আমরা মানুষ, আমরা সামাজিক জীব। আমাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। আমাদের মাঝে দায়িত্ববোধ কর্তব্যবোধ রয়েছে। কিন্তু তারপরও নিজের মধ্যে থাকা আমাদের চেতনা কিংবা জাগ্রতকর বিষয়গুলোকে কখনো চাপিয়ে রাখা যায় না। সব সময় নিজেদের কাজের গুরুত্ব গুলো সব সময় আগে দিতে হবে। আমাদের এই ছোট্ট একটা জীবনে, জীবন সংগ্রামে বিভিন্ন ধরনের বাধা-বিপত্তি আসবে এমত অবস্থায় কখনো হেরে গেলে চলবে না। বরঞ্চ সামনের দিকে এগিয়ে যেতে হবে সেটাও আমার লড়াই করে এই সমাজের সাথে।
জীবনে ভালো কিছু করতে হলে সব সময় চেষ্টা চালিয়ে যেতে হবে। এমনটা নয় শুধুমাত্র একবার চেষ্টা করলাম এবং সেটাতে হেরে গেলাম তার মানে আমি ব্যর্থ কিংবা আপনি ব্যর্থ। এখানে আমাদের জীবনটা আমাদেরকে সবসময় পরীক্ষার মধ্য দিয়ে অতিবাহিত করতে হয়। আমরা সব সময় কোনো না কোনো চ্যালেঞ্জিং এর মোকাবেলা সম্মুখীন হয়ে থাকি। কখনো সেই চ্যালেঞ্জগুলোকে পিছন ফেলে পালিয়ে যাবেন না বরং সেগুলোকে মোকাবেলা করার জন্য নিজের উপর আস্থা রাখুন এবং দেখুন।
জীবনে আর যাই করেন না কেন নিজেকে কখনো ছোট ভাববেন না, নিজেকে কখনো অসহায় ভাববেন না। হ্যাঁ, মাঝেমধ্যে এটা আমারও ফিল হয় এবং মাঝেমধ্যে আমিও অনুভব করি, এর মধ্যে ডিপ্রেশনে চলে যাই। কিন্তু তারপরও সেখান থেকে বেরিয়ে এসে নিজের উপর আস্থা রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটি জীবনে অনেক বার আমরা ব্যর্থতার সম্মুখীন হই। কিন্তু হেরে গেলে চলবে না, সব সময় চেষ্টা করতে হবে।
আপনি যদি নিজের উপর আস্থা রাখতে না পারেন তাহলে কিভাবে মনে করেন অন্য মানুষেরা কিংবা আপনার অফিসের বস আপনার উপর ভরসা করবে। এই বিষয়গুলো একটু ভালোভাবে কল্পনা করে দেখুন, তাহলেই আপনি আপনার উত্তর পেয়ে যাবেন, আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে।
এটা দারুণ বলেছেন জীবনে ভালো কিছু করতে চাইলে সব সময় চেষ্টা চালিয়ে যেতে হবে। আর মানুষ চেষ্টাতেই সফলতা অর্জন করে। নিজের প্রতি আস্থা রেখে যদি কাজ করা যায় তবে সেই কাজে সফল হওয়া যায়। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit