HELLO▶
Everyone
কেমন আছেন সবাই ? আশাকরি সবাই ভালো আছেন ৷ প্রত্যাশা করি সবসময় যেন ভালো থাকেন ৷ আজ একটি ফটোগ্রাফি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করবো ৷ তাহলে চলো শুরু করা যাক ৷
প্রথম ফটোগ্রাফি তে দুইটি ফুলের ছবি আমার ফোনে ক্যামেরা বন্দি করে নিয়েছি ৷ আজকে ঠিক দুপুর বেলা রাস্তা দিয়ে যাওয়ার সময় আমার এক আন্টির কাছে এই দুইটি গোলাপ ফুলের কলি দেখতে পাই ৷ একটি হলো হলুদ গোলাপ ফুল ও আরেকটি হলো লাল রঙের গোলাপ ফুল ৷
ফুল গুলো আজকে এতই সুন্দর লাগছে যে আমি ফটোগ্রাফি না করে থাকতে পারলাম না , যাই হোক আমি কাছে গিয়ে ফুল গুলো বেশ সুন্দর ভাবে ফটোগ্রাফি করলাম ৷
বর্তমান সময়ে গোলাপ ফুল এতটাই দামী হয়ে গেছে যে অনেকের বাড়িতে গোলাপ ফুল থাকলেও ফুল ছিরতে বা ফুলের কথা তারা গোপনে রাখে ৷ অথচ দেখা যায় সেই গোলাপ ফুল গুলো কদিন বাদে গাছ থেকেই ঝরে পরে যায় ৷
আসলে তারা চায় যে ফুল গুলো যতক্ষণ গাছে থাকে ততক্ষণে ফুলের গাছটি দেখতে খুবই অসাধারণ লাগে যেটা দেখতে প্রত্যেকের বাড়ির মানুষের মন ভরে যায় ৷
দ্বিতীয় ফুলের ফটোগ্রাফি হলো রক্ত জবা ফুলের ফটোগ্রাফি ৷ আর এই রক্ত জবা ফুলটি অন্য প্রজাতির তবে দেখতে হুবুহু জবা ফুলের মতই ৷ কিন্তু ফুলের পাতা গুলো একেবারে আলাদা বা ভিন্ন ৷
যাই হোক এই রক্ত জবা ফুলের গাছটি আমাদের বাড়ির পাশের পুকুরের ধারে রয়েছে ৷ সেখান থেকে আমি ফুল গুলোর ফটোগ্রাফি করেছি ৷ কিন্তু মজার বিষয় হচ্ছে খুব ভোরে বা সকালে যখন দেখতে পাওয়া যায় তখন ফুল গুলো সতেজ এবং অনেক টা তাজা অনুভব হয় ৷
আর যখন রোদ উঠতে শুরু করে তখন ফুল গুলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে পরে যার জন্য তখন গাছে ফুল রয়েছে কিনা বা ফুটেছে কিনা তা বলা মুশকিল হয়ে যায় ৷ তবে এই ফুল গুলো শীতকালীন সময়ে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় ৷
তৃতীয় ফুলের ফটোগ্রাফি হলো একটি ঘাস ফুলের ফটোগ্রাফি ৷ আর এই ফুল গুলো সবসময়ের জন্য ধানের ক্ষেতে জমির আশেপাশে বা জমির আলে দেখতে পাওয়া যায় ৷
তারপর ছোট খাটো খাল বিল এবং নদীর পাশে এই ঘাস ফুল গুলো দেখতে পাওয়া যায় ৷ তবে এই ফুল গুলো সবাই পছন্দ করে না কারণ এই গুলো ঘাস ফুল তেমন কোন কাজে আসে না এবং কি এই ফুল গুলো কোন জায়গায় ব্যবহার করা হয় না ৷
তাই মানুষজন এই সকল ফুল গুলোকে সবসময় অবহেলা করে থাকে ৷ এবং অনেকসময় অনেকে এই ফুল গুলোর সৌন্দর্য গুলোও তুলে ধরার চেষ্টা করে থাকে ৷
চতুর্থতম ফুলের ফটোগ্রাফি হলো একটি শাক জাতীয় উদ্ভিদ আর এই উদ্ভিদ কে আমরা আমাদের গ্রামের ভাষায় ডাং খুরিয়া বলে থাকি ৷
আর এই ডাং খুরিয়া গুলো যখন কচি অবস্থায় থাকে তখন দেখতে হুবুহু লাল শাকের মত দেখতে হয় ৷ আর গ্রামের মানুষেরা এই ডাং খুরিয়া গুলো চাষ করে থাকে নিজে খাওয়ার জন্য এবং বাজারে বিক্রি করার জন্য ৷
গাছটি অনেক বড় হয়েছে কারণ এই গাছ থেকে বীজ সংগ্রহ করা হবে ৷ আর কদিন বাদে গাছটি কে কেটে রোদের মধ্যে শুকিয়ে দিতে হবে তারপর বীজ গুলো সব ঝরে পরে যাবে এরপর বীজ গুলো একটি বৈরামের মধ্যে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় ৷
তো বন্ধুরা আজকে আমার রেনডম ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ৷ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷
শুভ রাত্রি 🤍
বিষয় | ফটোগ্রাফি |
---|---|
ডিভাইস | Redmi note 13 pro + |
লোকেশন | বাংলাদেশ |
W3W | https://w3w.co/slotted.inward.quartered |
আজকে আপনি খুব সুন্দর ফুলে ফটোগ্রাফি শেয়ার করেছেন। ফুল আমার ভীষণ প্রিয়। তবে আজকে সব থেকে প্রিয় ফুল আপনি শেয়ার করেছেন। গোলাপ ফুল যে কোন রঙে ভালো লাগে। বাড়িতে বহুবার গোলাপ গাছ লাগানোর চেষ্টা করেছি কিন্তু এখনো পর্যন্ত সেই গাছে ফুল ফোটেনি কিংবা হয়তো বাঁচাতে পারেনি। আমার সাথে এরকমটাই হয়েছে। তবে ফেব্রুয়ারি মাস অর্থাৎ valentines day আসলে বোঝা যায় গোলাপের দাম কতটা বাড়তে পারে। সেই সময় গোলাপের দাম খুবই বেড়ে যায়। দ্বিতীয় ফুলটি আমার ভীষণ চেনা। আগে আমাদের এখানে অনেকের বাড়িতেই ওই জবা ফুল দেখা যেত কিন্তু এখন আর সেভাবে দেখা যায় না। সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই আমার মন্তব্যে রিপ্লে দেওয়ার জন্য ৷ শুভকামনা রইলো আপনার জন্য ৷ ভালো থাকবেন 🧡 দিনটি আপনার জন্য শুভ হোক এই কামনাই করি সৃষ্টিকর্তার কাছে ৷
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit