গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হল হাড়ি ভাঙ্গা খেলা। হাড়ি ভাঙ্গা খেলা ছেলেমেয়ে সকলেই অংশগ্রহণ করতে পারে। এতে বাঁধাধরা কোনো নিয়ম নেই। যে ছেলে বা মেয়ে হাঁড়িটি ভাঙবে প্রথমে তাকে চোখ বেঁধে দেওয়া হয়. এরপর এর হাতে একটি লাঠি দিয়ে সামনের দিকে দেয়া হয় যেন সে তার আইডিয়া মত হারিভাঙতে পারে। চোখ বেঁধে দেয়া হয় বলে অনেকেই ভাঙতে পারে না অর্থাৎ বেশিভাগ লোকই ভাঙতে পারে না কারণ চোখ বেঁধে দিলে কোন কিছু আইডিয়া এত সহজে পাওয়া যায় না। আর যারা ভাঙতে পারে তারা হলো নাকি।তারা অবশ্যই কোন না কোন পুরস্কার পেয়ে থাকে।কিন্তু এখন এরকম খেলাগুলি খুঁজেই পাওয়া যায় না প্রযুক্তির সাথে সাথে সবকিছু যেন বিলীন হয়ে যাচ্ছে। তাই আমাদের সকলের উচিত পুরনো জিনিস ঐতিহ্যবাহী খেলা গুলোকে জানি আমরা সকলেই টিকিয়ে রাখতে পারি সেদিকে নজর দিতে হবে. তাহলে সম্ভব পুরনো ঐতিহ্য ধরে রাখা। এই খেলাগুলো এই খেলাঘরে গ্রাম বাংলা স্কুলের মাঠ প্রাঙ্গনে হয়ে থাকে। এতে অনেক ছেলে মেয়েরা আনন্দ পায় মন ভালো থাকে।
এই খেলার জন্য প্রয়োজন হয় মাটির পাতিল, লাঠি ও কিছু লোকজন এগুলি ছাড়া এ খেলাগুলি অসম্ভব। আর চোখে বেঁধে দেয়ার জন্য একটি কাপড়ের প্রয়োজন হয়। এ খেলাটিকে গ্রামবাংলার সকালে প্রায় পছন্দ করে
খেলাহিসেবে:★★★★(৪/৫)
বিনোদনহিসেবে:★★★★★(৫/৫)
▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃▃
সর্বোপরিআমারমতামত:
★ ★ ★ ★ (৪/৫)
একটা হ্যসট্যাগ দিয়ে পোষ্ট হয় না, মিনিমাম ৫ টি দিতে হবে, লাইন এডজাস্টমেন্ট করতে হবে, পোষ্ট আরো সুন্দর করে লিখতে হবে। ইমেজ সোর্স দিতে হবে অবশ্যই, অন্যের পোস্টে কমেন্টস করতে হবে।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit