আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে ভাবলাম আপনাদের সাথে এমন একটি লেখা শেয়ার করি। যেটা আসলে আমাদের চারপাশেই দেখা যায়। শুধু চারপাশে বললেই ভুল হবে। যেটা হয়তো আমরা আমাদের নিজেদের পরিবারের পৃথিবীর সবচেয়ে বেশি দেখি। অর্থাৎ এটা হয়তো বাইরে অনেক কম দেখি। অর্থাৎ হয়তো আমাদের চোখে পরে না। কিন্তু নিজের পরিবারে আমরা এটা অবশ্যই দেখি। আপনারা কি এখনো বুঝতে পারছেন না যে, আমি কি নিয়ে কথা বলতে চাইছি!
আমি আসলে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইছি। সেই বিষয়টি নিয়ে হয়তো অনেক রকমের মতপার্থক্য থাকতে পারে। আমি এখানে আমার মতামত তুলে ধরছি। আপনাদের সাথে মত পার্থক্য থাকতেই পারে তো সে ক্ষেত্রে আসলে আপনাদের মতামত শোনার ইচ্ছে পোষণ করছি । মানে যে ব্যাপারটি আমি বেশিরভাগ পরিবারে খেয়াল করেছি, সেটা হলো বেশিরভাগ পরিবার মেয়েদেরকে একজন মানুষ না ভেবে বোঝা হিসেবে ভাবে। তার মূল একটি উদাহরণ যদি আমি দেখাতে চাই। সেটা হলো, একটি ছেলে যখন পড়াশোনা করে। তখন তার বিয়ে নিয়ে খুব একটা তোরজোর পরিবার করে না।
কিন্তু যখন একটা মেয়ে একটু বেশি পড়াশোনা করে ফেলে। অর্থাৎ অনেকটা এমন হয়ে যায় যে, পড়াশোনা শেষ দিকে। তখন থেকেই বাবা-মা এর একটি চিন্তা হয়ে যায় যে কি করে মেয়েকে বিয়ে দিবে। অর্থাৎ এটা একেবারে ভালো চিন্তা। আমি এর সাথে দ্বিমত পোষণ করছি না। কিন্তু কখনো যদি ওই মেয়ে তার পরিবারের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নেয় নিজের ক্যারিয়ারের জন্য। তখন কিন্তু সেই পরিবারটাকে আর কোনোভাবেই সেই সময় দিতে রাজি হয় না। আমার মূল সমস্যাটি ঠিক এখানেই। অর্থাৎ নারীদেরকে ঠিক এই জায়গাতেই বোঝা ভাবা হয়। অর্থাৎ পরিবার সবসময় ভাবে যে যতো দ্রুত বিদায় করা যাবে ততোই ভালো। আমি জানিনা আমাদের এই সমাজ ব্যবস্থা কখনো বদলাবে কিনা। কিন্তু আমি এর চরম বিরোধিতা করি।