Hello Everyone,,,
আশা করি, সকলে ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। গরম আবহাওয়াকে কেমন উপভোগ করছেন সবাই। যত দিন যাচ্ছে তাপমাত্রা বেড়েই চলেছে। যাই হোক, প্রতি সপ্তাহের মতো আবারও আপনাদের মাঝে আমার সাপ্তাহিক রিপোর্ট উপস্থাপন করতে এসেছি। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক!-
কমিউনিটিতে চলমান কনটেস্ট |
---|
বর্তমানে কমিউনিটিতে সর্বমোট দুটো কনটেস্ট চলমান রয়েছে। প্রতি সপ্তাহের ন্যায় এডমিন ম্যাম খুব গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয় বিষয়ের উপর কনটেস্টের আয়োজন করেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি, ম্যামের এবারের কনটেস্টের বিষয়বস্তু প্রতিটা প্রাণীকুলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।
আমরা সচারাচর অনেক দ্রব্যের অপচয় করি, যেটা মোটেও উচিত নয়। তাছাড়া আমাদের পরিবেশ দূষিত হওয়া থেকে রোধ করা আমাদের সকলের দায়িত্ব।
অন্যদিকে,
সম্পা দিদির কনটেস্টের বিষয়বস্তু অনেকটা আবেগপ্রবণ। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা প্রাণীদের প্রতি অনেক বেশি দুর্বল।
শখের বশে বিড়াল, কুকুর পালন করা খুব স্বাভাবিক। নিজের মন খারাপের সময়গুলো কাটানোর জন্য এদের মতো নিষ্পাপ চেহারাই যথেষ্ট। আশা করি, উক্ত দুটো বিষয়বস্তুরর উপর আয়োজিত কনটেস্টে আপনারা অংশগ্রহণ করবেন। আপনাদের সুবিধার্থে আমি পোস্টের লিংক শেয়ার করেছি। তবে কনটেস্টে অংশগ্রহণের পূর্বে অবশ্যই সকল নিয়মকানুন ভালো ভাবে পড়ে নিবেন সকলে।
বিগত সপ্তাহে আমার পোস্ট ভেরিফিকেশন |
---|
আপনার হয়ত অবগত রয়েছেন, আমি কয়েকদিন যাবত পূর্বের ন্যায় সক্রিয় থাকতে পারছি না, সেজন্য আমি অনেক দুঃখিত। বিগত সপ্তাহে আমি প্রতিদিন কম বেশি পোস্ট ভেরিফিকেশন করেছি। আমাদের মাঝে বিগত সপ্তাহে নতুন একজন মডারেটর যুক্ত হয়েছেন, সেজন্য পূর্বের ন্যায় ভেরিফিকেশনের চাপ অনেকটা কম। যাই হোক, বিগত সপ্তাহে আমি নিম্নোক্ত সংখ্যক পোস্ট ভেরিফাই করেছি।
Date | Post Count |
---|---|
29-4-2025 | 2 |
30-4-2025 | 6 |
1-5-2025 | 3 |
2-5-2025 | 8 |
3-5-2025 | 4 |
4-5-2025 | 5 |
5-5-2025 | 6 |
কমিউনিটির সদস্য হিসাবে আমার দায়িত্ব |
---|
কমিউনিটির সদস্য হিসাবে সকলের প্রধান দায়িত্ব নিজের এনগেজমেন্ট বৃদ্ধি করা। তবে সকলের মধ্যে এই বিষয় কতটা গুরুত্বহীনতা কাজ করে সেটা সাপ্তাহিক এনগেজমেন্ট রিপোর্ট দেখলে বোঝা যায়। আমি নিজেও বিগত দুসপ্তাহ এনগেজমেন্ট বৃদ্ধিতে অনেকটা পিছিয়ে পড়ে তবে চলতি সপ্তাহ থেকে ব্যস্ততা ও চাপ অনেকটা কমে যাবে, আশা করি, আগের মতো ধারাবাহিকতায় ফিরতে পারবো।
সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাস |
---|
বিগত সপ্তাহে সকলের উদ্দেশ্যে সাপ্তাহিক টিউটোরিয়াল ক্লাসের আয়োজন করা হয়েছিলো। তবে টিউটোরিয়াল ক্লাসে উপস্থিতিছিলো হতাশাজনক। টিউটোরিয়াল ক্লাসের ব্যাপারে অধিকাংশের মাঝেই অনীহা লক্ষ্যনীয়।
যাই হোক, আমি ব্যক্তিগত ভাবে মনে করি, কমিউনিটির যেকোনো উদ্যোগে যুক্ত থাকা আমার কর্তব্যের মধ্যে পড়ে। তাই যথা সময়ে আমি টিউটোরিয়াল ক্লাসে যুক্ত হয়েছিলাম।
উপসংহার :- আশা করি, আপনারা আমার পোস্টটি পড়েছেন। কমিউনিটি হলো আমাদের কাছে একটা পরিবার। তাই সকলের প্রতি সকলের ভালোবাসা ও সহযোগী মনোভাব রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। সকলের জন্য অনেক শুভকামনা রইল।