কোন দেশগুলো দুর্নীতিতে বেশি জড়িয়ে এবং কেন? - ব্যক্তিগত মতামত।

in hive-129948 •  last month 

আসসালামুয়ালাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসী, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি পরিসংখ্যান, তথ্য; এসব একটু বেশিই পছন্দ করি। আজ ভাবলাম আপনাদের সাথে এসব বিষয় আছে তেমন কিছুই আপনাদের সাথে শেয়ার করি। এজন্যই দুর্নীতিতে কোন ধরণের দেশ এগিয়ে রয়েছে তা নিয়ে লেখছি।

আমি একটা বিষয় খেয়াল করেছি। পৃথিবীর সবচেয়ে দুর্নীতিকারী দেশের তালিকায় যেসব দেশগুলোর নাম উপরের দিকে রয়েছে, তাদের প্রায় সবগুলো দেশই দারিদ্র জর্জরিত। ট্রান্সফারেন্সি অর্গানাইজেশনের এই Corruption Perceptions Index এর দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখা যায় আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং সৌদি আরব; এই কয়টি দেশে দুর্নীতির মাত্রা সবচেয়ে কম। এই সবগুলো দেশই যথেষ্ট ধনী এবং সমৃদ্ধ দেশ। ইউরোপীয় যে দেশগুলোকে আমরা উন্নত দেশ হিসাবে চিনি, জানি; তাদের অবস্থান ঠিক এর পরই।


Screenshot_31.png

ট্রান্সফারেন্সি অর্গানাইজেশন-এর ওয়েবসাইট থেকে নেয়া স্ক্রিনশট

অপর দিকে, দুর্নীতিতে শীর্ষ দেশগুলোর দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে একটা কমন বিষয় নজরে আসে। তা হচ্ছে, সবগুলো দেশই তথাকতিথ ৩য় বিশ্বের দেশ। খুবই দরিদ্র একসারি দেশ, যারা দুর্নীতিতে সবার চেয়ে উপরে রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে দেশগুলোতে শিক্ষার হার। এসব দেশগুলোতে শিক্ষার হার খুবই কম। তাছাড়া, দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতাও বিদ্যমান রয়েছে। এদের মধ্যে বেশির ভাগই এমন হয়েছে, যারা দেশটি পরিচালনা করছে তারা জোর করেই ক্ষমতায় এসেছে অথবা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এসে স্বৈরশাসক বনে গিয়েছে।

অর্থাৎ, কোন দেশের দরিদ্রতা এবং শিক্ষার হারের দিকে তাকালে চোখ বন্ধ করেই বলে দেয়া যায় দেশটি কতটা দুর্নীতিযুক্ত দেশ। মড়ার উপর খড়ার গা হিসাবে তাদের উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায় হয়েছে এই দুর্নীতি। এ যেন দুর্নীতি এবং দারিদ্রতার এক দুষ্টচক্র। একটিও কখনও শেষ হবেনা। সামাজিক অবক্ষয়, ব্যক্তি চেতনায় উজ্জীবিত হয়ে সেসকল দেশে দুর্নীতির চর্চা হচ্ছে। একক প্রচেষ্টায় কিংবা স্বল্প মেয়াদী উদ্যোগে এই দুর্নীতি কখনই বন্ধ করা যাবেনা। এর জন্য লাগবে যথাযথ পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত সময়।

দুর্ভাগ্যজনক ভাবে আমাদের প্রিয় মাতৃভূমিও ঠিক তেমনই একটি দেশ যেখানে উচ্চমাত্রায় দুর্নীতি বিরাজমান। আমার তো এমন মনেহয়, কোন অবস্থাতেই আমাদের দেশে দুর্নীতি করা ছাড়া কোন কাজ হাসিল করা সম্ভব। ধর্মীয় এবং নৈতিক অবক্ষয় এবং বেশির ভাগ মানুষের দারিদ্র পরিস্থিতি এই অবস্থার সৃষ্টি করেছে। আশাকরি আমরা নিজ নিজ অবস্থান থেকে সচেষ্ট থাকলে এক সময় আমাদের দেশের দুর্নীতি কমিয়ে আনা সম্ভব হবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order: