বেশ কিছুদিন ধরে খুব একটা বেশি সময় দিতে পারছি না এই সাইডে। যদিও সব সময় আমার মোবাইলের ডাটা অন থাকে এবং সব সময় আপডেট নিয়ে থাকি। তো এই বিষয়গুলো দেখার চেষ্টা করি। কিন্তু তারপরও ঘরে বসে সব কিছু চেক আউট করা এবং বিভিন্ন কাজের মাঝে চেক আউট করার মধ্যেও কিন্তু অনেক ধরনের বড় পার্থক্য রয়েছে। কিন্তু আমি আমার কাজের ক্ষেত্রে কখনোই কোন কৃপণতা কিংবা হ্যালাফেলা করি না। কারণ আমি আমার কাজের ক্ষেত্রে সব সময় অনেক সেনসিটিভ এবং সব সময় আমি চেষ্টা করি, কোন কাজ যেন আগামী দিনের জন্য ফেলে না রাখি।
বর্তমানে আম্মু আমার বাসায় রয়েছে এবং আম্মুর বিভিন্ন অফিসের কাজে প্রতিনিয়তই এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটতে হচ্ছে। যেহেতু আম্মু একা সব জায়গায় যেতে পারে না তাই আমিও আম্মুর সাথে করে যাচ্ছি। এমত অবস্থায় প্রতিনিয়ত বাসায় ফিরতে ফিরতে রাত দশটা বেজে যায়। এর পরবর্তীতে বসে কমিউনিটির সমস্ত কাজগুলো আমাকে দেখতে হয়। সব মিলিয়ে এই সময় গুলো এতটাই ব্যস্ততম কাটছে যে চিন্তা করব কিংবা অন্য কোন বিষয়গুলো যে একটু চিন্তা করব সেসব কিছুর সময় হয়ে উঠছে না।
তবে আর যাই হোক না কেন যত রাত পর্যন্তই আর সময় লাগুক না কেন আমি প্রতিনিয়ত ও প্রতিদিনের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করে তবেই রাতে ঘুমোতে যাই। এইতো গতকাল রাতেই ঘুমাতে ঘুমাতে রাত তিনটা বেজে গিয়েছিল। যদিও গতকাল বাসায় ফিরেও আম্মুর সাথে বেশি কিছুক্ষণ আড্ডা দিয়েছিলাম। পরবর্তীতে কমিউনিটির সমস্ত কাজ করেছি। আসলে আমি আমার কাজগুলোকে অনেকটাই সেনসিটিভলি ভাবে হ্যান্ডেল করার চেষ্টা করি। আমার যেসব ধরনের দায়িত্ব রয়েছে আমি প্রতিনিয়ত সেটা শেষ করে ঘুমানোর চেষ্টা করি। এই ব্যস্ততার মাঝেও আমি আমার কাজের জায়গা গুলোকে ঠিক রাখার চেষ্টা করি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।