আমাদের প্রত্যেকের জীবনে ব্যক্তিগত কিছু কাজ থাকে। যেগুলো আমাদের অফিস ওয়ার্কের ও বাইরে থাকে। যেমন বিভিন্ন ধরনের সামাজিক বন্ধন, থেকে শুরু করে কোন আত্মীয়-স্বজন আসলে তাদেরকে আপ্যায়ন করা থেকে শুরু করে সব ধরনের কাজকেই এখানে বোঝানো হচ্ছে। এমত অবস্থায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা ব্যস্ততার শিকার হয়ে যাই। এ মত অবস্থায় আমি অনেক জনকেই দেখেছি যে অফিসের কাজগুলোকে তারা আগামী দিনের জন্য ফেলে রাখে কিংবা পেন্ডিং করে রাখে। আমি ব্যক্তিগতভাবেই এই বিষয়গুলোকে একদম পছন্দ করি না আমি হাজারো ব্যস্ততার মাঝেও আমার নিজের কাজগুলোকে সবসময় সঠিকভাবে করার চেষ্টা করি।
সামাজিক বন্ধন কিংবা পারিবারিক বন্ধন এবং পারিবারিক অনেক দায়িত্ববোধ কর্তব্যবোধ আমাদের কাঁধে থাকে কিন্তু এর মাঝেও একটি বিষয় সবসময় মাথায় রাখতে হবে। সেসব দায়িত্ববোধগুলো কিন্তু আমরা এই চাকরি করি বা যাই করি না কেন এ সসব কিছুর মাধ্যমে কিন্তু আমরা অর্থ উপার্জন করি। সেই অর্থ উপার্জনের জায়গাটা যদি আমরা ঠিক না রাখি তাহলে দেখা যাবে ভবিষ্যতে আমাদের পরিবারকে নিয়ে অনেক বড় একটি সাফার করতে হবে এবং অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। এই বিষয়টা আমি কখনোই চাই না। তাই আমি ব্যক্তিগতভাবে কোন কাজ কোন দিনের জন্য পেন্ডিং রাখার চেষ্টা করি না।
এইতো আজ সারাদিন বাইরে ছিলাম কিন্তু তারপরও কমিউনিটির সমস্ত দায়িত্ব এবং কর্তব্যবোধগুলো আমার মাথায় ছিল। এবং মোবাইলে যতটুকু করা সম্ভব সে সবকিছুই আমি আগে থেকেই করে রেখে দিয়েছি। আর যেসব কাজগুলো মোবাইলে করা সম্ভব নয় এখন ফ্রেশ হয়ে এসব কাজগুলো করতে বসবো। সেই কাজগুলো কখনোই আগামী দিনের জন্য পেন্ডিং হয়ে থাকে না। এই কাজগুলো আমি সবসময় করে থাকি এবং আমি এই কাজগুলোর জন্য নিজেকেই অনেক গর্বিত বলে মনে করি। যাইহোক আজকের মত এখানেই শেষ করছি, আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।