সৎ থাকতে হবে এবং আপনার মাথার উপর যদি কোন ঋণ কিংবা বিভিন্ন ধরনের টেনশন না থাকে শুধুমাত্র সেক্ষেত্রেই আপনি মনের শান্তি উপভোগ করতে পারবেন।
মনে শান্তি জিনিসটা কি জানেন? যে সময়টাতে আপনি নিজেকে অনেক বেশি ভাগ্যবান বলে মনে করবেন। নিজেকে পৃথিবীর সবথেকে সুখী মানুষ হিসেবে আপনার মনে হবে। এই বিষয়টাই হচ্ছে মনের শান্তি। যখন আপনার পরিবারের সকল মানুষ সুস্থ থাকবে ভালো থাকবে এবং আপনাদের মধ্যে সামাজিক বন্ধনের বিষয়টা একদম দৃঢ় থাকবে সে ক্ষেত্রেই মনের শান্তি বিরাজ করবে। আপনার মনের মধ্যে এবং এটা আমি ব্যক্তিগতভাবে অনুভব করে দেখেছি সেটা সত্যিই মহান একটি বিষয়।
প্রত্যেকটা মানুষ কোন না কোন সময় এ গিয়ে কিছু ভুল সিদ্ধান্ত গ্রহণ করে, কিছু ভুল মানুষের কারণে, হয়তো নিজেদের জীবনগুলো মাঝেমধ্যে অনেকটা সাফার হয়ে এর মধ্য দিয়ে কাটাতে হয়। কিন্তু তারপরও আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি আমি পৃথিবীর সবথেকে সুখী একজন মানুষ। যে মানুষটার সাথে তার প্রিয় মানুষ বর্তমান রয়েছে যেই মানুষটার সাথে তার পরিবার রয়েছে এবং তাদের সাথে আমার সামাজিক বন্ধন ও একদম পারফেক্ট রয়েছে। সব মিলিয়ে আমার কাছে এই মনের শান্তিটা খুবই ভালোলাগা এবং ভালোবাসার একটি কাজ করছে।
আর যদি একদম প্রকৃত মনের শান্তি আপনারা খুঁজে পেতে চান তাহলে যে যার ধর্মে বিশ্বাসী, সেই ধর্ম অনুসরণ করে প্রতিনিয়ত সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করুন কিংবা প্রার্থনা করুন। দেখবেন মনটা একদম হালকা হয়ে যাবে এবং এমন প্রশান্তি মনের মধ্যে বিরাজ করবে যেটা আপনি আগে কখনোই অনুভব করেননি। এই বিষয়টিও আমি অনেকবার অনুভব করেছি এবং বারবার সেটা করতে চাই। আপনারা কি মনে করেন তা অবশ্যই মন্তব্য জানাতে পারেন। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।