![]() |
---|
জীবনের শেষ মুহূর্তে কেউ ভাবে না কতখানি সম্পদ সে উপার্জন করে রেখে গেলো!
সেই মুহূর্তে যেটা তারমধ্যে কাজ করে বলে আমার মনেহয়,
সেটা হলো, যদি আরেকটু সময় পাওয়া যেতো কাছের মানুষদের সঙ্গে অতিবাহিত করবার জন্য।
আবার, অনেকেই অসম্পূর্ণ স্বপ্নের কথা হয়তো ভাবেন! যদি আরো কিছু সমাজের দুস্থদের জন্য করে রাখা যেতো, জানিনা কোনটা সুস্থ্য ভাবনার আওতাভুক্ত?
প্রতিদিন কিছুনা কিছু শেখার প্রয়াস করি, কারণ আমিও মানুষ, কাজেই ভুল বহির্ভূত আমিও নই।
তবে, আমার কাছে যেটা সবচাইতে বেশি মূল্য রাখে সেটা হলো সময়।
![]() |
---|
প্রতিদিন আমার জীবন থেকে একটা করে দিন কমে যাচ্ছে, আর সকলের মতই।
তাই সেই নির্ধারিত দিনকে কিভাবে, কতটা উন্নয়নমূলক তথা আন্তরিকতার সাথে সেই দিনের প্রতিটি মুহূর্তকে কাজে ব্যবহার করতে পারছি, কেবলমাত্র নিজের নয়, অন্যের উন্নতি সাধনে সেটাই আমার প্রতিদিনের মুল লক্ষ!
কারণ, যদি সম্পর্কের দিক থেকে চিন্তা করি, আমার ঝুলি ফাঁকা।
তবে, এমন কিছু নিজের জীবনের সময় ব্যয় করে করে রেখে যাবার প্রয়াস করবো, যার দ্বারা সময়কে শুধু সম্মান জানানো নয়, পাশাপশি একটা প্রশান্তি কাজ করবে।
এই প্রশান্তি নিজে কতটা পেলাম, তার চাইতেও কার কতখানি প্রয়োজনে আসতে পারলাম।
এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ পরিশ্রম করেন, নিজের পাশাপশি পরিবারের আপনজনদের ভালো রাখার জন্য।
![]() |
---|
আমার ভাবনা ব্যতিক্রমী এটা একেবারেই বলবো না, কারণ এই সমাজের একাংশকে কাজের সুত্রে পরিচিত হবার সুবাদে দেখেছি, বিনাস্বার্থে কিভাবে তারা সমাজের সেই মানুষগুলোর পাশে দাঁড়িয়ে আছেন, যারা আর্থ সামাজিক দিক থেকে পিছিয়ে পড়েছেন।
আর, নিজের মানুষদের জন্য যারা পুঁজি সঞ্চয় করে রেখে যান, তারা সেই ভিড়ে সামিল যারা শেষ সময় আসলে প্রশান্তির অভাবে ভোগেন।

কারণ, এরা পৃথিবী ত্যাগ করলে বেশিদিন কাছের মানুষ এদের মনে রাখেন না!
অপ্রিয় সত্য!
কারণ সেই সময় তারা ব্যস্ত থাকেন সম্পত্তি বিভাজন করতে, কে কতখানি বেশি পাচ্ছে, আর করে ভাগে কতখানি কম পড়ে যাচ্ছে ইত্যাদি এরমধ্যে সামিল।
সমাজের সভ্য মানুষের অংশ হিসেবে এরা চোখের জলের সাথে কিছু রীতি পালন করে থাকে বটে, নইলে সামাজিক নিন্দার সন্মুখীন হতে হবে তাই, নইলে সেই অর্থ বেচে গেলে মনে মনে খুশি হতো হয়তো!
আমার জ্ঞানের পর থেকে এক এক করে প্রায় সব সম্পর্ক হারিয়েছি কিন্তু সেই অর্থে লোক দেখানো রীতি পালন করিনি, কারণ তারা আজও আমার মধ্যেই বিরাজ করে বলে আমি বিশ্বাসী।
আমি ভাবতে নারাজ, তারা আর নেই! ঠিক সেই কারণে হয়তো সৃষ্টিকর্তা আমাকে তাদের জন্য কাজ করবার সুযোগ দিয়েছেন, যাদের জন্য আর্থিক ধনী ব্যক্তিরা ভাবতে চান না, একমাত্র মানসিক দিক থেকে উন্নত মানুষ ছাড়া সামাজিক উন্নয়ন কখনোই সম্ভবপর হতো না!
বছরে একদিন দারিদ্র্যের পাশে দাঁড়িয়ে, কিছু দান করে নিজেকে দানি ভাবার মানসিকতা প্রায়শই নজর কেড়েছে আমার, কারণ তারা নিজেরাই এত ফলাও করে প্রকাশিত করেছেন নিজেদের এই দানের গল্প যে কেবলমাত্র খবরের কাগজে ছাপানো বাকি থাকে!
তাই প্রতিদিনের সময়কে মূল্য দিন, সাথে থাকা সম্পর্ক গুলোকে তরতাজা রাখতে!
প্রতিদিনের সময়কে মূল্য দিন সামাজিক দায়িত্ব পালনে।
প্রতিদিনের সময়কে মূল্য দিন সেই সকলের জন্য যারা কোনো না কোনো কারণে পিছিয়ে পড়েছে।
প্রতিদিনের সময়কে মূল্য দিন, নিজেকে একজন ভালো মানুষ তৈরিতে, যাতে শরীর চলে যাবার পরে ভাগে সামিল না হয়ে আপনার অনুপস্থিতি মূল্যায়িত হয়।


@tipu curate
;) Holisss...
--
This is a manual curation from the @tipU Curation Project.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Congratulations
This post has been curated by
Team #5
@mikitaly
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
@mikitaly appreciated your support 🙏
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit