বন্ধুদের সাথে লিচু চুরি করার গল্প//পর্ব-১

in hive-129948 •  last month 

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

northern-lights-7677986_1280.jpg

source

ছোটবেলা আমাদের জীবনে অনেক স্মৃতিময় গল্প রয়েছে। বিশেষ করে ছোটবেলা বন্ধুদের সাথে আম লিচু চুরি করার গল্প গুলো অনেক রয়েছে। তাই আজকে আপনাদের মাঝে স্মৃতির পাতায় থেকে লিচু চুরি করার একটি গল্প শেয়ার করতে আসলাম। আসলে এই গল্পটি জীবনের যে অনেক মজার একটি গল্প আর আনন্দময় মুহূর্ত ছিল। আশা করছি গল্পটি ভালো লাগবে।


কলারদীঘি গ্রামের নাম শুনলেই মনে পড়ে একরাশ শান্তি, সবুজ ধানখেত, আর সন্ধ্যাবেলার কাক ডাক। এই গ্রামে একটা জিনিস বিখ্যাত ছিল হাকিম চাচার লিচু গাছ। কী বলব! এমন লিচু গাঁয়ের আর কোথাও জন্মায় না। বড়, টসটসে, আর এমন মিষ্টি যে খেলে মুখে রস গড়িয়ে পড়ে। কিন্তু হায়! হাকিম চাচা ছিলেন একেবারে আঁটসাঁট মানুষ। তিনি নাকি বলেন,এই লিচুগুলা আমি আমার মেয়ের বাড়িকে পাঠাবো কাউকে দিব না।


তবে গ্রামের তিন দুষ্টু রত্ন আলিফ, মামুন আর হিমেল, তাদের চোখে এই লিচু গাছ যেন গুপ্তধনের খনি।ওদের প্ল্যান ছিল পরিষ্কার,এই বছর এক রাতেই গাছ হালকা করে দিবে, দিন ছিল জ্যৈষ্ঠের এক গরম বিকেল। তারা তিনজন বসে পুকুর পাড়ে প্ল্যান করছে,আলিফ বলল, শোন, আজ পূর্ণিমা। চাঁদের আলো থাকবেও, আবার ঘুমও গাঢ় হবে। মামুন বলল, আর আমি বিড়ালের ডাকা অনুশীলন কইরা ফেলছি।হিমেল চুপচাপ, তার দায়িত্ব ছিল গাছে ওঠা কারণ সে ছিল গাঁয়ের সেরা গাছে ওঠা এক্সপার্ট।


রাত ১টা। চাঁদের আলোয় গোটা গ্রাম স্নান করে যেনো সাদা আলোয়। তিনজন কালো জামা পরে, চোরের মত নিঃশব্দে হাঁটছে। আলিফ ঝুড়ি, মামুনের গামছা, আর হিমেলের কোমরে দড়ি বাঁধা।তারা দেয়াল টপকাতে গেলেই বিপত্তি। হিমেল লাফিয়ে উঠতেই তার পায়ে বাড়ির টিনের কৌটা লেগে গেল,টিন বেজে উঠল “টিং টাং টং”।তিনজন মুহূর্তে গা ঠাণ্ডা,মামুন কানে মুখে হাত দিয়ে চুপচাপ বলল,মিউউউউউউ…।


হাকিম চাচা নড়ে উঠলেন, কিন্তু আবার ঘুমিয়ে পড়লেন।
তারা গাছে উঠল, শুরু হলো অপারেশন লিচু। ঝুড়ি ভর্তি হচ্ছে, আর হিমেল হুড়হুড় করে গাছ থেকে লিচু ছিঁড়ে দিচ্ছে।ঠিক সেই সময় হাকিম চাচার কুকুরটা ঘেউ ঘেউ শুরু করল,চাচা এবার উঠে পড়লেন—রে! কারে দেখি!হঠাৎ সার্চলাইটের মতো টর্চ জ্বালিয়ে ধরলেন গাছের দিকে! আলো পড়তেই দেখা গেল, আলিফ গাছের ডালে, হিমেলের পিঠে ঝুলে আছে, আর মামুন নিচে দাঁড়িয়ে “মিউমিউ” করে ডাকছে।


চাচা বললেন,আল্লাহ! বিড়ালরে গাছে উঠাইছে কেডা?
তিনজন আর কিছু ভাবল না,ঝুড়ি ফেলে, গামছা পরে, এক ছুট!কিন্তু হিমেল গাছ থেকে লাফ দিতে গিয়ে জামায় আটকে পড়ে গেল। চাচা দৌড়ে এসে ধরতে গিয়েই পিছলে পড়লেন নিজেরই পেচান পানি ফেলার হাঁড়িতে।এই ফাঁকে তিনজন আবার পালালো,এবার সত্যিকারের চোরের মতো।


পরদিন সকালে কলারদীঘির বাজারে গুঞ্জন—চাচার গাছে ভূত চড়ছিল নাকি?না না, শুনছি নাকি বিড়াল গাছে উঠছে!
চাচা মুখ গোমড়া করে শুধু বললেন,জ্বীন-ভূত না হইলেও, এই লিচু চোরদের আমি একদিন ধরবই!তিনজন বন্ধু পুকুর পাড়ে বসে হাসছে, আর ঝুড়ির ভেতর থেকে শেষ একটা লিচু বের করে আলিফ বলল, এই লিচুটা হাকিম চাচার নামে উৎসর্গ করা যাক!



আসলে চাচা আমাদের চুরি করা দেখেছে কিন্তু আমাদের সেই ভাবে চেনেনি, যার কারণে আমাদের প্রমাণ করতে পারেনি। তাই আমরা যেন আনন্দের সাথে সেই মুহূর্তটা উপভোগ করতে ছিলাম। তো বন্ধুরা পরবর্তীতে কি হয়েছিল সেই সুযোগ আপনাদের সাথে দ্বিতীয় পর্বের মাধ্যমে শেয়ার করবো ইনশাআল্লাহ।🖤✨

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরাইটিং ✨
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

image.png