আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আজকে আমি আপনাদের কে ঘরের সৌন্দর্য ফুলদানি নিয়ে বলতে যাচ্ছি এবং ফুলদানির ফটোগ্রাফি করেছি। ফুলদানি প্রায় প্রতিটি মানুষের বাড়িতে রয়েছে। আমি আমার বাসার গোলাপ ফুলের ফুলদানি এর সৌন্দর্য নিয়ে। গ্রাম কিংবা শহরে প্রত্যেকটি ঘরে ফুলদানি রয়েছে, বাজারে অনেক ফুলদানি দোকান রয়েছে, সে সব দোকান থেকে এসব ফুলদানি কিনে নিয়ে এসে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করা হয়। ফুলদানি হলো আমাদের সৌখিনতার প্রতীক। মাঝেমধ্যে বাজারে গেলে ফুলদানি দেখতে পাই। এসব ফুলদানির কাগজের তৈরি এবং কাপড়ের তৈরি হয়ে থাকে। দেশে হুবহু জীবন্ত ফুলের মতো দেখতে। যে কেউ প্রথমে দেখে মনে করবে এটি জীবন্ত ফুল। আমি একদিন বাজারে গিয়ে এই লাল টুকটুকে গোলাপের ফুলদানি দেখে কিনে নিয়ে এসেছিলাম। আমার কাছ থেকেই ফুলদানিটির দাম নিয়েছিলো ৩০০ টাকা। গ্রামের মানুষের তুলনায় শহরের মানুষের বাসা বাড়িতে বেশি থাকে এই ফুলদানি। আমার ফুলদানির ফটোগ্রাফি টা কেমন হলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
সবাই কে অসংখ্য ধন্যবাদ