বৃষ্টিস্নাত ফুলের ফটোগ্রাফি।🌸🌸

in hive-129948 •  15 days ago  (edited)

হ্যালো বন্ধুরা

মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি "আমার বাংলা ব্লগ"এর ভারতীয় এবং বাংলাদেশী সকল সদস্যগণ,কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই ভালো আছেন,সুস্থ আছেন?পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আমিও পরিবারের সবাইকে সাথে নিয়ে ভালো আছি।

আমি @bristychaki,আমি একজন বাংলাদেশী। আমার বাংলা ব্লগ এর আমি একজন ভেরিফাইড ও নিয়মিত ইউজার।আমি বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে আপনাদের সাথে যুক্ত আছি। প্রতিদিনের মতো আমি আজও নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমি প্রতিনিয়ত চেষ্টা করি পোস্টের ভিন্নতা আনার।তারই ধারাবাহিকতা বজায় নতুন একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করছি, আশাকরি আমার আজকের ফটোগ্রাফি পোস্ট টি আপনাদের ভালো লাগবে!

মহান সৃষ্টিকর্তা তার সব সৃষ্টি উত্তম রূপে করেছেন, কিন্তু তার মধ্যে অন্যতম সুন্দর হল ফুল। যুগে যুগে কালে কালে মানুষ ফুলের সৌন্দর্যে বীমোহিত হয়েছে। পবিত্রতা ও সৌন্দর্যের প্রতীক ফুল।বৃষ্টি শুধু জলের ফোঁটা নয়,এটি প্রকৃতির এক অপূর্ব উপহার যা আমাদের মনকে শান্তি দেয় এবং চারপাশের প্রকৃতির সৌন্দর্যকে আরও গভীর করে তোলে।বৃষ্টি নামলেই চারপাশটা যেনো অন্যরকম সুন্দর হয়ে যায়।বেশ কিছুদিন ধরেই প্রচন্ড রোদে গাছপালা গুলো কেমন যেনো প্রাণহীন হয়ে গিয়েছিলো।গাছগুলোকে সতেজ রাখার জন্য নিয়মিত গাছে জল দিতাম তারপরেও মনে হচ্ছিলো গাছগুলোতে প্রাণ ফিরে আসছে না কেমন জানি নির্জীব লাগছিলো।

IMG_20250422_171254.jpg

InCollage_20250421_215455440.jpg

IMG_20250421_214942.jpg

গতকাল সন্ধ্যে থেকেই আকাশটা কালো মেঘে ঢেকেছিলো!সেই সাথে মাঝে মাঝে দমকা হাওয়া বইছিলো।আকাশের ভাব গতি দেখেই মনে হচ্ছিলো বেশ বড়সড় একটা বৃষ্টি নামার আশঙ্কা রয়েছে।রাতের বেলা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম।এক ঘুমে প্রায় ভোর হয়ে গিয়েছে হঠাৎ করেই ব্যালকনির দরজাটায় বাতাস এসে জোরে সোরে একটা ধাক্কা দিলো আর সেই শব্দে ঘুম ভেঙ্গে গেলো।ঘুম ভাঙতে না ভাঙতেই বৃষ্টির শব্দ কানে এসে পড়লো বেশ মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেলো সেই সাথে বাতাসও ছিলো।এক নিমিষেই যেনো চারদিকটা শীতল হয়ে গেলো।মাথার উপরে ফ্যান ঘুরছিলো তখনো,বৃষ্টি এবং বাতাসের সাথে সাথে গায়ে কাটা দিয়ে উঠছিলো।পরিবেশটা এতো বেশি ভালো লাগছিলো যে বিছানা ছেড়ে উঠে গিয়ে ফ্যান বন্ধ করতে ইচ্ছে করছিলো না।পায়ের কাছে একটা কাঁথা ছিলো সেটা কোনো রকমে টেনেটুনে নিয়ে গায়ে জড়িয়ে নিয়ে খুব আরাম করে শুয়ে শুয়ে বৃষ্টি উপভোগ করলাম।

IMG-20250421-WA0012.jpg

IMG_20250421_215152.jpg

IMG_20250421_215143.jpg

IMG_20250421_215103.jpg

IMG_20250421_215052.jpg

সকাল ৯ টা নাগাদ বৃষ্টি থেমে গেলো আর বৃষ্টি থেমে যাওয়ার কিছুক্ষণ পরেই আকাশটা পরিষ্কার হয়ে রোদের দেখা মিললো।রোদ দেখে সাথে সাথে ছাদে উঠে গেলাম,আমার শখের গাছ গুলো দেখার জন্য।ছাদে গিয়ে দেখি প্রতিটি গাছ বৃষ্টির জলে সতেজ ও তরতাজা হয়েছে,সেই সাথে ফুলগুলো সুন্দর থেকে আরো সুন্দর হয়ে উঠেছে।আর সেই সৌন্দর্য দেখে চোখ শান্তিতে ভরে গেলো আর সেই দৃশ্য গুলোই আপনাদের সামনে তুলে ধরলাম।

IMG_20250422_163200.jpg

IMG_20250421_215115.jpg

IMG_20250421_215037.jpg

IMG_20250422_163200.jpg

সবাই ভালো থাকবেন,সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজ এখানেই শেষ করছি।

IMG_20230307_020842.png

99pyU5Ga1kwqSXWA2evTexn6YzPHotJF8R85JZsErvtTWY6ryCgnizd4SmozHPACxnHF8Lc4cYHYazhMMYtnXHUFLoeHg6pvGz8XiqU4kJ9G4Wwh7s6WvRRrwCpUijw4cW.jpeg

VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR
SET @rme as your proxy
witness_vote.png

Break3.jpg
Banner User.png
Break3.jpg

আমি অতশী চাকী (বৃষ্টি) । নতুন নতুন রেসিপি বানিয়ে সবাইকে খাওয়াতে আমার ভালো লাগে। আর ভালো লাগে নতুন নতুন জায়গা ভ্রমণ করতে। আমি "ভালো কাজের, ভালো ফল কথাটাতে" মনে প্রাণে বিশ্বাস করি এবং মেনে চলার চেষ্টা করি।

Break3.jpg

3jpR3paJ37V8JxyWvtbhvcm5k3roJwHBR4WTALx7XaoRovfEfMUsxphK2C94MUmPesRzxucV6L5C5WztC1e4L1hqcx2mH3BcV9oEFqiwTsErcMQNvVa4puc9hxr4N1FcnerVs (1).gif

20250419_204206.jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

আসলেই স্রষ্টার সৃষ্টি অসম্ভব সুন্দর। তার সৃষ্টির মধ্যে চমৎকার হলো ফুলের সৌন্দর্য। বৃষ্টির পরে আপনার ছাদবাগান থেকে ধারণ করা ফুলের ফটোগ্রাফি গুলি আসলেই দারুন দেখাচ্ছে আপু। প্রত্যেকটা ফুলই মনে হচ্ছিলো যেনো পূর্ণ সৌন্দর্যতায় ভরে উঠেছে।

আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। সত্যি আপু বৃষ্টির মধ্যে ফুল গুলো যেন তাদের প্রাণ ফিরে পেয়েছি্ম
ধন্যবাদ আপনাকে।

প্রকৃতির প্রতিটি রূপেই এক অপূর্ব শুদ্ধতা লুকিয়ে থাকে, আর সেই সৌন্দর্য সবচেয়ে স্পষ্ট হয় যখন ফুলের কোমলতা ও বৃষ্টির প্রশান্তি একসাথে ধরা দেয়। লেখায় একদিকে যেমন ফুলের নির্মলতা, অন্যদিকে বৃষ্টির পরশে প্রকৃতির নবজাগরণ—এই দুইয়ের সংমিশ্রণে সৃষ্টি হয়েছে এক অসাধারণ অনুভূতি। মনে হচ্ছে যেনো আমি নিজেই সেই ঘরটিতে বসে বৃষ্টির শব্দ শুনছি, বাতাসের ছোঁয়া অনুভব করছি। খুব সুন্দর ও মন ছুঁয়ে যাওয়া একটি লেখা!

আপনি তো দেখছি অনেক সুন্দর ফটোগ্রাফি করতে পারেন। আপনার ফটোগ্রাফি দেখলে সবাই মুগ্ধ হবে বলে আমার মনে হচ্ছে। ফুলের ফটোগ্রাফি দেখলে আমার অনেক ভালো লাগে। পছন্দের ফুলের ফটোগ্রাফি হলে তো কোনো কথাই নেই। অনেক সুন্দর করে আপনি সবগুলো ফটোগ্রাফি করেছেন।

চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি৷ যেভাবে আপনি এই বৃষ্টিস্নাত সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করেছেন তা একেবারে অসাধারণ হয়েছে৷ একই সাথে এখানে বৃষ্টির ফোঁটা পড়ার কারণে এগুলোর সৌন্দর্য যেন আরো একটু বেশি বৃদ্ধি পেয়ে গেল৷ একই সাথে এখানে আপনি যেভাবে এত সুন্দরভাবে সবকিছু ক্যাপচার করেছেন এটি আপনার দক্ষতাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে৷ অনেক ভালো লাগলো আপনার কাছ থেকে আজকের এই সুন্দর একটি পোস্ট দেখে৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য৷