শীতকালের বাঁধাকপির বড়া রেসিপি

in hive-129948 •  5 months ago 

হ্যালো বন্ধুরা


আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ। ২৯শে ডিসেম্বর রোজ রবিবার। আজ আমি নতুন একটি রেসিপি পোস্ট আপনাদের সামনে শেয়ার করবো ।


IMG_20241228_224005.jpg

প্রতিদিনের মতো আজ ও আপনাদের মাঝে এসে হাজির হলাম নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে অনেক সুস্বাদু ও মজাদার শীতকালীন সবজি বাঁধাকপি বড়ার রেসিপি শেয়ার করবো। সকাল থেকে ভাবছি কি পোস্ট করা যায়। ভাবতে ভাবতে চোখের সামনে দেখলাম বাঁধাকপি বাসায় রয়েছে। তাই আর কিছু না ভেবেই তৈরি করে নিলাম অল্প সময়ের মধ্যে। খুব অল্প উপকরণ দিয়ে মুচমুচে বড়া তৈরি করা যায়। আমার মনে হয় শীতকালে এই সময় বেশিরভাগ বাড়িতে এই বাঁধাকপির বড়া তৈরি করা হয়। চালের গুড়া মিশিয়ে বড়া ভাজলে খেতে অনেক মুচমুচে হয়। এই বড়ার রেসিপি আমি শীতকালে মাঝে মাঝে বাসায় তৈরি করি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক সুস্বাদু ও মজাদার বড়ার রেসিপি।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzaSmm7cB2nkvwjQJzWPxPjwsoL2vR2Wd3K5qGWxx1DUzrc65dmcfCi1Cpncju6EPcwefaC9m1c9iXu8B8.png


১. বাঁধাকপি

২.কাচা মরিচ পরিমাণ মতো

৩. পেঁয়াজ কুচি পরিমাণ মতো

৪. ধনেপাতা কুচি পরিমাণ মতো

৫. লবণ স্বাদমতো

৬. তেল পরিমাণ মতো

৭.হলুদ পরিমাণ মতো

৮. চালের গুঁড়া পরিমাণ মতো

IMG_20241228_215121.jpg

IMG_20241228_213750.jpg

IMG_20241227_164407.jpg

IMG_20241227_164307.jpg


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzrseyF3TMawJWcTb9CBzVFxyvjcdSgKKT2RyFmH8NNy5aga6krBgKjxAn1hEDSH4WSrcj2JJdLV8e8kYE.png

IMG_20241228_215121.jpg

IMG_20241228_213427.jpg

প্রথমে বাঁধাকপি টি আমি ভালো ভাবে কুচি কুচি করে কেটে নেই। এরপর পানি দিয়ে ভালো করে ধুয়ে নেই বড়া তৈরি করার জন্য।

IMG_20241228_214036.jpg

বাঁধাকপি গুলো ধুয়ে নেওয়ার পর পরিষ্কার একটি প্লেটের মধ্যে নিয়ে নেই। এরপর পরিমাণ মতো লবণ হলুদ, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি , ধনেপাতা ও চালের গুঁড়ো দিয়ে নেই।

IMG_20241228_214557.jpg

পরিমাণ মতো সব দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেই বড়া তৈরি করার জন্য।

IMG_20241228_215321.jpg

পরিষ্কার একটি কড়াই চুলার মধ্যে বসিয়ে দেই। এরপর পরিমাণ মতো তেল দিয়ে ভালো ভাবে গরম করে নেই।

IMG_20241228_215551.jpg

তেল ভালো ভাবে গরম করে নেওয়ার পর হাত দিয়ে ছোট করে গোল গোল করে কড়াই এর মধ্যে দিয়ে দেই ভেজে নেওয়ার জন্য।

IMG_20241228_220412.jpg

IMG_20241228_224005.jpg

কিছুক্ষণ ধরে ভালো ভাবে ভেজে নেই। একটু লালচে লালচে কালার এসে গেলে প্লেটের মধ্যে নামিয়ে নেই। ‌


আশা করি আমার আজকের মজাদার বড়ার এই রেসিপি টি আপনাদের কাছে ভালো লাগবে। আমি চেষ্টা করব নতুন কিছু রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসতে। আজ এই পর্যন্তই বন্ধুরা। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।


পোস্ট বিবরণ


শ্রেণীরেসিপি
ক্যামেরাOPPO F11
পোস্ট তৈরি@bobitabobi
লোকেশনবাংলাদেশ


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjnzpgwh8KDDW48x2H4LZTs5vF4vt2XLjyMLFgoZQWPJsprkVSpZ82mNXLPd2Q6mdTcygrJMuEGfyQBycp94.png


আমি মোছাঃ ববিতা আক্তার বিথী। আমার ইউজার নেম @bobitabobi। আমি পেশায় একজন ছাত্রী। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। এই বাংলায় জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমার ভালো লাগে বাংলায় কথা বলতে। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবে। আমি যেন আগামীতে আরো অনেক সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


6VvuHGsoU2QBt9MXeXNdDuyd4Bmd63j7zJymDTWgdcJjo1TtMcsBvavwhhcRnW7cdhpE1J52dMoQFRyvatT1N9KNx79Hc1r5gcMNVoLY2VyZBi1TLm32byqzkMyQJr.png

mCz6aUXpYgcE9hndDxJeFHNCvijWNENnxm5KqcEUM3o1siTRM9RiHCBoSjHNuiJNg7JaN1YHkdVF2iL5yXmTwhgdJbBWGqp5o8DReVS38HUf43NogkJMs1Z1MSpkAfkSy9qNQfGJN4wjEGc5fNrMqc75Tc9USSv4wu1h1gNgs8B1ZxQ71gjBxiqfcH84Q1vPFSBFkMM65HFSSmzsVSgn2g7Gro7uZrMtgv.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPJRMsVsDbTWVzxV7ijLsmLjeiTPi8QEJC86sDVmg22redQ5AebQ9CvCAAJsao2inZMdAenXWBp.png






Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

আপনার আজকের এই রেসিপিটা আমার কাছে যথেষ্ট ইউনিক মনে হয়েছে। আমিও পছন্দ করি বাঁধাকপি দিয়ে বড়া তৈরি করে খেতে। তবে অনেকদিন খাওয়া হয়না। অবশ্য শীতের সময় বাজারে প্রায় মানুষের এভাবে বানিয়ে থাকে। যাইহোক রেসিপি টা আমার কাছে যথেষ্ট লোভনীয় মনে হয়েছে।

ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্য করার জন্য।

বাঁধাকপি দিয়ে বড়া রেসিপি তৈরি করা যায়, তা আসলে আমার জানা ছিল না। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শীতকালের বাঁধাকপির বড়া রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।

ধন্যবাদ আপনাকে ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য

শীতকালে নতুন নতুন সব সবজি হয়ে থাকে আর এই সময় বিকেলের নাস্তা টা একেবারে জমে যাই। বিভিন্ন ধরনের সবজি দিয়ে বিভিন্ন ধরনের ভাজা তৈরি করে বিকেলে চায়ের আড্ডায় জমিয়ে খাওয়া যায়। আপনি বাঁধাকপির বড়া তৈরি করেছেন। খুব সুন্দর একটি রেসিপি যদিও আমি আগে কখনো খাইনি। তবে আপনার রেসিপি দেখে মনে হল খেতে বেশ সুস্বাদু। সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।

একদিন খেয়ে দেখবে না আপু খেতে অনেক মজা লাগে। ধন্যবাদ আপনাকে

বাঁধাকপির বড়া রেসিপি দারুন হয়েছে আপু। শীতকালে এই ধরনের বড়া খেতে অনেক ভালো লাগে। আর আপনি এত সুন্দর করে এই রেসিপি উপস্থাপন করেছেন দেখে খুবই ভালো লাগলো। অনেক লোভনীয় লাগছে দেখতে।

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

শীতকালের বাঁধাকপির বড়া তৈরীর অনেক সুন্দর পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। খুবই ভালো লাগলো আপনার তৈরি করা এই বড়া দেখে। এটা দেখেই যেন খেতে ইচ্ছা করছে।

চলে আসেন ভাইয়া তৈরি করে খাওয়াবো। দাওয়াত রইলো আপনার ধন্যবাদ আপনাকে

বাঁধাকপির বড়া অনেক আগে একবার খাওয়া হয়েছে। তেমন একটা তৈরি করা হয় না আমাদের বাসায়। তবে বিকেল বেলা এই ধরনের নাস্তা গুলো হলে সত্যি দারুন লাগে খেতে। আপনি খুব সুন্দর ভাবে মজার একটা রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খুবই লোভনীয় লাগছে দেখতে।

ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য

এই মজাদার বাঁধাকপির বড়া রেসিপিটা যে দেখবে তারই জিভে জল চলে আসবে। আপনি আজকে যে বাঁধাকপির বড়া রেসিপিটা তৈরি করেছেন এটা আমার অনেক ফেভারিট। কয়েকদিন আগেও এই মজাদার রেসিপিটা আমার খাওয়া হয়েছিল। আর এখন তো আপনার কাছে দেখে আবারো খেতে ইচ্ছে করছে। এই রেসিপিটা যারা তৈরি করতে পারে না, তারা সহজে আপনার উপস্থাপনা দেখে তৈরি করে নিতে পারবে।

আপনি বাঁধাকপি দিয়ে এত মজাদার বড়া তৈরি করলেন দেখে তো খেয়ে নিতে ইচ্ছে করছে। মজার মজার বড়া খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আর যদি পছন্দের সবজির বড়া হয় তাহলে তো কোনো কথাই নেই। কখনোই বাঁধাকপির বড়া তৈরি করা হয়নি। যেহেতু আজকে শিখে নিলাম, তাই ভাবছি একদিন এটা ট্রাই করবো।

বাঁধাকপি সবজিকে আমরা পাতাকপি বলি। তবে বাঁধাকপি দিয়ে পকোড়া বা বড়া বানালে খেতে বেশ মজাই লাগে। আর গরম গরম ভাত এবং ডালের সাথে বড়া খেতে বেশ মজাই লাগে। অনেক সুন্দর করে বড়া রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

বড়া খেতে আমি অনেক পছন্দ করি গরম ভাতের সাথে বড়া হলে আমার আর কিছুই লাগে না। আজকে আপনি অনেক সুন্দর করে বাধাকপি দিয়ে বড়া তৈরি করেছেন। দেখেই মনে হচ্ছে বড়া খেতে বেশ সুস্বাদু হয়েছে। বড়া তৈরি করার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

আপু আপনি হঠাৎ ভাবা থেকে দারুন একটি আইডিয়া নিয়ে শীতকালের সবজি বাঁধাকপি চালের গুড়ার সমন্বয়ে খুবই লোভনীয় একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তবে বিকেলের আড্ডাতে এরকম মুচমুচে বড়া খেতে সবারই ভালো লাগে। যাহোক আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ অত্যন্ত ইউনিক একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।