আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
মাঝেমধ্যে চলতি পথে হঠাৎ অনেক রকমের চিন্তা মাথায় ঘুরপাক খায়। সেই কথাগুলো হয়তোবা কোনো কোনো ভাবে ছন্দে মিশিয়ে লেখা হয় কবিতা। আবার কখনো কখনো মনের মধ্যেই গহীন কোণে লুকিয়ে রাখি আর ধীরে ধীরে বিভিন্ন চিন্তায় বিভিন্ন আলাপ আলোচনায় চাপা পরতে থাকে। সেই চিন্তাগুলো কোনাম এক সময় হুট করে আবার দেখা দেয় ভোরের সূর্যের সেই আবছা কিরণ এর মতোন।
একটা দিন যেমন সামনে যাচ্ছে ঠিক তেমন ভাবেই আমরা সেই দিনটিকে ভাবছি যে, আমরা আমাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা আমাদের ভালো থাকার দিকে এগিয়ে যাচ্ছি কিন্তু বাস্তবতা হয়তো সম্পূর্ণ তার উল্টো। আমরা হয়তো ভালো থাকার দিকে এগিয়ে যাচ্ছি না। আমরা আসলে এগিয়ে যাচ্ছি একটি অবধারিত ব্যাপার এর দিকে এবং সেটার নাম হলো, মৃত্যু।
এই মৃত্যু আমাদের জীবনে আসার পর সাথে সাথেই কিন্তু আমাদের জীবন প্রদীপ নিভে যাবে আজীবনের জন্য। কারণ এই প্রদীপ আসলে জ্বলে উঠেছিলো আমাদের জন্মের দিন। আর নিভে যাবে আমাদের মৃত্যুর সাথে। যে আলো হয়তো পৃথিবীর কোথাও আলোর ছটা ফেলেছে, আবার হয়তো কোথাও অন্ধকারের গহীনে ছিলো। কিন্তু এই আলো আঁধারের জীবনে আমি হয়তো বা কোথাও গুরুত্বপূর্ণ ছিলাম হয়তো বা ছিলাম না। এই ব্যাপারগুলো যখন মাথায় ঘুরে তখন কেমন যেনো জীবনটা এলোমেলো লাগে, অনেকটা যেনো ছন্নছাড়া।
কারণ যখনই মনে হয় আমাদের এতো কিছু একেবারে বৃথা। আমরা একটা সময় সেই গহীনে তলিয়ে যাবো। সকলের চিন্তা ভাবনায় স্মৃতি হয়ে থেকে যাবো। সকলে হয়তো কোনো না কোনো ভাবে খুব মাঝেমধ্যে আমাদের স্মৃতিতে মনে করবে। যেভাবে আমরা আমাদের পরিচিতজনদের স্মৃতিতে মনে করি। কিন্তু এই পৃথিবী থেকে অস্তিত্ব বিলীন করে দিয়ে নিজেকে সরিয়ে ফেলবো আজীবনের জন্য। এই চিন্তা-ভাবনা গুলো কতোটা অদ্ভুত, তাই না?কিন্তু অদ্ভুত হলেও এই চিন্তা-ভাবনা গুলো হলো আমাদের জীবন এর চরম সত্যি।