সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়েছি একটি মেহেদি ডিজাইনের আর্ট নিয়ে।আসলে সময় ম্যানেজ করতে পারছিলাম না, তারপরও সময় নিয়ে এই ডিজাইনটি করেছি। নরমালি যখন আর্ট করতে বসি তখন একসাথে দুই তিনটি আর্ট করার চেষ্টা করি। কিন্তু আজকে সময় খুবই কম ছিল তাই কোন রকম এই আর্টটি করেছি। আজকের আর্টটি কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে।হাতে পড়লে খুবই চমৎকার লাগবে।বোঝার সুবিধার্থে ধাপে ধাপে সম্পন্ন করা হলো আমার এই অংকন প্রক্রিয়াটি।আশা করছি আপনাদের ভালো লাগবে।
চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?
- একটি সাদা পেপার
- দু টি পেন্সিল
- একটি রাবার
- একটি পেন্সিল কাটার
নিম্নে আর্টের কার্য পদ্ধতি গুলো দেখানো হলোঃ
প্রথমেই প্যাঁচিয়ে এভাবে ডিজাইন করে নিয়েছি।
এরপর ডিজাইনের চারপাশে দুই লেয়ারে এভাবে ছোট ছোট পাপড়ি এঁকে নিয়েছি।
এরপর পাপড়ি গুলোর চারিপাশে এভাবে বড় করে আরও কিছু পাপড়ি এঁকে একটি ফুল বানিয়ে নিয়েছি।
এরপর ফুলটির নিচে এভাবে ডিজাইন করে নিয়েছি।
এরপর ডিজাইনের নিচে উপরের মত করে আরও একটি ফুল এঁকে নিয়েছি।
এরপর ফুল দুটির নিচে ও উপরে এভাবে কিছু পাতা এঁকে ডিজাইন করে নিয়েছি।
এরপর উপরের ফুলটির উপরের দিকে নিচের ডিজাইনের মত আবারও ডিজাইন করে নিয়েছি।
এরপর উপরের দিকে কয়েকটি পাতা এঁকে আমার অংকন শেষ করেছি।ব্যাস হয়ে গেল একটি মেহেদি ডিজাইন এর আর্ট।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR

আপু আপনি প্রতিনিয়ত দারুন দারুন মেহেদি ডিজাইন আর্ট আমাদের মাঝে শেয়ার করেন।আর এই আর্ট গুলো ধাপে ধাপে তুলে ধরাতে আমাদের জন্য ও এঁকে নেয়া সহজ হয়।চাইলেই যে কেউ এঁকে নিতে পারে।এটা ভালো ই করেন আর্ট করতে বসলে একসাথে বেশকিছু আর্ট করে রাখেন বলে।তবে আজ আর সময় হয়নি। তাই এই একটি আর্ট করে শেয়ার করে নিলেন খুবই সুন্দর হয়েছে আপনার আজকের ও মেহেদি ডিজাইন আর্টটি।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
একটি মেহেদি ডিজাইনের আর্ট শেয়ার করেছেন।ডিজাইনের জটিলতা এবং সূক্ষ্ম বিবরণ, আপনার হাতের কাজের স্টাইলটা অসাধারণ।মেহেদির রঙটা খুবই গাঢ় এবং স্পষ্ট হয়েছে—এটা দেখে বোঝা যাচ্ছে ভালো কোয়ালিটির পেস্ট ব্যবহার করা হয়েছে। শেডিংয়ের টেকনিকটা দারুণ।এই ডিজাইনে একটু আলাদা টুইস্ট আছে—সাধারণ মেহেদির থেকে একটু ভিন্ন, কিন্তু খুবই সুন্দর হয়েছে।আপনার প্রতিটি ডিজাইন আগেরটার চেয়েও উন্নত হচ্ছে! পরের আর্টের জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ আপু আপনাকে
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এটা অবশ্য ঠিক বলেছেন আপনি যখন আর্ট করতে বসা হয় তখন দুই তিনটা আর্ট করলে পরবর্তীতে সুবিধা হয়। তবে অনেক সময় হাতে সময় থাকে না সেরকম। আপনার আর্ট করা মেহেদির ডিজাইন অনেক সুন্দর হয়েছে আপু।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সত্যি এই মেহেন্দি ডিজাইন টা সিম্পল এর মধ্যে এত সুন্দর দেখতে যে হাতে পড়লে হাতের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি পাবে। আপনি অনেক সুন্দর একটি মেহেন্দি ডিজাইন আমাদের মাঝে শেয়ার করেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এতো ব্যস্ততার মাঝেও আপনি মেহেদি ডিজাইনের আর্ট করেছেন,জেনে খুব ভালো লাগলো আপু। যাইহোক আপনার মেহেদি ডিজাইনের আর্ট গুলো সবসময়ই দারুণ হয়। আজকেও তার ব্যতিক্রম নয়। বরাবরের মতো আজকেও এতো চমৎকার একটি মেহেদি ডিজাইনের আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Manual Curation of "Seven Network Project".
#artonsteemit
ᴀʀᴛ & ᴀʀᴛɪꜱᴛꜱ
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit