নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে সুস্থ আছেন সত্যি বলতে বর্তমানে অর্থাৎ এই মুহূর্তে আমি একদমই সুস্থ নেই। যেমন শরীরের দিক দিয়ে অসুস্থ হয়ে আছি। ঠিক সেরকমই অসুস্থ হয়ে আছি মনের দিক থেকে। আগামীকাল অর্থাৎ ৫ ই মে আমার থার্ড সেমিস্টারের পরীক্ষা। কালকে ভাইভা পরীক্ষা। কালকে আমাদের সমস্ত অ্যাক্টিভিটি জমা নেবে ,প্লাস এক্সটার্নাল এসে বিভিন্ন ধরনের কোশ্চেন করবেন।
বেশ কিছুদিন আগে আমি আপনাদের জানিয়েছিলাম এই থার্ড সেমিস্টারে আমাদের কতটা চাপ থাকে। কালকে সবকটা খাতা জমা নেবে। 60 টা Ld এর খাতা জমা নেবে। জমা নেবে স্কুল বেসড আর কমিউনিটি বেসড এক্টিভিটির খাতা। এর সাথেই আরও একটা প্রাক্টিকাম। তার সাথে জমা নেবে এলডি র সাথে পড়ানোর জন্য যে চার্টগুলি তৈরি করেছি সেগুলি।
তাহলে আপনারা ভাবুন আমি কিভাবে সুস্থ থাকতে পারি। আমার হাতের পরিস্থিতি এতটাই বাজে হয়ে আছে এখন যে আমি হাত দিয়ে লিখতে পারছি না।। বিগত কিছুদিন ধরে হাতের সমস্যাটা বেড়ে যাওয়ার কারণে লেখালেখি করতে পারিনি। তাই এই মুহূর্তে রাত পৌনে বারোটা বাজে। আমার এখনো তিনটে এলডি অর্থাৎ মোটামুটি ছটা পৃষ্ঠা, একটি প্রাক্টিকাম অর্থাৎ 15 টি পৃষ্ঠা। এর সাথে 60 টা
এলডি এর মিনিয়েচার বোর্ড ওয়ার্ক এর কাজ বাকি।
কালকে সাড়ে দশটার মধ্যে কলেজে যেতে হবে। পরীক্ষা শুরু তখন থেকেই। আমি কি করে এত কাজ কমপ্লিট করব আমি নিজেও জানিনা। তবে এই পোস্টটা লিখে, আবার আমাকে কাজে লেগে পড়তে হবে। যখন এই কোর্সে জয়েন করেছি, এসব কাজ করতে হবেই। আজকে সন্ধ্যেবেলা বসে বসে আমি অনেকগুলো কাজ করেছি। আমার এলডির সাথে পড়ানোর জন্য চারটি টি এল এম রেডি করেছি। আজকে সেটা পোস্ট করতেই চলে আসলাম। মাঝে দুদিন গ্যাপ হয়ে যাওয়াতে আমি সত্যিই অনেক দুঃখিত। তাই আজকের হাতের কাজ নিয়েই আমি পোস্ট করছি।
প্রথমেই বলি TLM এর ফুল ফর্ম হলো - teaching learning materials. অর্থাৎ ক্লাসে পড়ানোর সময় আমি যে মেটিরিয়ালসগুলো ইউজ করে শিক্ষার্থীদের টেক্সট সম্পর্কে বোঝাচ্ছি।
1
প্রথম চার্টে দেখতে পাচ্ছেন, আমি একটি কাল্পনিক চিত্র এঁকেছি। এটা পুরোপুরি জলরঙ দিয়ে করা। খুব তাড়াহুড়ো করে সন্ধ্যাবেলায় করেছি। তাই যতটা ভালো হবার কথা, ততটা হতে পারেনি।
এমনকি করার সময় যে আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ ছবি তুলে রাখবো অথবা আমার আরেকটি পোস্টের সংখ্যা বাড়াবো সেটাও সময় ছিল না। যাই হোক চার্ট অনুযায়ী বুঝতেই পারছেন যে টেক্সট ধরে এই ছবিটি আঁকা হয়েছে সেই বাংলার টেক্সট এর নাম হলো -কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি। মুকুন্দরাম চক্রবর্তী - র লেখা। ক্লাস নাইনের বাংলা বই এ এই বিষয়টি রয়েছে। কবিতায় কলিঙ্গদেশে ঝড় বৃষ্টি কিভাবে হচ্ছে সেটারই বর্ণনা রয়েছে, বৃষ্টি শুরু হওয়ার মুহূর্তটাও তুলে ধরা আছে। সেই মতোই নিজের মাথা থেকে থিম বার করে আমি ছবিটি এঁকেছি।
2
দ্বিতীয় চার্টের ছবিতে দেখতে পাচ্ছেন একটি বাঘের মুখ। ষষ্ঠ শ্রেণীর বইয়ের বাংলা পাঠ্য পুস্তক এর এই টেক্সটি রয়েছে। কবিতাটির নাম হল বাঘ। লিখেছেন নবনীতা দেবসেন। সুন্দর মজার একটি কবিতা। তাই আমার বিষয়টি সহজ লেগেছে। এবং বাঘের মুখ খুব সহজেই একে ফেলতে পারব বলে এইটি আমি চুজ করেছি।
3
তৃতীয় ছবিতে দেখতে পাচ্ছেন যে চার্ট আমি বানিয়েছি। সেটা একটি কবি পরিচিতির চার্ট। আমাদের কৃষ্ণনগরের এই কবির জন্ম। যার লেখা গান আমরা ছোটবেলা থেকে গেয়ে এসেছি-ধনধান্য পুষ্প ভরা। তিনি হলেন দ্বিজেন্দ্রলাল রায়। আমরা যাকে ডি এল রায় বলেও সম্মোধন করে থাকি। ওনার লেখা, বঙ্গ আমার জননী আমার-কবিতাটি পাঠ্যপুস্তকে রয়েছে। শিক্ষার্থীদের পড়ানোর জন্য অবশ্যই কবিতার আগে লেখক পরিচিতি অথবা কবি পরিচিতি প্রয়োজনীয়। আর আমাদের শহরের কবি তাই অবশ্যই সকল শিক্ষার্থীর প্রয়োজন কবি দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে জেনে রাখা। এ কারণে আমি এই চার্ট বানিয়েছি।
4
চতুর্থ ছবিতে দেখতে পাচ্ছেন খুবই বিখ্যাত একজন কবির নাম - কবি শক্তি চট্টোপাধ্যায়। আমার পার্সোনালি ওনার লেখা ভীষণ ভীষণ পছন্দের। ওনার লেখা কবিতা " মন ভালো করা " বাংলা পাঠ্য পুস্তকের অন্তর্গত। তাই শিক্ষার্থীদের কবিতাটি পড়ানোর আগে উনার সম্পর্কে ধারণা দেওয়ার জন্যই আমি এই চার্ট বানিয়েছি।
সত্যি বলতে এত রাতে আপনাদের সাথে কি পোস্ট করব আমি বুঝতে পারছিলাম না। পোস্ট করার জন্য সত্যিই অনেক কিছু আছে কিন্তু লেখার সময় পাচ্ছি না। কালকে পরীক্ষাটা মিটে গেলে নতুন নতুন পোস্ট নিয়ে হাজির হব। তবে আজকে আমার হাতের কাজ আমি যেটুকু পরিশ্রম দিয়ে করেছি তা আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগলো। আশা করছি আমার হাতের ছবি আঁকা এবং বানানো চার্ট আপনাদের সকলের ভালো লাগবে।। আপনারা প্রার্থনা করবেন আমি যাতে কালকে ঠিকঠাক ভাবে পরীক্ষা দিতে পারি। আজ এখানেই শেষ করছি ।সকলে ভালো থাকবেন।
@tipu curate
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted 👌 (Mana: 5/9) Get profit votes with @tipU :)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit