আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আজকে ভাবলাম অন্যজনের সাথে এমন একটা লেখা শেয়ার করি, যে লেখাটি হয়তো আপনাদের সাথে মিলে যেতে পারে এবং আমি তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি মোটেও বানিয়ে লেখার চেষ্টা করছি না, সত্য লিখতে একটু বেশি ভালো লাগে। আমাদের সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছে এবং তাদের মধ্যে তফাৎ রয়েছে। অর্থাৎ আমরা এক একটা মানুষ একেকরকম। আমাদের মধ্যে কোনো মিল নেই এবং এটাই স্বাভাবিক একটা বিষয়। কিন্তু স্বাভাবিকতার মধ্যে একটা অস্বাভাবিকতা রয়েছে। সেটা নিয়ে আজকে কথা বলতে এসেছে।
আসলে যে ব্যাপারটি সবার ক্ষেত্রেই একই বা মূল ব্যাপার সেটা হলো আমরা সমাজে আমরা সকলেই মোটামুটি কাজ করি। অর্থাৎ কেউ কম করে বেশি করে। কিন্তু কিছু মানুষজনেরা এমন মানুষ, যারা সবসময় কাজ করে কম, কিন্তু কথা বলে অনেক বেশি। আর তারা কথাগুলো এমন ভাবে বলে যেনো তারা আসলে অনেক কিছুই জানে অনেক কিছুই বুঝে এবং এমন ভাবে কথা বলে যে, তারা আসলে অনেক কিছু করে ফেলছে। কিন্তু সত্যিকার অর্থে তারা কোনো কাজই করেনা।
তারা আপাদমস্তক এমন একটি ভান ধরে থাকে যে তারা অনেক কাজ করছে। কারণ কাজগুলো নিয়ে তারা এমন ভাবে কথা বলে! কিন্তু আমি তাদের মধ্যে যেটা অনেক বেশি দেখেছি। সেটা হচ্ছে তারা অনেক বেশি কম কাজ করে এবং সব সময় কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করে এবং আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে। এই ধরনের কাজ করে বেশি দূর এগিয়ে যাওয়া কখনো সম্ভব হয় না। কারণ কথা কম বলে কাজ বেশি করতে হবে। তবেই আমরা সফলতা আশা করতে পারবো।