আজকে আমি এসেছি আপনাদের সকলের সাথে একটি জেনারেল রাইটিং পোস্ট শেয়ার করতে। আমার লেখার মাধ্যমে আমার চিন্তা ভাবনা গুলো আপনাদের কাছে পৌঁছানোর লক্ষ্যে এই লেখাগুলো শেয়ার করা।
আশা করছি যে আপনারা আপনাদের মূল্যবান মন্তব্যের মাধ্যমেই আমার এই লেখাটি সৌন্দর্য বৃদ্ধি করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি। তাহলে অবশ্যই আমাকে শুধরে দিতে ভুলবেন না।
আমাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অন্যায় হয়ে থাকে। আসলে এমন অনেক ব্যাপার রয়েছে, যেগুলো হয়তো আমরা মোটেও মেনে নিতে পারি না। কিংবা মেনে নিতে চাই না। অর্থাৎ এমন অনেক সময় হয় যে, ওই অন্যায় গুলোর প্রতিবাদ হয়তো আমরা করতে পারবো চাইলেই। অর্থাৎ হয়তো এমন হলো যে, আপনার সাথে কেউ কোনো কিছু খারাপ করলে এবং সেখানে অনেক মানুষ উপস্থিত রয়েছে। তারা হয়তো নিজেরাও দেখেছে এবং আপনি চাইলেই তাদের সাহায্য নিয়ে প্রতিবাদ করতে পারেন। কিন্তু বাস্তবতা হলো, আপনি কখনোই সে বিষয়ে প্রতিবাদ করবেন না।
হঠাৎ আপনি আপনার সাথে হওয়া অন্যায় নিয়ে কোনো প্রতিবাদ না করে নিশ্চুপ হয়ে থাকবেন। আসলে এই নিশ্চুপতার মূল কারণ হলো আমাদের সম্মান হানির ভয়। কারণ অনেক সময় অনেক খারাপ মানুষ এমন রয়েছে যে, তারা মুখের উপর কি বলে সেটার কোনো ঠিক নেই। তাই তারা হঠাৎ করে এমন কোনো বাজে কথা বলে ফেলতে পারে। যেটা হয়তো আমাদের নিজেদের সম্মানের জন্য অনেক বেশি ক্ষতিকর হবে। কারণ আমরা হয়তো ভরা মজলিসে হুট করে তেমন খারাপ কিছুর কখনোই উত্তর দিতে পারবো না।কিছু মানুষ রয়েছে, তারা আপনাকে ছোট করার জন্য যে কোনো অবস্থায় যে কোনো কথা বলতে পারবে।
আর এসব ভেবে আমরা সব সময় নিশ্চুপ থাকি। অর্থাৎ আমরা সম্মান হানির ভয়ে নিশ্চুপ থাকি। কিন্তু আমি মনে করি এ বিষয়টি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ যে খারাপ কথা বলছে, অসম্মান তার। কিন্তু আমাদের সমাজে ভেবে নেওয়া হয় যে, খারাপ কথা যে শুনছে অসম্মান তার। আর এই সুযোগটি ওই খারাপ মানুষকে নেয়। অর্থাৎ খারাপ মানুষটি বুঝে যায় যে, সে যতোই খারাপ কিছুই বলুক না কেনো। ওই ভালো মানুষ চুপ করে থাকবে নিজের সম্মানের ভয়ে এবং সেটাকে সে হাতিয়ার হিসেবে খারাপ কাজে ব্যবহার করে।তাই আমাদের আসলে এই অবস্থা থেকে বের হয়ে আসা উচিত। অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ করতে হবে। সব সময় অন্যায়ের সাথে আপোষ করে চুপ থাকা চলবে না। কারণ সম্মানহানির ভয়ে আমরা যতোদিন কুঁকড়ে থাকবো।ততোদিন তারা সুযোগ নেবে। আর ততোদিন আমাদের এই নিশ্চুপতার দায়, আমাদেরকে বয়ে নিয়ে যেতে হবে।