আমি @riyadx2 বাংলাদেশ থেকে
বুধবার, ২৩ ই এপ্রিল ২০২৫ ইং
ছোট বেলা থেকে আমার কবিতা লেখা তেমন একটা অভ্যাস ছিল না। কিন্তু ইদানিং আমার বাংলা ব্লগ কমিউনিটির সাথে যুক্ত হতে পেরে বেশ কয়েকজন অ্যাডমিন - মডারেটর ভাইয়া এবং বেশ কয়েকজন সাধারণ ইউজারদের কবিতা লেখা দেখে আমার ও ইচ্ছা জাগে, আমিও কবিতা লিখবো। বিশেষ করে আমাদের কবিতার প্রিয় প্রতিষ্ঠাতা দাদার লেখা কবিতা এবং আমাদের সকলের প্রিয় হাফিজুল্লাহ ভাইয়ের লেখা কবিতা গুলো প্রতিনিয়ত পড়েছিলাম। তাদের থেকেই মূলত আমার কবিতা লেখার আগ্রহ চলে আসে।
আসলে যখন কোন ভালোবাসা পূর্ণতা পেয়ে যায়, তখন তাদের মতো সুখী এই পৃথিবীতে আর দ্বিতীয় কেউ থাকে না।আর এই পৃথিবীতে সকল ভালোবাসা পূর্ণতা পায় না।আর ভালোবাসা পূর্ণতা পাওয়ার জন্য প্রয়োজন দুজন দুজনের প্রতি দৃঢ় বিশ্বাস। আসলে ভালোবাসার জগৎ এ বিশ্বাস জিনিস টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিশ্বাসের মাধ্যমে ভালোবাসা পূর্ণতা পায় এবং কিছু কিছু ভালোবাসা ভেঙে ও যায়।তাই বিশ্বাস টা যেন দুজনের ভালোবাসার দৃঢ়তা শক্ত করার জন্য, তাহলে ভালোবাসা খুব সহজেই পূর্ণতা পেতে পারে।
পূর্ণতা
চাঁদের আলোয় লেখা ছিল,
তোমার চোখের গল্প।
জোছনার ছায়ায় হারিয়ে যেতাম,
নিরবতা কত স্বল্প।
তুমি ছিলে প্রহরের শেষ আলো,
আমি ছিলাম ভোরের ভালো।
সময়ের পাতায় পাতায় ,
লিখেছি যে কত স্বপ্ন।
যেখানে তুমি, আর আমি,
একাকার কল্পনাপথ।
অধরা ছিল না কিছু,
শুধু ছিল একটুখানি দেরি।
প্রতীক্ষার শেষে এসেছিলে,
নীরব চিত্ত ফেরি।
ভাঙা সুরে গাওয়া গান,
পূর্ণতা পেল তোমার নামে।
হৃদয়জুড়ে তুমি থাকো,
প্রতিটি নিশ্বাসে তুমি।
অপূর্ণতা ছিল তখনই,
যখন তুমি ছিলে না পাশে।
এখন তোমায় পেয়ে,
জীবন জোড়া শান্তির আশ্বাসে।
সব সময় থাকবে তুমি ,
আমার আশেপাশে।
আমার লেখা কবিতা টি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
সবাই কে অনেক অনেক ধন্যবাদ।
Vote@bangla.witness as witness
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Daily task
Link
https://x.com/Riyadx2P/status/1914981164101902630?t=rmpiK-aFFJFypqwjwfDcPA&s=19
https://x.com/Riyadx2P/status/1914981389050802552?t=rmpiK-aFFJFypqwjwfDcPA&s=19
https://x.com/Riyadx2P/status/1914981692605165836?t=rmpiK-aFFJFypqwjwfDcPA&s=19
Screenshot
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনার লেখা কবিতাটি পড়ে খুব ভালো লাগলো। কবিতার প্রতিটি ছন্দ খুব দুর্দান্ত হয়েছে। কবিতার ছন্দে বেশ দারুন অনুভূতি শেয়ার করেছেন। কবিতা এই লাইনগুলো আমার কাছে খুব ভালো লেগেছে।
ধন্যবাদ আপনাকে ভাই।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit