রসুলপুরের বিরাট মাছ বাজারের ছবিগুলি

in hive-144064 •  3 days ago 

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন, আশা করি সবাই ভালো আছেন, গতকাল আমি গেছিলাম রসুলপুরে আমাদের বাড়ির পুঁই শাক বিক্রি করতে। আমাদের বাড়ি থেকে সাইকেলের দ্বারা পালসিট স্টেশনে পৌঁছেছিলাম। তারপর ট্রেন দ্বারা রসুলপুরে পৌঁছানোর পর ডলির বাজারে গেছিলাম পুঁইশাক নিয়ে। পুঁই শাক বিক্রি করার পর রসুলপুর বাজারে চলে আসলাম। তারপর রসুলপুরের মাছ বাজারে পরিদর্শন করলাম। আশা করি মাছ বাজারের ছবি গুলি সবাই খুবই উপভোগ করবেন।

IMG_20250503_092633.jpg

IMG_20250503_092552.jpg

IMG_20250503_092531.jpg

IMG_20250503_092523.jpg

IMG_20250503_095512.jpg

IMG_20250503_095456.jpg

IMG_20250503_095438.jpg

রসুলপুর মাছ বাজারে বিভিন্ন ধরণের মাছ পাওয়া যায়। বিভিন্ন ধরণের মাছ পাওয়ার জন্যই তো ছুঁটে যায় রসুলপুরে। আমি মাছ প্রিয় বাঙালী এমনিতেই বাঙালি মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া বাঙালি একদিনও চলতে পারে না। তেমনি আমিও মাছ ছাড়াও একটা দিনও চলতে পারি না। বিভিন্ন ধরণের মাছ থেকে ভিন্ন ভিন্ন স্বাদ পাই। আশা করি সবাই আমার আজকের এই মাছ বাজারের ছবি গুলি দেখে অনেক উপভোগ করবেন।এখানে প্রচুর রকমের মাছের সমরোহ রয়েছে এই মাছ বাজারে। আশা করি সবাই এই মাছগুলি চেনেন এবং সবাই উপভোগ করেন।

ফোটোগ্রাফার @simaroy
লেখক : @simaroy
ক্যামেরা : রেডমি নোট ১০ প্রো ম্যাক্স

Regards @simaroy

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার লেখার ভঙ্গি এবং মাছ বাজারের ছবিগুলো দেখে মনে হলো যেন নিজেই রসুলপুরের বাজারে ঘুরে এলাম। গ্রামীণ জীবনের এমন বাস্তব ও প্রাণবন্ত চিত্র খুবই উপভোগ্য। মাছের সমারোহ দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য। আরও এমন সুন্দর কনটেন্টের অপেক্ষায় রইলাম।

অনেক সুন্দর গঠনমূলক মন্তব্যর জন্য ধণ্যবাদ ভাইয়া।

Your photography work has so much imagination and creativity that it is impossible to describe. Appreciate your skills.