আমার ডাইরি গেম// আজকে আমার মহল্লায় একজন লোক মারা গিয়েছে //৮ তারিখ ২০২৫

in hive-136769 •  last month 

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আমার বন্ধুরা আমার নাম রেজাউল আমার দেশ বাংলাদেশ

আমার ডাইরি গেম

বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন আলহামদুলিল্লাহ আল্লার রহমতে ভালো আছি আমি আমার দৈনন্দ কাজের কিছু গল্প আপনাদের মাঝে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে তোমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ইনশাআল্লাহ

IMG_20250408_151710.jpg

আমার বন্ধুরা ওটা আপনাদের মাঝে আজকে শেয়ার করতে চলেছি সেটা হল আজকে একটি মানুষের শেষ বিদায়ের বিষয় নিয়ে আপনাদের মাঝে কিছু কথা তুলে ধরব আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং পড়বেন

আমার বন্ধুরা আমি যখন আমার প্রতিষ্ঠানে ফিরে আসি আপনারা জেনে খুশি হবেন যে আমার একটা ধর্মের প্রতিষ্ঠান আছে এখানকার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করি তো রাত্রে মহল্লায় একজন মারা যায় একদিন যাবত কয়েক মাস ব্যস্ততার কারণে ঠিকমতো নামাজ পড়তে আসতে পারে নাই ফিরা ব্যথা বেদনা অনেক কষ্ট করেছেন

আমিও মাঝে মাঝে উনার সাথে সাক্ষাৎ করি এবং দেখা করি কারণ উনিশ ছাড়তেও পারে না চলতেও পারে না অন্যের সাহায্য নিয়ে উনি চলাফেরা করেন তবে সেভাবেই উনার জীবন চলতে লাগলো তুমি আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন

আমার বন্ধুরা এর মাঝে অনেক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন মৃত্যুবরণ করেছেন মাইকে যখন ঘোষণা দেয়া হয়েছে সিদ্দিকুর রহমান আপনাকে দেখার জন্য অসংখ্য লোকগণিত লোক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্থান শুভাকাঙ্ক্ষী লোক তাকে দেখার জন্য একত্রিত হয়েছে আমিও ভিন্নতার কিছু নয় দেখার জন্য গিয়েছিলাম আপনারা ছবির মাঝে দেখছেন

IMG_20250408_151654.jpg

আমার বন্ধুরা যার কথা আমি আপনাদের মাঝে তুলে ধরিয়েছিলাম হিসাবে আমি অনেক ভালো লোক ছিলেন এবং সবার সাথে ভালো ব্যবহার করতেন আপনার জীবন দশায়নে পাঁচ ওয়াক্ত সালাত নামাজের সাথে জামাতের সাথে আদায় করার মানে লোক ছিলেন খুব ভালো চলেছ অধিকারী লোক ছিলেন আমি যতটুকু জানি

তো ধর্ম হিসাবে বিশ্বাস করি তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি মানুষের ভালো আমল থাকে তাহলে সে ভালো জায়গায় থাকবেন ভালো আমল বলতে মানুষের সাথে ভালো ব্যবহার করা না দেওয়া ভোদায় দেখাশোনা করা এর থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না এবং সৃষ্টিকর্তার মহান আল্লাহতালার বিধানগুলো সে অনুযায়ী জীবন পরিচালিত করা ব্যক্তির সঙ্গে একটা মানুষ আশা করা যায় অনেক ভালো মৃত্যুর পরে ভালো থাকবেন

আমার বন্ধুরা যেমন আমি একটি মারা যাচ্ছে আমরা দল মহান নির্বিশেষে সবাই কিন্তু তাকে দেখতে যায় আমাকেও কিন্তু আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে আমাকেও কিন্তু বিদায় নামক কথাটা অন্যের মুখ থেকে শুনতে হবে এবং আমাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে লোক আসবে যদি আমি মানুষ সাথে ভালো ব্যবহার করি ভালো কিছু করে যেতে পারি তাহলে আমি মরেও শান্তি পাবো আমার জন্য জান্নাত আর যদি আমি ভালো ব্যবহার না করি না করে যাই সমাজে ভালো কিছু করতে না পারি খারাপ ব্যবহার করি শুধু আমাকে বরং নিন্দাও করবে

তাই আমার বন্ধুর আসুন আমরা নিজেকে সংশোধন করে নেই মানুষ হিসেবে গড়ে তোলে দেশের জন্য রাষ্ট্রের জন্য সমাজের জন্য পারিবারিক হল কথা বলতে পারে মরে যাবার পরে এজমা এ লোকটা খুবই ভালো ছিল তাই আমরা নিজেকে সেভাবেই গড়ে তুলতে চাই

আমার বন্ধুরা আজকে যে গল্পটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন আজকে আমার গল্পটা এতটুকুই আবার কোন একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন

আসসালামু আলাইকুম

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!