আসসালামু আলাইকুম
প্রথমে আমি হাইলাইট নিয়ে কথা বলতে চাই, যখনই কোন কিছু পড়বেন সেই পড়ার মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে একটি অন্য কালার দিয়ে হাইলাইট করবেন । কারন আমাদের ব্রেন রঙিন জিনিসকে বেশিদিন মনে রাখে, মনে করেন একটি ফুলের ছবি আছে সাদাকালো আরেকটি ফুলের ছবি আছে রঙিন তখন কোনটির দিকে আপনার চোখ যাবে ? অবশ্যই রঙিন ফুলটির দিকে আপনার চোখ যাবে, আমাদের ব্রেন সবসময় নতুন নতুন জিনিস চায় যা সবার থেকে আলাদা । তাই যখনই কোন প্যারাগ্রাফকে হাইলাইট করবেন তখন আপনার বেশি সময় ধরে মনে থাকবে । পড়া মুখস্ত রাখার ক্ষেত্রে এরপর যেটি আপনাকে করতে হবে সেটা হলো চ্যালেঞ্জ । যখনই কোন কিছু নিয়ে পড়তে বসবেন সেটিকে চ্যালেঞ্জ হিসেবে নিবেন কারণ চ্যালেঞ্জ আমাদের ব্রেন অনেক পছন্দ করে যার ফলে যে কোন কিছু করার জন্য আমরা অনেক বেশি মোটিভেশন পাই । আপনি চাইলে নিজের বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করতে পারেন যেমন তোর আগে আমি এই অধ্যায় শেষ করে দেখাবো তাহলে দেখবেন আপনার পড়ার প্রতি আগ্রহ বেড়ে যাবে । আর যখন পড়বেন তখন একা পড়ার চেষ্টা করবেন এবং নিজের মোবাইল ফোনটাকে নিজের থেকে অনেকটা দূরে রাখবেন । হয়তো প্রথমের দিকে কিছুটা সমস্যা হবে কিন্তু পরে সবকিছু ঠিক হয়ে যাবে । অনেকে এরকম আছে যারা পড়া মুখস্থ করে নেয় কিন্তু দুই এক দিন পরেই সেটাকে ভুলে যায় কারণে তাদের প্রয়োজন প্র্যাকটিস এর । প্র্যাকটিস এই হল একটা জিনিস যার সাহায্যে আমরা কোন অসম্ভবকে সম্ভব করে ফেলি । আপনি যদি কখনো পানির কুয়োর কাছে যান তাহলে দেখতে পারবেন কুয়োর পাশের পাথরে মাটির কলসি রেখে রেখে পাথরটি ঘষে যায়, লোহার যে কপিকল থাকে তার মাঝে দড়ির ঘর্ষণে লোহা পর্যন্ত ঘষে যায় । তাই আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনিও আপনার সমস্যাগুলোকে সমাধান করতে পারবেন, তাই প্রতিনিয়ত আগের পড়াগুলো প্র্যাকটিস করতে থাকুন । কারণ প্র্যাকটিস আপনাকে প্রতিবার আগের থেকে আরো ভালো তৈরি করে তাই আপনার যদি কোন কিছু মনে রাখতে সমস্যা হয় তাহলে আপনার প্রয়োজন বারবার প্র্যাকটিস করা ।
সবশেষে একটা কথাই বলবো আপনি সবসময় মনে রাখবেন আপনার ব্রেন ভালো শুধুমাত্র আপনাকে পড়ার প্রতি আগ্রহ বাড়াতে হবে এবং প্রত্যেকটি বিষয়কে চ্যালেঞ্জের সঙ্গে নিতে হবে আর আগের পড়াগুলোকে প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে । যদি এই টেকনিক নিয়ে ভালোকরে পড়াশোনা শুরু করেন তাহলে আপনি সহজে মুখস্ত করতে পারবেনা ও সেটিকে দীর্ঘদিন ধরে মনে রাখতে পারবেন ।
ধন্যবাদ আপনাদের সবাইকে । আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পোস্টে ।
Twitter
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Quotes :
Retweete & react :
Tweet comment :
Twitter Puss promote : https://x.com/BokhtiarMr90788/status/1918172586477011270?t=yNh3j0VFQ4Xil5wFr7q7Qw&s=19
Coin market cap Comment : https://coinmarketcap.com/community/post/357986053
Pussfi boost :
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit