নতুন কিছু ভাবুন

in hive-129948 •  3 days ago 

আসসালামু আলাইকুম


আশা করি সকলে ভালো আছেন । আল্লাহর রহমতে আমিও ভালো আছি । আমরা জীবনে যখনই বড় কিছু করার কথা ভাবি তখনি আমরা এমন কিছু কাজ খুঁজতে থাকি যা আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছে দেবে আর খুঁজতে খুঁজতে আমরা এমন একটা রাস্তা বেছে নেই যে রাস্তায় সবাই হাঁটছে । আমরা সব সময় এটা দেখি যে আমাদের আশেপাশের লোক কি ভাবছে কি করছে আর আমরাও তাদের দেখে তাদের মত ভাবতে থাকি ও তাদের মতই কাজ করতে থাকি কিন্তু আপনি শুনলে অবাক হবেন পৃথিবীর মাত্র কিছু মানুষ ভিন্ন চিন্তা করে যা তাদেরকে অন্যদের থেকে স্পেশাল বানায় ।


1000090231.png

সোর্স

তাই আপনি যদি স্পেশাল হতে চান তাহলে আপনিও অন্য সবার মত চিন্তা করা বাদ দিন এবং নিজের সৃজনশীল চিন্তা করুন । আর আপনাকে সেটাই ভাবতে হবে যেটা আগে কেউ কখনোই ভাবেনি মনে রাখবেন পৃথিবী তাকেই মনে রাখে যারা অন্যরকম কিছু চিন্তা করেছিল । আপনিও যদি অন্যদের মতো চিন্তা করা শুরু করেন, অন্যদের চলা পথে চলতে শুরু করেন তাহলে হয়তো আপনার কিছুদিনের জন্য ভালো লাগবে কারণ ওই রাস্তায় আপনার বেশি কষ্ট করতে হবে না, কারন ওই রাস্তায় আপনাকে ঝুঁকি নিতে হবে না, ওই রাস্তায় আপনি আপনার সঙ্গে হাজার হাজার লোক পেয়ে যাবেন কিন্তু এটাও সত্যি যদি আপনি অন্যদের সাথে তাল মিলিয়ে চলতে থাকেন তাহলে আপনি সেটাই পাবেন যেটা সকলেই পেয়েছে । আপনি হয়তো জানতে চান আপনার জন্য কোনটা উচিত ? কি করা উচিত ? কিন্তু প্রশ্নটা আপনি নিজেকে না করে অন্যদের করেন, যেখানে সবার কাছে আপনি আলাদা আলাদা উত্তর পাবেন কারণ সবার চিন্তা আলাদা, সবার স্বপ্ন আলাদা, সবার পরিস্থিতি আলাদা । এটা আপনাকে ঠিক করতে হবে আপনি আপনার জীবনে কি করতে চান আপনি কি সেটা করবেন যা সবাই করছেন নাকি সেটা করবেন যা আপনি করতে চান ? আপনি অন্যদের কথা শুনবেন নাকি নিজের কথা শুনবেন ? কারণ দুটো একসাথে হওয়া অসম্ভব, যদি আপনি এমন কিছু চান যার স্বপ্ন আপনি দেখেন তাহলে নতুন কিছু ভাবুন অন্যরা যেটা চিন্তা করছে সেটা চিন্তা করা বন্ধ করুন ।

1000090232.png

সোর্স

প্রতিটা মানুষ তার জীবনে ততটাই পরিবর্তন করতে পারে যতটা সে আশা করে, সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে আপনি কতদূর যেতে চান । তাই আপনাকে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে কারন আপনি যা ভাববেন তার থেকে বেশি কিছু কখনোই পাবেন না, নতুন কিছু করলে বা নতুন কিছু ভাবলে কেউ আপনার সঙ্গে থাকবে না, কারণ আপনার চিন্তা তাদের চিন্তার সাথে মিলবে না । জীবনের উদ্দেশ্য কখনো কারো সাথে মিল খাওয়ার জন্য নয়, নিজের একটা আলাদা পরিচয় তৈরি করার জন্য । যাতে আপনি আপনার ভবিষ্যৎ আপনার স্বপ্নের মত করে তৈরি করতে পারেন, তাই কিছু নতুন ভাবুন, কিছু আলাদা করুন । আপনি নিজের পথে চলুন, হতে পারে আপনাকে অনেকেই ভুল বুঝবে কিন্তু আপনি যেটা চান আপনি সেটাই করুন ।

ধন্যবাদ আপনাদের সবাইকে । আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পোস্টে ।

1000080765.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Quotes :

1000090219.jpg

Retweete & react :

1000090220.jpg

Tweet comment :

1000090221.jpg

Twitter Puss promote : https://x.com/BokhtiarMr90788/status/1918637227925754031?t=SYJj4F36DDvuTDs0C2EuAQ&s=19

1000090222.jpg

Coin market cap Comment : https://coinmarketcap.com/community/post/358055416

1000090223.jpg

Pussfi boost :

1000090224.jpg