Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

আপনার চিকিৎসার জন্য মোট প্রয়োজন 210000 টাকা
আপনি জোগাড় করেছেন 155000 টাকা
আর এবিবি চ্যারিটি হতে আপনি সহযোগিতা চাচ্ছেন 55000 টাকা।

জি ভাইয়া আমার আর ৫৫০০০ হাজার টাকা কম রয়েছে। তাও আমি চেষ্টা করেছি আর কোনো ভাবে পারছি না জোগাড় করতে।

  ·  last year (edited)

আপু কোন চিন্তা করবেন না। আমরা তো আপনার ভাই, যতটুকু পারি বোনের পাশে থাকার জন্য চেষ্টা করবো।

ইনশাআল্লাহ ভাইয়া আপনাদের এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না ভাই😥🙏🙏।দুআ করবেন ভাই।আমার এই বিপদে হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞ ভাই আপনাদের প্রতি। 🙏🙏

আপনার সমস্যাটি বিস্তারিত পড়েছি আপু। খুবই খারাপ লাগলো পড়ে। আসলে আপনার চোখের মধ্যে বড় ধরনের সমস্যা হয়ে গেছে। যেহেতু আগে করলে আরো অনেক ভালো হতো। যে কোন সমস্যা যদি সেটা ফেলে রাখা হয় তাহলে দিন দিন আরো সমস্যা বেড়ে যায়। তো আপনি আমাদের সবার সাথে আপনার সমস্যাটি তুলে ধরলেন ভাল লাগলো আপু সেই সাথে আপনার জন্য দুঃখ প্রকাশ করছি। আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটিতে আপনার বিষয়টি দেখবে প্রিয় দাদা ও আমাদের সকল এডমিন মডারেটর ভাই বোনরা। আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল।

আপু ফেলে রেখে এখন আমার সমস্যা টা অনেক বেশি হয়ে গেছে। আর এমনো হতে পারে আমি আরও অবহেলা করলে আমি অন্ধ হয়ে যেতে পারি। জি আপু আপনাদের সবার সহযোগিতা কামণা করছি। দুআ করবেন আপু।

দোয়া সব সময় আপু।

সত্যি বলতে আপনাদের বোনদেরকে কমিউনিটিতে না দেখতে পেয়ে ভীষণ খারাপ লাগে। হয়তো ভেবেছিলাম ব্যক্তিগত কোনো কারনে আপনি কাজ করছেন না। এত বড় একটা সমস্যা নিয়ে আছেন, এটা জেনে সত্যিই ভীষণ খারাপ লাগলো। আসলে চোখ আমাদের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। চোখে সমস্যা হলে সত্যি ভীষণ কষ্ট করতে হয়। তবে এতদিন ধরে এত পাওয়ারের চশমা পড়েছেন এটা জেনেই খারাপ লেগেছে। যাই হোক আপনি কিছু টাকা জোগাড় করতে পেরেছেন, আর কিছু টাকা নিশ্চয়ই আমার বাংলা ব্লগ পরিবার আপনাকে সহযোগিতা করবে। কারণ আমরা সব সময় "মানুষ মানুষের জন্য" এই কথাটা বিশ্বাস করি। আশা করি আপনি দ্রুত হচ্ছে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে উঠবেন, আপনার জন্য প্রার্থনা করি। আর তারপর আমাদের মাঝে আবারো সুন্দরভাবে ফিরে আসবেন। আপনার জন্য শুভকামনা রইল।

আপু আমি আপনাদের কে খুব বেশি মিস করি। কিন্তু চোখের সমস্যার জন্য বেশি সময় ফোনের আলোতে তাকিয়ে থাকতেও পারি না । তার জন্য আপনাদের সাথে আমি থাকতে পারছি না। দুআ করবেন আপু তাড়াতাড়ি যেনও সুস্থ হতে পারি।

আপু আপনার লেখা পড়ে ভীষণ কান্না পাচ্ছিল। চোখের দৃষ্টি হারিয়ে যাওয়া অনেক বেশি কষ্টের। আপনি অনেক কষ্ট করে দিন পার করছেন বুঝতেই পারছি। ICL করাতে অনেক খরচ হয়। দাদা আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জেনে ভালো লাগলো। আপু আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।

জি আপু দুআ করবেন আমার জন্য ।অনেক টাকা তার জন্য আপু দাদার কাছে সহযোগিতা চেয়েছি।
আল্লাহ তায়ালা যেনও তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দেয়।

আপু আপনার পোস্ট পড়ে সত্যি চোখের পানি ধরে রাখতে পারিনি। এই চোখ দিয়ে আমরা কত সুন্দর এই পৃথিবী দেখতে পাই। অথচ আমরা এই চোখেরই যত্ন নেই না। আপনার ছোটবেলায় যখন এই সমস্যা হয়েছিল তখন যদি ঠিকঠাক মতো ভালো চিকিৎসা করাতেন তাহলে হয়তো এত কষ্ট সহ্য করতে হতো না। তবে আপু এখনও অনেক সময় রয়েছে ভালো করে চিকিৎসা করলে ঠিক হয়ে যাবে। আপনার কথা যেহেতু আমার বাংলা জেনেছে তাহলে নিশ্চয়ই তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিবে। আপনার জন্য দোয়া রইল সুস্থ হয়ে যাতে আবারও আগের মতো এক্টিভ হতে পারেন।

আপনার পুরো সমস্যাটি পড়ে সত্যিই অনেক খারাপ লাগলো।
চোখ বন্ধ করে রেখে কিছু সময় নিজের মাঝে কল্পনা করলাম।
যদিও এভাবে বাস্তবতাটা বুঝতে পারেনি তবে কতটা কষ্ট হয় একটু উপলব্ধি করতে পারলাম।
সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তিনি যেন আপনার সমস্যার সঠিক সমাধান দিয়ে দেন।

আপনার কথাগুলো পড়ে সত্যিই খুবই কষ্ট পেলাম। এই কমিউনিটির সাথে শুরু থেকে যুক্ত আছি আপনার সাথে অনেকবার কথা হয়েছে। অনেকদিন যাবত আপনি কাজের সাথে যুক্ত নেই হয়তো নিজের ব্যক্তিগত সমস্যায় ছিলেন কিন্তু এই পোস্ট পড়ার মাধ্যমে বুঝতে পারলাম চোখে সমস্যা নিয়ে ভালই খারাপ মুহূর্তের সম্মুখীন হয়েছেন । চোখের সমস্যা যেটা খুবই মারাত্মক পৃথিবীতে চোখ ভালো না থাকলে সত্যিই নিজেকে নিঃস্ব লাগবে । যেটা কেউ কখনো প্রত্যাশা করে না ভাগ্যে কার কি লেখা আছে সেটা কেউ জানে না। জন্মলগ্ন থেকে একটা অসুখের সাথে এখনো লড়াই করছি প্রতিটা মানুষ অসুস্থ হলেই বুঝতে পারে সুস্থতা কত বড় নেয়ামত। যাইহোক, দাদার সহযোগিতা অনেকটা অনুপ্রেরণা দিবে এবং আমাদের সবারই উচিত এই সহযোগিতার সাথে যুক্ত হওয়া। ভালো লাগলো দাদার প্রশংসা সব সময় করব যিনি আমাদের পরিবারের মত দেখে থাকেন।

প্রথমেই বলি আপনার কথা শুনে বেশ খারাপ লাগলো। সত্যি বলতে এমনি আমরা সুস্থ মানুষেরা মোবাইলের দিকে তাকালে চোখ ঝপসা হয়ে যায় মাঝে মাঝে আর আপনি তো সমস্যা নিয়ে হলেও ছিলেন আমাদের সাথে। আশা করছি বাকি টাকাগুলো সহযোগিতা পেলে আপনি সুস্থ হয়ে উঠবেন। মানুষ মানুষের জন্য।

আপু আপনার লেখা গুলো পড়ে ভীষণ খারাপ লাগলো। চোখের সমস্যা বলে কথা আস্তে আস্তে বড় আকার ধারণ করেছে। কমিউনিটির সবার সাথে বিষয়টি শেয়ার করে খুব ভালো করেছেন। আশাকরি সবাই আপনাকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। দোয়া করি অপারেশন করার পর যেনো আপনার চোখের সমস্যা কেটে যায়।

জি ভাইয়া দুআ করবেন। আমি যেনও আবার আপনাদের মাঝে সুস্থ হয়ে ফিরতে পারি।

আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। দোয়া করি যেন সুস্থ হয়ে আপনি আমার বাংলা ব্লগে ভাল ভাবে কাজ শুরু করতে পারেন।সব যেন ভাল হয় এই দোয়া করি। অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

আপনার ছোটবেলার দূর্ঘটনাটি জেনে শুরুতেই ভীষণ খারাপ লাগলো। পরবর্তী অংশ গুলো তো আরোও সিরিয়াস। আপনার জন্য দোয়া রইলো আপু।সবকিছু যেন ভালোয় ভালোয় সম্পন্ন হয়। আর আমার বাংলা ব্লগ কমিউনিটি ও বিশ্বাস করে মানুষ মানুষের জন্য । আমাদের সকলের প্রিয় দাদা তো রয়েছেই। তার এই মহৎ উদ্যোগকে সম্মান ও শ্রদ্ধা জানাই....

Posted using SteemPro Mobile

আপনি দীর্ঘ বিরতির পর আমাদের কমিউনিটিতে নিয়মিত কাজ করেছিলেন এবং কয়েক মাস আগে রবিবারের আড্ডার অতিথি হয়ে আপনার ব্যাপারে অনেক কিছুই বলেছিলেন। কিন্তু হঠাৎ করে আপনি আবার অনেক দিন ধরে কাজ করছেন না,সেজন্য ভেবেছিলাম হয়তোবা অসুস্থ। যাইহোক আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আশা করি আমাদের কমিউনিটি থেকে আপনাকে অবশ্যই সাহায্য সহযোগিতা করা হবে। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল আপু।

আসলে আপনাকে অনেক ধরেই দেখছিলাম না। আপনার চোখের সমস্যাটা দেখছি জটিল খুব! এটার চিকিৎসা বাবধ ব্যয়টাও অনেক। যেহেতু আপনি কিছু টাকা জোগাড় করতে পেরেছেন। তো আমি আশা করছি আমার বাংলা ব্লগ আপনার বিষয়টা পজিটিভলি নিবে। আমরা বিশ্বাস করি, মানুষ মানুষের জন্য। আপনার সুস্থ্যতা কামনা করছি আপু ☘️🙏

জি ভাইয়া দুআ করবেন আমার জন্য । সুস্থ হয়ে যেনও আবার আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি।অনেক ধন্যবাদ ভাইয়া।

খুব খারাপ লাগছে এই বয়সেই আপনি চোখ নিয়ে এত সমস্যায় পড়েছেন জেনে।আসলে চোখ হলো পুরো শরীরের মধ্যে এমন একটি অঙ্গ যেটা ছাড়া দুনিয়া থেকে শুরু করে কোন কিছুর অনুধাবন করা সম্ভব নয়। আর দশ বছর বয়সেই আপনার সেই দুর্ঘটনার কারণে আজও আপনাকে ভুগতে হচ্ছে। আর এজন্য এত টাকা প্রয়োজন। তার পাশাপাশি আপনার মায়ের অসুস্থতায় অনেক টাকা খরচ হয়েছে। সত্যি এ বিষয়টা খুবই দুঃখজনক। সান্তনা দেয়ার মত ভাষা আমার কাছে নেই। তবে আমাদের সকলের ভালোবাসার থেকে আপনার জন্য কিছু করার চেষ্টা করবে আমার বাংলা ব্লগ।অনেক অনেক দোয়া রইল আপু যেন আপনি সুস্থ হয়ে ওঠেন। আমাদের মাঝে আপনি যেন সুস্থ স্বাভাবিকভাবেই আবারো ফিরে আসতে পারেন সে কামনা করি।

চোখ ছাড়া তো মানুষের কোন বিষয় কল্পনা করা যায় না। আর আপনার এত বড় সমস্যা যেটা অনেক বেশি দুঃখজনক। এত বেশি পাওয়ারের চশমা ব্যবহার করার পরও আপনি এখন চোখে ঝাপসা দেখেন, ভালোভাবে কিছু দেখতে পারেন না। এটা তো সবচেয়ে খারাপ একটা দিক। আর এক্ষেত্রে বেশি দিন ব্যবহার করলে রেটিনা নষ্ট হয়ে যেতে পারে বিষয়টা খুবই সেনসিটিভ। আর এজন্য অবশ্যই খুব তাড়াতাড়ি আইসিএল টা করানো প্রয়োজন। আর আপনি আমার বাংলা ব্লগ থেকে সহায়তা অবশ্যই পাবেন কারণ আমার বাংলা ব্লগ সবার পাশেই থাকে। আমাদের প্রিয় দাদা সবার জন্যই ভালো কিছুর ব্যবস্থা করে রাখেন সব সময়। আশা করি আপনার ৫৫ হাজার টাকার ঘাটতি পূরণ হয়ে যাবে এবং আপনি খুব দ্রুত আমাদের মাঝে সুস্থভাবে ফিরবেন এবং ব্লগিং করবেন। ভালো থাকবেন আপু আপনার জন্য দোয়া রইল অনেক।

আপু আপনার সম্পূর্ণ পোষ্টা পড়েছি। আপনি চিন্তা করবেন না। কার জীবনে কখন কি আসে সেটা কেউ বলতে পারে না। ধৈর্য ধারুন করুন। যেহেতো ১.৫ লাখ সংগ্রহ হয়ে গেছে ৫৫ হাজার সংগ্রহ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বাংলা ব্লগ আপনার সাথে সব সময় আছে। দোয়া করি আপনি খুব তারাতরি সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ।

সমস্যাটা তাহলে অনেক আগে থেকেই ছিল, আপনি এত পাওয়ারের চশমা ব্যবহার করেন এটা খুবই কষ্টকর ম্যানেজ করতে, আপনার এরকম একটা কষ্টের সময় যাচ্ছে এটা শুনে খুবই খারাপ লাগলো। কমিউনিটির অনেকগুলো প্রিয় মানুষের মধ্যে আপনিও একজন ছিলেন আমরা সকলেই চেষ্টা করব আপনার এই খারাপ সময়ে পাশে থাকার জন্য।

আসলে খুবই খারাপ লাগলো আপু আপনার এই সমস্যার কথা জেনে। আপনার হয়তো রেগুলার ডাক্তারের চেকআপে থাকার দরকার ছিল। তাহলে চোখের সমস্যাটা আগে থেকেই ধরতে পারতেন। মাঝে অনেকদিন ডাক্তার না দেখানোর কারণে পাওয়ার এত বেড়ে গিয়েছে হয়তো। এখন অপারেশন করে যদি চোখ ভালো হয় তাহলে কষ্ট করেও টাকা যোগাড় করে অপারেশন করা উচিত বলে মনে করি। তাছাড়া দাদার এই উদ্যোগে আসলেই অনেক সাধুবাদ জানানো উচিত। চাইলেই সবাইকে সাহায্য করার সুযোগ হয় না। এই উদ্যোগের মাধ্যমে আপনার এই যুদ্ধের কিছুটা সঙ্গী হতে পারলে আসলেই ভালো লাগবে। দোয়া রইল আপু আপনার জন্য।

আপু আপনি আজকে আমাদের মাঝে আপনার চোখের সমস্যার কথা উল্লেখ করে একটি পোস্ট শেয়ার করেছেন। আসলে মানুষ চোখে না দেখতে পারাটা সত্যিই অনেক কষ্টের ব্যাপার। আপনার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন দেখলাম আপনি পোষ্টের মধ্যে উল্লেখ করেছেন। আপনি কিছু টাকা জোগাড় করেছেন আশা করি এবিবি চ্যানেলটি হতে আপনার সহযোগিতা করবে। আশা করি আপু আপনি খুব দ্রুত আবারও দৃষ্টিশক্তি ফিরে পেয়ে আমাদের মাঝে ভালোভাবে যুক্ত হতে পারবেন। আপনার আগামী দিনের পথ চলার জন্য শুভকামনা রইলো।

আপু আপনার চোখের সমস্যার বিষয়টা পড়ে সত্যিই খুব খারাপ লাগছে। আসলে চোখে হচ্ছে মানুষের শরীরে একটি প্রধান অঙ্গ চোখ ছাড়া দুনিয়া অন্ধকার আপনি সেই চোখের সমস্যায় ভুগছেন ১০ বছর বয়স থেকে। তারপরও যদি সব সময় চোখটা চেকআপ করতেন আমার মনে হয় না এতটা খারাপ হতো। যাইহোক আপু আপনার জন্য অনেক অনেক দোয়া রইল আপনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আশা করছি আমার বাংলা ব্লগ পরিবারের সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবে আপনার জন্য।

ছোট ছিলাম তেমন একটা বুঝতে পারি নাই। আজকে এই অল্প থেকে আল্লাহ না করুক চোখ টা হারিয়ে ফেলতাম আরও অবহেলা করলে। দুআ করবেন আপনাদের মাঝে যেনও আবার সুস্থ হয়ে ফিরে আসতে পারি।আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আপু।

খুবই কষ্ট পেলাম আপনার কষ্টে৷ প্রার্থনা করি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। আর সবাই মিলে আপনার টাকা টা ম্যানেজ হয়ে যাবেই।অনেক অনেক প্রার্থনা রইল আপনার জন্য।

জি ভাই দুআ করবেন। আপনারা আমার এই বিপদে পাশে আছেন আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ ভাই।

আশা করি দ্রুত আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। যেহেতু দাদা একবার এই ব্যাপারে ইনভল্ভ হয়েছে আপনার আর চিন্তা করার প্রয়োজন নেই। আমরা সকলে মিলে ইনশাআল্লাহ আপনার চিকিৎসার বাকি টাকার ব্যবস্থা করতে পারবো।

জি ভাইয়া দাদা আর আপনাদের এই উপকার আমি জীবনও ভুলতে পারবো না ভাইয়া।দুআ করবেন ভাইয়া সুস্থ হয়ে যেনও আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি।

আপু আপনার সমস্যার কথা শুনে সত্যিই অনেক খারাপ লাগছে।আশা করি দ্রুত আপনি আপনার সমস্যার সমাধান করতে সক্ষম হবেন।চোখ আমাদের শরীরের প্রধান একটি গুরুত্বপূর্ণ অংশ।আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।আমার বাংলা ব্লগের সবাই আপনাকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবে আশা করি।অনেক শুভকামনা রইলো আপনার জন্য আপু।

জি দিদি আমি যেনও সুস্থ হয়ে ফিরে আসতে পারি আপনাদের মাঝে।

আপু আপনার পোস্ট টি পড়ে খুবই খারাপ লাগলো।এত্তো অল্প বয়সে আপনার চোখের এই অবস্থা যা সত্যিই খুবই দুঃখজনক।আমাদের সহৃদয়বান দাদা যখন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তখন অনেকটাই স্বস্তির আশ্বাস পাওয়া গেলো।আপু একদম চিন্তা করবেন না আমার সবাই আপনার পাশে আছি,আর বাকিটা ভগবান ভরসা।আশাকরি খুব শীঘ্রই আপনি আবার স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।অনেক অনেক আশীর্বাদ ও শুভকামনা রইলো আপু।❤️

আপু আপনার চোখের সমস্যার কথা শুনে খুব খারাপ লাগছে।আপনার কতটা সমস্যা তা আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম। সত্যি বিষয় টা অনেক দুঃখজনক।দাদা যেহেতু সহযোগিতার করবেন বলেছেন তাহলে তা করবেন।আপনার জন্য অনেক দোয়া রইল।আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠুন।

বিষয়টি জেনে খুব খারাপ লাগলো আপু।তবে আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।যাতে করে সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসতে পারেন। আর আশা করছি আমাদের কমিউনিটি এবং কমিউনিটি মেম্বাররা সবাই এ বিষয়ে সহযোগিতা করবে।