Incredible India monthly contest of June#1|Old Vs New!

in hive-120823 •  last month 
pexels-photo-1906606.jpeg

ছবির উৎস

আমাদের জীবনের ক্ষেত্রে সবাই বিশ্বাস করে পুরনো দিনগুলো অনেক বেশি সুন্দর ছিল। বর্তমান সময়ে দাঁড়িয়ে মানুষের মধ্যে অনেক পরিবর্তন আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। তবে আফসোস হচ্ছে সেই দিনগুলোর প্রতি যে দিনগুলি আমরা পার করে ফেলেছি। চাইলেও সে দিনগুলো কখনোই ফিরে পাবো না। পুরোনো দিনের সবকিছুই সুন্দর আর বর্তমান সময়ে দাঁড়িয়ে সব কিছুই ভেজাল। মানুষের প্রতি বিশ্বাস করাটাও আজকাল অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। কারণ বিশ্বাস করলেও ঠকে যেতে হয়, প্রথমেই আমি এডমিন ম্যাম কে ধন্যবাদ জানাতে চাই। এত সুন্দর একটা বিষয় নিয়ে প্রতিযোগিতার আয়োজন করার জন্য। ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়ার জন্য।

@sean2masaaki @jeehun @leemikyung

তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে আমি আমার কিছু বন্ধুকে আমন্ত্রণ জানাতে চাই। আপনারা ওইখানে অংশগ্রহণ করুন তাদের মনের অনুভূতি শেয়ার করুন।

Share the things that you believe were best in past, but now have been changed.

আমি তো এই প্রশ্নের উত্তরে প্রথমেই বলতে চাই অতীতের সব জিনিস ভালো ছিল। প্রথমেই আমি বলব ব্যক্তিগত জীবন এবং সামাজিক বন্ধন।

আগে:-আগেকার সময় মানুষের সাথে সম্পর্ক ছিল অনেক বেশি ভালো। আত্মীয়-স্বজন প্রতিবেশী সবাই সবার খোঁজ খবর রাখত। সবাই সবার ভালো-মন্দে ঝাঁপিয়ে পড়তো, একসঙ্গে পথ চলার অঙ্গীকার গ্রহণ করত।

বর্তমান:- বর্তমান সময় হচ্ছে ডিজিটাল যুগ। এই যুগে এসে মানুষের সাথে সম্পর্ক অনেক বেশি কমে যাচ্ছে। প্রতিবেশীর খোঁজ খবর নেয়া তো দূরের কথা, বর্তমান সময়ে মানুষ নিজের আত্মীয়-স্বজন নিজের আপন মানুষগুলোর খোঁজখবর নেয়ার কথা ভুলে যাচ্ছে। ভার্চুয়াল জগতের সাথে তার সম্পর্ক অনেক বেশি গভীর হচ্ছে, কিন্তু মানবিক সম্পর্ক অনেকটাই কমে যাচ্ছে।

pexels-photo-3199028.jpeg

ছবির উৎস

আগেকার যুগের মানুষ হাতে লেখা চিঠির মাধ্যমে নিজের মনের আবেগ অনুভূতি তুলে ধরার চেষ্টা করত। অনেকদিন পর ওই চিঠি যখন তার প্রিয় মানুষ হাতে পেত। তখন তার প্রিয় মানুষের লেখা চিঠি পড়ার পর তার চোখে পানি চলে আসতো। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে, মেসেজ ইমেইল বিভিন্ন ধরনের অ্যাপস এর মাধ্যমে আমরা আমাদের মনের অনুভূতি প্রকাশ করি। সেটা দ্রুত আমাদের প্রিয় মানুষের কাছে চলে যায়। তবে আমাদের আবেগ অনুভূতি আমরা সঠিকভাবে প্রকাশ করতে পারিনা।

সংগীত চলচ্চিত্রের কথা আর কি আর বলবো, আগেকার চলচ্চিত্র আগেকার গানগুলো ছিল মানুষের মনের আবেগ নিয়ে, আর বর্তমান সময়ে দাঁড়িয়ে চলচ্চিত্র দেখতে গেলে, বাবা-মায়ের সামনে একসাথে বসে চলচ্চিত্র দেখা তো দূরের কথা। তার একটা গান শোনাও সম্ভব হয় না। শিশুদের খেলাধুলার কথা মনে পড়লে নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় আমরা মাঠে-ঘাটে কত ধরনের খেলা খেলতাম। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে ছোট বাচ্চারা শুধুমাত্র মোবাইল গেমিং বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও দেখা ছাড়া, আর কিছুই করতে পারে না।

আগেকার মানুষ ফরমালিন মুক্ত খাবার খেত, তাদের স্বাস্থ্য ভালো থাকতো আর বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রতিটা খাবারের মধ্যে রাসায়নিক প্রসাধনী ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের ফরমালিন ব্যবহার করা হয়ে থাকে। যে খাবার খেয়ে মানুষ খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে, এক্ষেত্রে আমি বলব আগেকার দিনের সব কিছুই ভালো ছিল। বর্তমান সময়ে আমরা যত ডিজিটাল হওয়ার চেষ্টা করছি। তত আমরা নিজেদের ক্ষতি করছি।

How do you define old is gold?

পুরনো জিনিস মানেই খারাপ কিছু নয়। হয়তোবা সময়ের ব্যবধানে তার মান কিছুটা কমে যায়। তবে আমি বলব পুরনো জিনিস অবশ্যই স্বর্ণের চাইতেও অনেক কিছু উত্তম। এক্ষেত্রে আমি বলব পুরনো দিনের চলচ্চিত্র কিংবা গান, এখনো যদি কোন মাইকের মধ্যে বাজানো হয় কিংবা কারো বাড়িতে বক্সের মধ্যে বাজানো হয়। তখন মানুষ যখন ওই গান শুনে এখনো তাদের মনে দাগ কেটে যায়। আরো বলতে চাই পুরনো দিনের বন্ধুত্ব, যেটা হয়তোবা সময়ের ধুলো বালুর কারণে কিছুটা ফ্যাকাশে হয়ে গেছে। কিন্তু এখনো পথের মধ্যে দেখা হলে জড়িয়ে ধরে বলতে হয়, কেমন আছিস সেই উত্তরে একটু হাসি দিয়ে অবশ্যই ভালোবাসার কথা প্রকাশ করা হয়। পুরনো দিনের অভিজ্ঞতা জ্ঞান সবকিছুই কিন্তু অনেক বেশি উত্তম।

Discuss some points why changes are needed for a better future!

free-photo-of-an-artist-s-illustration-of-artificial-intelligence-ai-this-image-depicts-how-ai-could-adapt-to-an-infinite-amount-of-uses-it-was-created-by-nidia-dias-as-part-of-the-visualising-ai-pr.jpeg

ছবির উৎস

বর্তমান বিশ্বে দাঁড়িয়ে প্রযুক্তির দ্রুত উন্নতি হচ্ছে, যেমন বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বুদ্ধিমত্তা অটো মেশিন অনেক ধরনের জিনিস তৈরি হচ্ছে। এইসব জিনিসের সাথে আমরা যদি তাল মিলিয়ে চলতে না পারি। তাহলে আমরা নিজেরাই অনেক বেশি পিছিয়ে পড়বো। এই সকল জিনিস যত বেশি উন্নত হচ্ছে তত বেশি আমাদের জীবন যাত্রার মান যোগাযোগের মাধ্যম সবকিছুই পরিবর্তন হচ্ছে। তাই আমাদের সবার উচিত এই সকল জিনিসের সাথে তাল মিলিয়ে চলা।

আমাদের বিশ্ব আজ একটি গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে। আন্তর্জাতিক বাজারে দিন দিন প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে। উন্নত ভবিষ্যতের জন্য দক্ষ জনশক্তির প্রয়োজন, প্রযুক্তির জ্ঞান প্রয়োজন। তাই আমাদের প্রতিটা মানুষের উচিত অবশ্যই এই জ্ঞান অর্জন করা। আমরা যদি এই জ্ঞান একজন না করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদেরকে অনেক বেশি সমস্যার মধ্যে পড়তে হবে। এক কথায় বলা যায় ভবিষ্যতের জন্য আমাদের এমনভাবে তৈরি হতে হবে। যাতে করে ভবিষ্যতে আমরা কোন ধরনের সমস্যার সম্মুখীন না হই। চেষ্টা করেছি নিজের মতো করে প্রতিযোগিতার প্রতিটা প্রশ্নের উত্তর আপনাদের সাথে শেয়ার করার জন্য। যদি কোন ভুল হয়ে যায় তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...
  ·  last month (edited)

আমি ও আপনার সাথে একমত প্রকাশ করছি। পুরানো দিনের সবকিছু সুন্দর ছিল আর বর্তমান সময়ের সবকিছু ভেজাল। এত ভেজালের মাঝে ভালো মানুষ খুঁজে বের করা বড় কঠিন।

প্রতিটি প্রশ্নের খুব সুন্দর উত্তর দিয়েছেন আপনার জন্য শুভকামনা রইল।

পুরনো দিনের সবকিছুই সুন্দর ছিল তার মধ্যে ছিল না কোন ভেজাল ছিল না কোন সমস্যা কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে যেমন রয়েছে প্রতিটা জিনিসের মধ্যে ভেজাল ঠিক তেমনি মানুষের মধ্যেও ভেজাল রয়েছে মানুষ মুখ দিয়ে কথা বলে মন দিয়ে অন্য কিছু চিন্তা করে এসব বিষয় চিন্তা করলে দেখা যায় পুরনো দিনগুলো অনেক বেশি সুন্দর ছিল আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।