আসসালামু আলাইকুম আমি, @abdullah-44
আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভালো আছি।( আলহামদুলিল্লাহ)
গড়াই নদী এবং গড়াই নদীতে কাটানো আমার কিছু সুন্দর মুহূর্ত।
গড়াই নদী আমাদের সবারই সুপরিচিত একটি নদী।এই গড়াই নদী অনেক জেলায় আবার মধুমতি নামেও অপরিচিত । গড়াই নদীর উৎপত্তি হয়েছে পদ্মা নদী থেকে। গড়াই নদীকে পদ্মা নদীর প্রধান শাখা নদী ও বলা হয়। গড়াই নদী পদ্মা নদী থেকে উৎপত্তি হয়ে কুষ্টিয়া জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে , রাজবাড়ী, ফরিদপুর জেলার সীমানা বরাবর প্রবাহিত হয়ে, মধুমতি নামে নড়াইল ও বাগেরহাট জেলা দিয়ে প্রবাহিত হয়।
এরপর মধুমতি পিরোজপুর জেলার মধ্য দিয়ে বলেশ্বর নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগর-এ গিয়ে পড়েছে। একই নদী কিন্তু অনেক জায়গায় যেয়ে এর নামের পরিবর্তন হয়েছে।একই নদী কিন্তু ভিন্ন ভিন্ন স্থানে আলাদা আলাদা নামের পরিচিতির মধ্য দিয়ে বোঝা যায় বাংলাদেশ অঞ্চল ভেদে আঞ্চলিকতার বৈষম্য । কয়েকদিন আগে আমি আর আমার একটা ফ্রেন্ড গড়াই নদীতে গেছিলাম ঘুরতে।
গড়াই নদীর পাড়ে এবং গড়াই নদীর ব্রিজে প্রতিদিন সংখ্যা মানুষের ভির জমে।সবার মত আমরা এখানে ঘুরতে এসেছি তবে নৌকাতে ওঠার কোন প্লান ছিল না, ভেবেছিলাম নদীর পাড় দিয়ে ঘুরবো। আবহাওয়াটা অনেক সুন্দর ছিল পরবর্তীতে নৌকায় ঘোড়ার প্ল্যান করলাম। এখানে যে নৌকাগুলো ছিল সেগুলো ২০ টাকার বিনিময়ে ২০-২৫ মিনিটে ঘুরিয়ে নিয়ে আসে। তবে নৌকাতে ২০-২৫ জন না হলে নৌকার মাঝি নৌকা ছাড়ে না।
এতে করে নৌকা মাঝিদের ২০-২৫ মিনিটে ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম হয়। সারাদিন এই নদীর পাড়ে তেমন একটা মানুষ দেখা যায় না, তবে বিকালে এখানে অনেক মানুষের সমাগম হয়, তখন নৌকা মাঝিদের ভালই ইনকাম হয়। এরপর আমি ও আমার এক ফ্রেন্ড নৌকাতে উঠে পড়লাম ৪০ টাকার বিনিময়।নৌকায় উঠে আমার খুব ভালো লাগছিল, আবহাওয়াটা অনেক সুন্দর ছিল এবং খুব সুন্দর বাতাস হচ্ছিল।
নৌকায় উঠার পর নৌকার মাঝি নৌকা ছেড়ে দিল। নৌকা ছেড়ে দেওয়ার পর আমি কিছু ফটোগ্রাফি করা শুরু করলাম যা আপনারা আমার শেয়ার করা ছবিতে দেখতে পাচ্ছেন।
নৌকায় করে কিছুদূর যাওয়ার পরেই দেখতে পেলাম বালি তোলা বড় ড্রেজার। পানি যখন কম থাকে তখন এই ড্রেজার দিয়ে বালি তোলা হয়। নদীতে পানি বেশি থাকলে বা নদী ভরা থাকলে অতিরিক্ত স্রোতের কারণে ড্রেজারের মাধ্যমে বালি তোলা সম্ভব হয়ে ওঠে না।তাই নদী যখন পানিতে পরিপূর্ণ থাকে তখন বালি তোলার কাজ সম্পন্নভাবে অফ থাকে।
কিছু সময় নৌকায় আমাদেরকে ঘোরানোর পর নৌকা মাঝি আবার নৌকা নিয়ে, আমরা যেখান থেকে উঠেছিলাম অর্থাৎ ব্রিজের পাশে চলে গেল। যখন আমরা নৌকা নিয়ে ফিরছিলাম তখন প্রায় অন্ধকার হয়ে এসেছিল। একটু অন্ধকার,পশ্চিম আকাশে লাল আভা এবং ব্রিজ একসাথে দেখতে খুব সুন্দর লাগছিল।
আমার পোস্টটি পড়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ
আমার নাম,মোঃ আব্দুল্লাহ। আমার বাসা কুষ্টিয়া জেলা, খোকসা থানায়,আমবাড়িয়া ইউনিয়নে,গোসাইডাঙ্গী গ্রামে। কিন্তু ,আমি লেখাপড়ার জন্য কুষ্টিয়া সদরে থাকি। আমি কুষ্টিয়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে, কম্পিউটার ডিপার্টমেন্টে লেখাপড়া করছি। আমার ফটোগ্রাফি এবং ভ্রমন করতে খুব ভালো লাগে। আমার ফটোগ্রাফি করতে ভালো লাগলেও, খুব একটা ভালো ছবি আমি তুলতে পারিনা। আশা করি খুব তাড়াতাড়িই আমার ফটোগ্রাফি গুলো আরো ইমপ্রুভমেন্ট করতে পারব। (ধন্যবাদ সবাইকে )
https://twitter.com/abdullah_steem/status/1704864830820401644?t=2dyAHXeL0xuS742LZUY9aA&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
এখন বর্ষাকাল। চারদিকে শুধু পানি আর পানি। আর এই বর্ষার এই পানির সাথে সাথে মানুষের মনের মধ্যেও রংয়ের উদ্ভব হয়। মানুষ জন নদীর এই বাড়ন্ত পানি নৌকায় ঘুরে বেড়াতে বেশ পছন্দ করে। যদিও এসময় নৌকার মাঝিদের বেশ দারুন সময় কাছে। আর কাটবে নাই বা কেন তারা তো মাত্র আধা ঘন্টা নদীতে ঘুরিয়ে ৪০০-৫০০ টাকা ভাড়া হাতিয়ে নেয়। গড়াই নদীর নাম অনেক শুনেছি। কিন্তু আজ আপনার পোস্টের মাধ্যমে গড়াই নদীর সৌন্দর্যও উপভোগ করালাম। দারুন লাগলো আপনার আজকের পোস্ট।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আমি গড়াই নদীর নাম শুনেছিলাম, তবে আপনার এই পোস্ট এর মাধ্যমে আমি আজকে গড়াই নদী দেখতে পেলাম। আপনি এই নদীতে বেশ ভালো সময় কাটিয়েছেন। নদীতে নৌকায় চড়ে বেড়ানো বেশ আনন্দদায়ক একটি কাজ। এই নদীতে অনেক মাঝি নৌকা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। আপনি ছবিগুলো চমৎকার তুলেছেন। ধন্যবাদ আপনাকে এত চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
We expected you to be friendly and active in the Steem For Tradition Community. We appreciate your effort. Thank you for sharing your beautiful content with us ❤️.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অসাধারণ একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করেছেন ভাই। পদ্মা নদীর এই শাখা নদী অর্থাৎ গড়াই নদী নিয়ে চমৎকার একটি বিস্তারিত আলোচনা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। এই নদী সম্পর্কে তেমন কিছু জানা ছিল না ভাই ।তবে ,আপনার পোষ্টের মাধ্যমেই নদীটি সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারলাম। ২০ টাকার বিনিময়ে ২০ থেকে ২৫ মিনিট নদীর ভ্রমণের পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করার অনুভুতিটা হয়তো অন্যরকম। গড়াই নদীতে ভাসমান এসব নৌকাগুলোর মাঝি দিনে বেশ ভালোই ইনকাম করে তার মানে। চমৎকার ফটোগ্রাফি করেছেন ভাই। এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গড়াই নদী নিয়ে দারুণ উপস্থাপন করছেন ভাই, এখন বর্ষার মৌসুম চলছে, নদী ফিরে পেয়েছে তার যৌবন। নদীতে নৌকা চলছে, নৌকা ভ্রমন অনেক আনন্দদায়ক। অনেক জায়গায় এখন নৌকা বাইচ হচ্ছে, যে নৌকা বাইচ দেখতপ ভিড় জমাচ্ছে হাজারো দর্শণার্থী। আপনি নৌকাতে অনেক সুন্দর সময় পার করেছেন, বালুর ড্রেজার গুলো অনেক বিপজ্জনক, এতে নদী তার গতিশীলতা হারিয়ে ফেলে। আপনার ফটোগ্রাফি দারুন হয়েছে, অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে প্রথম জানতে পারলাম গড়াই নদী পদ্মা নদীর প্রধান শাখা। বড় নদীতে নৌকায় করে ঘুরতে বেশ ভালই লাগে। আমি এর আগে রাজশাহীতে পদ্মা নদীতে ঘুরেছি। ড্রেমার দিয়ে বালু তোলার কারনের পদ্মা নদীর গভীরতা বেশি বেড়ে যায়। ছবি গুলো সুন্দর হয়েছে খোকা। গড়াই নদীতে ইলিশ মাছ পাওয়া যায় না?
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
অনেক সুন্দর লিখেছেন ভাইয়া এই নদী সম্পর্কে আসলে বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং এ দেশের নানান ধরনের নদীর রয়েছে এবং এই নদীটি পদ্মা নদীর শাখা তাই এর সৌন্দর্য অনেক অফুরন্ত এবং অতুলনীয়। আসলে নদীগুলো দেখতে অনেক সুন্দর হয় এবং এর চরগুলো সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে এখানে পর্যটকদের প্রধান উদ্দেশ্য হলো নদীর চর এবং অনেক সুন্দর জায়গা ভ্রমণ করা। আসলে এই নদী সম্পর্কে কোন ধারণা ছিল না ভাইয়া আপনার পোস্টটি পড়ে অনেক কিছুই জানতে পারলাম অজানা বিষয়। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সকলের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
গড়াই নদী নিয়ে চমৎকার একটি পোস্ট উপস্থাপন করেছেন ভাই। প্রথঅমেই আপনার ফটোগ্রাফির প্রশংসা করতেই হবে। কেননা চমৎকার সব ফটোগ্রাফি করেছেন আপনি। নৌকায় উঠে বেশ ভালোই মজা করেছেন মনে হয়। মাত্র ৪০ টাকা দিয়ে আধা ঘন্টা নৌকায় ঘুরাটা বেশ ভালোই মনে হয়েছে আমার কাছে। ধন্যবাদ এরকম একটি পোস্ট শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বাহ চমৎকারতো,গড়াই নদী নিয়ে আপনার পোস্টটি।অনেক সুন্দর করে লিখেছেন গড়াই নদী নিয়ে আপনি।গড়াই নদী কোন জায়গা দিয়ে অতিক্রম করেছে তাও সুন্দর করে উল্লেখ করেছেন।আপনি আপনার নৌকাতে ঘুরার কথাও উল্লেখ করেছেন কত সময় ছিলেন ঘুরেছেন এবং মাঝি ২০-২৫ জন না হলে নৌকা ছাড়েনা তা একটি তথ্য দিয়েছেন।নৌকার মাঝির কত টাকা ইনকাম হয় তা উল্লেখ করেছেন।জায়গায়টি অনেক সুন্দর।নদী সব সময় সুন্দর।আমিও এমন অনেক নদীতে ঘুরেছি নৌকার মাধ্যমে।অনেক সুন্দর একটি পোস্ট উপস্থাপন করেছেন আমাদের সাথে।আপনার ফটোগ্রাফি গুলো সুন্দর হয়েছে।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit