গ্রামের দৃশ্য -প্যাস্টেল রং দিয়ে

in hive-120823 •  5 months ago 

আমার বড়দের সকলকে প্রণাম জানাই। তো আপনারা জানেন যে আমার মাঝে পরীক্ষা চলছিল ,তারপর পরীক্ষাটা শেষ হলো কালকে মানে গতকাল ।তারপর ড্রইং পরীক্ষা ,কম্পিউটার পরীক্ষা একসঙ্গে ছিল আজকে।

IMG-20241212-WA0008.jpg

আজকে আমি একটি গ্রামের দৃশ্য এঁকে দেখাচ্ছি।যেটা স্যার বলেছিলেন আঁকতে, আর আমি পরীক্ষার খাতাতেও এইটাই এঁকেছি।আর সব থেকে বড় ব্যাপার যেটা আমি ভেবেছিলাম যে কম্পিউটার প্র্যাকটিকাল করাবে, কিন্তু এদিকে লিখতে দিয়েছিল ।যাই হোক আমি শর্টকাট কি তো জানি। তাই আমি শর্টকাট কিগুলো সব লিখে দিয়েছি।

বাকি কয়েকটা টিক মার্ক ছিল, সেটা লিখেছি। আর যেহেতু আমি জানিনা কিছু উত্তর , তাই আমি প্রথমবার একটি বন্ধু আমার চেনা , তার কাছ থেকে শুনে লিখেছি। যারা শিক্ষক পদে চাকরি করেন, তারা মনে হয় আমার এই কাজটাকে পাপ মানবেন। কিন্তু বলি যে ,আমি বাড়ি থেকে প্রিপারেশন নিয়েছিলাম যে আমি ওখানে গিয়ে কম্পিউটারে বসে যা বলবে আমি তাই করে দেব। কারণ আমি বাড়িতে অনেক প্র্যাকটিস করেছি। আমি জানতাম প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে।

কিন্তু আমি জানি যে Linax সফটওয়্যার আর Windows সফটওয়্যার আলাদা ।কিন্তু তাও শর্টকাট কি কিছুটা মিল আছে ।যেমন linax -এ পেইন্ট মানে কালার আর অফিস ওয়ার্ড মানে আলাদা। একটা লুপ রাইটার না হলে তেমন কিছু হবে , আসলে নামটা ঠিক জানিনা।
সেরকম application আছে, যেখানে লেখা যায়।
তার মানে আপনারা বুঝতেই পারছেন যে কিছুটা মিল আছে।

তাছাড়া এর পরবর্তীতে আমি লিনাক্স এর সম্পর্কে কিছু জানিনা ,শুধু এই দুটোই জানি । আমি উইন্ডোর পাওয়ার পয়েন্ট এক্সেল ইত্যাদি অ্যাপ্লিকেশনগুলিকে ওইখানে দেখতে পাইনি। মনে হয় আরো এপ্লিকেশন আছে ,যেটা উইন্ডোজ ও আছে।

যাই হোক আমার মনে হয় যে আমার কম্পিউটারের লিখিত পরীক্ষায় আমি নম্বর কম পাবো ,কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটা আগে হয়েছিল, আমার ম্যাম তার ব্যাপারে কিছু বলেনি। সেটা অ্যানুয়াল পরীক্ষাতে নাকি এড হয়েছে,সেইটাতে আমি নম্বর পাব ভালই। আমার যা মনে হয় সেই পরীক্ষাটাই এনুয়াল পরীক্ষা ছিল প্রাক্টিকাল।

আসলে স্কুলে কখন কি হয় আমি নিজেই মাঝেমধ্যে বুঝে উঠতে পারি না। আমাদের স্কুলে সিলেবাস গুলো এতটা গোলামালা করে পরীক্ষার আগে স্যারেরা জানাই। আমি এবং আমার সব বন্ধুরাই খুব পাজল হয়ে যাই। যাইহোক আমি এবার ছবি আঁকাটায় ফিরে আসি।

প্রথম ধাপ

প্রথম ধাপে আমি মেইন লাইনটি একে নিচ্ছি ,মানে যেটির ওপর বেশ করে পুরো সিনারি টা দাঁড় করাবো।

IMG-20241207-WA0046.jpg

দ্বিতীয় ধাপ

দ্বিতীয় ধাপে আমি তার পাশে একটি ছোট্ট ঘর এঁকে নিচ্ছি। তারপর একটি গাছ একে নিচ্ছি।

20241212_203022.jpg

তৃতীয় ধাপ

আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুরো ছবিটা আঁকা শেষ হয়ে গেছে।

IMG-20241207-WA0036.jpg

চতুর্থ ধাপ

তৃতীয় ধাপে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমি ইউজ করছি প্যাস্টেল রং ,যেটা আমি একদমই পারি না। বাট আমি চেষ্টা করেছি যতটা ভালো করা যায়। আমি এর থেকেও খারাপ ছবি আঁকি। কিন্তু এইবার আমার ছবিটা আগের থেকে একটু ভালো লাগছে। সেই গাছটা দেখেই।

IMG-20241207-WA0037.jpg

পঞ্চম ধাপ

এবার আমি প্রথমে হালকা আকাশী কালার দিয়ে আকাশটা করে নিলাম।। তারপরে আমি দূরের গাছগুলোর রং করে নিলাম।

20241212_203500.jpg

আমি কি কি রং ব্যবহার করেছি সমস্তটা তো আমি দেখাতে পারলাম না তাও মাঝে মাঝে যে কটা ছবি তুলেছি সেগুলোই দেখাচ্ছি।।

20241212_203637.jpg

ষষ্ঠ ধাপ

আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি বাড়িগুলো রং করেছি। এর সাথে বড় গাছটা রং করে নিয়েছি। বড় গাছটা রং করতে আমার খুব মজা লেগেছে। কারণ বড় গাছটাতে অনেকগুলো রংয়ের শেড ব্যবহার করতে হয়েছে। আর বড় গাছটা করতেও আমার অনেক সময় লেগেছে।

20241212_203608.jpg

ফাইনাল লুক

আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত কাজ হয়ে যাওয়ার পর আমি নদীটা ঠিকঠাক করে রং করে নিয়েছি সাথে নৌকোটাকেও।

IMG-20241212-WA0007.jpg

এভাবেই একটা সুন্দর গ্রামের দৃশ্য আমি প্যাস্টেল রং দিয়ে এঁকে নিয়েছি।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

💯⚜2️⃣0️⃣2️⃣4️⃣ This is a manual curation from the @tipu Curation Project

@tipu curate