♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করে আমার আজকের এই পোস্ট শুরু করলাম।আজকে আমি আপনাদের সাথে একটি কবিতা শেয়ার করার জন্য এলাম।
আমি চেষ্টা করি আপনাদের মাঝে বিভিন্ন রকম কবিতা নিয়ে আসার জন্য। আসলে ভালোবাসা-ভালোলাগা, আবেগ-অনুভূতি, নীরবতা বিভিন্ন বিষয়টি কেন্দ্র করে প্রায় সময় কবিতা লেখা হয়। তবে আজকের কবিতাটি লিখলাম বিশ্বাসকে কেন্দ্র করে। বিশ্বাস থাকলে আমরা আমাদের জীবনের প্রতিটি সময়কে খুব ভালোভাবে উপভোগ করতে পারব। বিশ্বাসেই মিলায় বস্তু, এই কথাটা তারই উদাহরণ।পুরো কবিতা এবং অনুভূতি পড়লে আশা করি বুঝতে পারবেন।
♥️বিশ্বাস♥️
বিশ্বাস মানে চোখে দেখা নয়,
অদৃশ্য এক শক্তির পরিচয়।
অন্ধকারে জ্বলে যে দীপ,
মনের গভীরে রাখে সে প্রদীপ।
ঝড়ে যখন নৌকা টলে,
বিশ্বাস তখন দাঁড়ায় জলে।
ভাঙা ডালে কুঁড়ি যখন,
বিশ্বাস জানে ফুটবে কানন।
পথ না থাকলেও চলে যায়,
বিশ্বাস শুধু দিক দেখায়।
দুঃখে যখন বুকটা ভরে,
সান্ত্বনা দেয় সে অন্ধকারে।
হার মানলেও এগিয়ে চলে
বিশ্বাস থাকে সবসময় মনে।
ভুল করলেও ক্ষমা করে,
আবার টেনে নেয় আপন করে।
সফলতা আসুক ধীরে ধীরে,
বিশ্বাস থাকে নির্ভরতার তীরে।
স্বপ্ন যখন দূরে হারায়,
বিশ্বাস তখন নীড়ে দাড়ায়।
বিশ্বাস মানে নির্ভীক আশা,
ভাঙা মনেও গাঁথে বাসা।
পথ যতই কঠিন হোক,
বিশ্বাস থাকে হৃদয় ভর।
নিঃস্ব হলেও স্বপ্ন দেখে,
বিশ্বাস বলে ভোর হবে নির্বিশেষে।
এই বিশ্বাসেই মানুষ বাঁচে,
আলো খোঁজে আঁধার পাছে।
আমার অনুভূতি |
---|
বিশ্বাস চোখে দেখা যায় না, মনে অনুভব করা যায়।জীবনের উত্থান পতনের সময়টায় বিশ্বাস অনেক জরুরী। বিশ্বাসের বলেই আমরা নিজেরা এগিয়ে যেতে পারব অনেক দূর।বিশ্বাস থাকলে নিজের মনোবলকে দ্বিগুন করে যেকোনো কাজ সম্পন্ন করা যায়।মানুষ বিশ্বাস নিয়েই বাঁচে।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
---|
মোবাইল ও পোস্টের বিবরণ
ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
---|---|
ধরণ | কবিতা |
ক্যামেরা.মডেল | জে৫ প্রাইম |
ফটোগ্রাফার | @bristy1 |
লোকেশন | ফেনী |
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আরে বাহ্ অনেক সুন্দর ছিল তো আপনার আজকের কবিতা লেখার টপিক। আমার কাছে তো এটা দেখে আর পড়ে অনেক ভালো লেগেছে। এরকম টপিক গুলো নিয়ে কবিতা লিখলে খুব ভালো লাগে পড়তে। এই সুন্দর কবিতাটা শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
সুন্দর সুন্দর কবিতা গুলো লিখলে এবং কবিতা গুলো পড়লে আমার মনটা একেবারে ভালো হয়ে যায়। কারণ আমি কবিতা লিখতে এবং পড়তে দুটোই অনেক বেশি ভালোবাসি। বিভিন্ন টপিক নিয়ে যদি সুন্দর করে কবিতা লেখা হয়, তাহলে তো আরো বেশি ভালো লাগে। আপনার লেখা আজকের কবিতাটা যতই পড়ছিলাম, আমার কাছে তো ততই খুব ভালো লাগছিল।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
আজকে আপনি ভালো লাগার মত চমৎকার একটি কবিতা লিখেছেন। আপনার লেখা বিশ্বাস কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। তবে এটি ঠিক বিশ্বাস চোখে দেখা যায় না। তবে বিশ্বাস মানুষকে করতে হয়। আপনি কিন্তু অসাধারণ চমৎকার ভাষা দিয়ে কবিতাটি লিখে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আর এই ধরনের কবিতা থেকে অনেক কিছু উপলব্ধি করা যায়।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
বিশ্বাসের উপর ভিত্তি করে আপনি অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সত্যি বিশ্বাস আমাদের মনের অনেক বড় একটা শক্তি। বিশ্বাসের জোরে আমরা অনেক অসাধ্য সাধন করতে পারি। আপনার কবিতাটি পড়ে বিশ্বাসের প্রতি আরো আমার বিশ্বাস বেড়ে গেল। ধন্যবাদ এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
1 | https://x.com/bristy110/status/1914367289048080469
2 | https://x.com/bristy110/status/1914367999475175896
3 | https://x.com/bristy110/status/1914368737186021509
4 | https://x.com/bristy110/status/1914369839059128754
5 | https://x.com/bristy110/status/1914370834640330962
6 | https://x.com/bristy110/status/1914371416515924347
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit