জীবনের পথে হাঁটি,
স্বপ্নের প্রাণে চেয়ে,
কখনো হাসি, কখনো কান্না
সবই মিলে জয়ে।
প্রতিটি ক্ষণই নতুন,
প্রতিটি দিনই গল্প,
আশার আলো জ্বলে,
ভেঙে যায় কল্প।
পথে আসে বাধা,
আসে নানা বেদনা,
তবু থামে না চলা,
আঁকড়ে ধরি সাধনা।
আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২০০
জীবনের পথে হাঁটি,
স্বপ্নের প্রাণে চেয়ে,
কখনো হাসি, কখনো কান্না
সবই মিলে জয়ে।
প্রতিটি ক্ষণই নতুন,
প্রতিটি দিনই গল্প,
আশার আলো জ্বলে,
ভেঙে যায় কল্প।
পথে আসে বাধা,
আসে নানা বেদনা,
তবু থামে না চলা,
আঁকড়ে ধরি সাধনা।